আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় (What are mangoes called in different countries - which mangoes are popular in which countries?)

মানুষের জানার আগ্রহটা অসীম। আর এই জানার আগ্রহ থেকেই মানুষ তার অনন্য উচ্চতার আসনে বলীয়ান হয়েছে। তাই আজকে আমরা আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় - সেটা জানবো।
আসলে জানার আগ্রহটা মানুষকে অনেক কৌতুহলী করে তোলে। যার ফলশ্রুতিতে, আজকে আমাদের অবশ্যই জানতে হবে, আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয়

যে অংশটি পড়তে চান তা ক্লিক করুন:

সারা বিশ্বে বিভিন্ন ফলকে কি নামে ডাকা হয়?

কাজের প্রয়োজনে, আত্মীয়তা রক্ষায়, ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন ইত্যাদির অভিপ্রায়ে আমাদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক দেশে থেকে অন্য দেশে যেতে হয়। সেইসময় সবথেকে যে সমস্যাটা প্রকট আকার ধারণ করে তা ভাষা। আর এই ভাষার কারণেই পড়তে হয় নানান অসুবিধায়। কিন্তু এই ভাষার জটিলতা এড়াতে আমরা যদি অগ্রিম কিছু জ্ঞান অর্জন করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। ঠিক তেমনি, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ফলকে কি নামে ডাকে তা জানাটাও জরুরী। সুতরাং আজকের আর্টিকেল থেকে আমরা আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় তা জানবো।

আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় 

  • আম একটি গ্রীষ্মকালীন ফল। বাংলাদেশে আম একটি অত্যন্ত জনপ্রিয় ফল হিসেবে পরিচিত। বাংলাদেশে আমকে আম এবং ইংরেজিতে (Mango) বলা হয়ে থাকে। বলাবাহুল্য বাংলাদেশে বহু ধরণের আম উৎপাদিত হয়ে থাকে, যেমন-ফজলী, ল্যাংড়া, গোপালভোগ, বারী (বিভিন্ন নামে), আমরুপালী, হাড়ি ভাংগা, খেরসাপাত ইত্যাদি উল্লেখযোগ্য।
  • বাংলাদেশের মতো ভারতবর্ষেও আম একটি অত্যন্ত জনপ্রিয় ফল। ভারতে বিভিন্ন ধরণের আম পাওয়া যায়, যেমন-হাফশাহী, ল্যাংড়া, আলফানসো, আমরুপালী ইত্যাদি।

আরও পড়ুন: কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়

  • আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় এর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আম Mango নামেই পরিচিত। অন্যান্য দেশের ন্যায় এখানেও বিভিন্ন প্রজাতি আম (যেমন-টোমি অ্যাটকিন, হ্যাডেন, কেটি) পাওয়া যায়।
  • আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় এর মধ্যে যুক্তরাজ্যেও আমকে Mango নামে সমধিক পরিচিত। এখানে বিভিন্ন দেশ থেকে আনা আমের মধ্যে ভারতীয় আমগুলো বেশ জনপ্রিয়।
  • পাকিস্তানে আমকে Aam নামে পরিচিত এবং দেশটি বিশ্বের বৃহত্তম আম উৎপাদক। এখানাকার আমের মধ্যে ChaunsaSindhri প্রজাতির নাম বেশ জনপ্রিয়।
  • আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় এর মধ্যে মেক্সিকোতে আমকে Mango নামে ডাকা হয়। আর বলা বাহুল্য যে, মেক্সিকো অন্যতম আম উৎপাদক একটি দেশ এবং এই দেশটির বিখ্যাত কিছু আম হলো Ataulfo এবং Kent
  • আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় হিসেবে থাইল্যান্ডে আমকে Mamuang নামে অভিহিত করা হয়। তবে Nam Dok Mai এবং Keo Savoy প্রজাতির আম খুব জনপ্রিয় এখানে।
  • ইন্দোনেশিয়ায় আমকে Mangga বলা হয়। এখানেও জনপ্রিয় আমের মধ্যে Arumanis  এবং Manalagi অন্যতম।
  • আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় এর মধ্যে ফিলিপাইনে আমকে Mangga বলে। অন্যান্য দেশের ন্যায় এখানেও Carabao Mango এবং Manila Mango প্রজাতির আম বিশ্বব্যাপী পরিচিত।
  • অস্ট্রেলিয়াতেও আমকে Mango নামে ডাকা হয়। বিশেষ করে Kensington Pride প্রজাতিটি খুবই জনপ্রিয়।
  • ইজিপ্টতে বা মিশরে আমকে Mango নামে ডাকা হয়। উল্লেখ্য যে, মিশরে বিভিন্ন ধরণের আম পাওয়া যায়।
  • ব্রাজিলে আমকে Manga বলা হয়। ব্রাজিলে PalmerTommy Atkins প্রজাতির আম খুবই জনপ্রিয়।
  • নাইজেরিয়াতে আমকে Mango নামে ডাকা হয়। এখানেও অনেক প্রজাতির আমের দেখা মিলে।

আরও পড়ুন: বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা

  • সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকায় আমকে Mango বলা হয়। তবে এখানকার Kensington Pride নামক আমটি বেশ জনপ্রিয়।
  • আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় এর ক্ষেত্রে মালয়েশিয়াতে আমকে Mangga বলা হয়। মালয়েশিয়ার Harumanis আম বেশ বিখ্যাত।

আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয়-শেষ কথা:

আসলে বিভিন্ন দেশে আমের নাম প্রায় একই, তবে স্থানীয় ভাষায় উচ্চারণে বা বানান একটু পরিবর্তন হতে পারে। মোট কথা, আম বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি অত্যন্ত জনপ্রিয় ফল এর বিভিন্ন জাত ও প্রজাতি মোটামুটিভাবে সব স্থানেই পাওয়া যায়। অর্থাৎ আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয়  তা আমরা উপরোক্ত আলোচনা থেকে জানতে পেরেছি।

আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে জানা ও অজানা তথ্য - সেন্টমার্টিন দ্বীপের খাবার হোটেল ও রিসোর্টের নামগুলি কী কী

আশা করি. আজকের আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় আর্টিকেল থেকে আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয়, তা ভালোভাবে জানতে পেরেছেন। এ রকম আরও তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরিশেষে আমকে ভিন্ন ভিন্ন দেশে কী নামে ডাকা হয়ে থাকে - কোন দেশে কোন আম জনপ্রিয় আলোচনায় আপনার সম্পৃক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url