বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে
ঋতুভেদে বর্ষাকাল অন্যান্য ঋতুর থেকে সম্পূর্ণই আলাদা। কিন্তু জানেন কি, বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে?
তবে একটা জিনিস সত্য যে, আমরা কিন্তু অনেক ফুলের নামই জানিনা বা চিনিনা, কিন্তু নাম না জানা সেই ফুলটিই আমাদের নিকট অনেক সময় অতি প্রিয় হয়ে ওঠে। তবে আজকে আমরা বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে তা কিন্তু জেনে নিবো।
পোস্ট সূচিপত্র: বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে (What flowers bloom during the rainy season?)
ভূমিকা
বর্ষাকালে জলরাশিতে যে সমস্ত ফুল ফোটে
বর্ষাকালে ছাদে যে সমস্ত ফুল ফোটে
বর্ষাকালে বাগানে যে সমস্ত ফুল ফোটে
বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে-শেষ কথা
ভূমিকা:
কবি গুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা, বর্ষার ঝর ঝর সারাদিন ঝরছে, মাঠ-ঘাট থই থই খাল-বিল ভরছে। আসলে বর্ষাকাল এলেই চারিপাশে দেখা যায়, জল আর জল। আর সেই জলের মধ্যে বা আশেপাশে ফুটে থাকে নাম না জানা অনেক ধরণের সাদা ফুল। আসলে বর্ষাকালে কিন্তু সাদা ফুলগুলিই বেশী ফোটে এবং মজার ব্যাপার হলো, অন্যান্য ঋতু থেকে কিন্তু বর্ষাকালেই বেশী ফুল ফুটে থাকে। হোক তা জলে, স্থলে, ছাদে, বাগানে বা টবে।
আরও পড়ুন: বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবিতে বিভিন্ন খাবারের নাম
তবে খেয়াল করলে দেখা যায় যে, সাদা গন্ধরাজ, করবী, সাদা কাঠ গোলাপ, টগর, কামিনী, বেলি ইত্যাদি ফুলগুলিই আমাদের চোখে পড়ে। কিন্তু এর বাইরেও অনেক ফুল আছে যার অনেকটাই আমরা নাম জানিনা। সে কারণে বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে হোক সেটা ছাদে, বাগানে, টবে বা জলরাশিতে।
বর্ষাকালে জলরাশিতে যে সমস্ত ফুল ফোটে:
সাধারণত খাল বা বিলে বেশি ফোটে শাপলা ফুল। তবে এর মধ্যে সাদা, গাঢ় নীল, নীল বা গোলাপি রঙের শাপলা ফুলগুলি বেশি ফুটে থাকে। এ ছাড়াও শালুক ও পদ্ম ফুলসহ আশেপাশে সবথেকে বেশী দেখা যায় কলমি ফুলটি। আর যদি বাড়ির পাশে পুকুর থাকে, তাহলে তো হয়েই গেল, কারণ পুকুরে বা ডোবায় থাকে নান্দনিক কচুরিপানা ফুল।
বর্ষাকালে ছাদে যে সমস্ত ফুল ফোটে:
বর্ষাকালে আমাদের ছাদে ফুটে ওঠে অলকানন্দ, রঙ্গন, রক্তজবা, টগর, রজনীগন্ধা, দোলনচাঁপা, সন্ধ্যামালতি, শ্বেতকাঞ্চন, গন্ধরাজ, ঘাসফুল, ঘন্টাফুল, জুঁই, গুলনার্গিস, সোনাপতি, স্পাইডার লিলি, সুখদর্শন হাজারি বেলি, বুয়েলিয়া, রেইন লিলি, কুন্দ, মালতী, জুঁই, সাদা কাঠ গোলাপ, মাধবীলতা, স্পাইডার লিলি, দোপাটি, টাইগার লিলি, বাটারফ্লাই লিলি, নয়নতারা, মোগরঝুঁটি, হাজারি বেলি, কলাবতী, মেহেদি ফুল, বেলি, ক্লিমেটিস জুঁই, যূথী বা জুঁই, কলাবতী, ব্লিডিং হার্ট, ম্যান্ডেলিনা, ইত্যাদি।
বর্ষাকালে বাগানে যে সমস্ত ফুল ফোটে:
বকুল, কদম ফুল, টগর, গন্ধরাজ, দোলনচাঁপা, গন্ধহীন কাঠ টগর, চীনা টগর, কুন্দ, মালতী, সাদা কাঠগোলাপ, করবী, কামিনী, মাধবীলতা, অলকানন্দ, কলাবতী, রক্তজবা, শ্বেত রঙ্গন, মর্নিং গ্লোরি, রেইন লিলি, অ্যারোমেটিক জুঁই, ম্যান্ডেলিনা।
আরও পড়ুন: বিশ্বের ১৯৩টি দেশের জাতীয় ফুলের নাম ও তালিকা - বিশ্বে কতগুলো দেশ আছে
এ ছাড়াও রয়েছে বেগম বাহার, স্বর্ণচাপা, শ্বেতচাপা, মান্ডেলিনা, দোপাটি, সুখদর্শন, গুলনার্গিস, ব্লিডিং হার্ট, বুয়েলিয়া, ফুরুস, ক্র্যাব ফ্লাওয়ার, বাটারফ্লাই লিলি, নয়নতারা, মোগরঝুঁটি, গ্লোরি লিলি, পর্তুলিকা, কয়েক রঙের দোপাটি ফুল, যেমন-সাদা, গোলাপি, লাল, বেগুনি, আকাশি, নীল ইত্যাদি, রেইন লিলি ইত্যাদি।
বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে-শেষ কথা:
আসলে বর্ষাকালটি একটি উদাসীন ধরণের ঋতু, কারণ চারিদিকে শুধু পানি আর পানি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। কিন্তু এত কিছুর মাঝেও যখন প্রকৃতির বুকে বা বাড়ির আশেপাশে বিভিন্ন রঙের ফুল ফুটে থাকে, তখন হঠাৎ করেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। আজকে বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে তাতে নাম না জানা অনেক ফুলের নাম রয়েছে। বাড়ির আঙিনায় বা প্রাচীরের ধারে বা বেড়ার ধারে বিভিন্ন বুনো ফুল ফুটে কিন্তু বর্ষার মধ্যেই। আবার কাঁচামাটির পথের দুধারে ছোট ছোট গাছে সাদা রঙের ফুল ফুটে থাকে, যার গন্ধ এবং দৃশ্য সত্যিই মনে প্রশান্তি এনে দেয়।
আরও পড়ুন: বাংলা ও ইংরেজিতে ১০০টি ফুলের নামের তালিকা এবং কোন কোন ফুলগুলো দেশি ও বিদেশি
মূলত বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে বিষয়ক আর্টিকেল থেকে আপনার বর্ষাকালের বিভিন্ন নাম না জানা ফুলের বিষয়ে জানতে পেরেছেন। অর্থাৎ বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে বিষয়ক আর্টিকেল সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য, পরামর্শ বা মতামত প্রদান করার থাকে, তাহলে কমেন্টসের মাধ্যমে তা জানাতে পারেন এবং সেই সঙ্গে দীর্ঘক্ষণ বর্ষাকালে কি কি ফুল ফুটে থাকে বিষয়ক আলোচনায় যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url