বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

পৃথিবীর বেশীর ভাগ দেশেই বিভিন্ন নামে নদী প্রবাহিত হয়েছে। এই নদীর আকার-আকৃতি- রূপ, ছোট-বড়, হিংস্র্র-শান্ত নানারূপে নদী প্রবাহিত হয়ে থাকে। সুতরাং বাংলাদেশে মোট কয়টি নদী আছে? এবং পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সেটি জানাটা আবশ্যক।
আসলে নদী আমাদের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ইত্যাদি নানাভাবে জীবনের সঙ্গে ওতপ্রোতঃভাবে জড়িত। এই নদী কারও দুঃখের কারণ, আবার সুখেরও কারণ। তাই, আজকে আমরা নদী প্রসঙ্গে বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? তা নিম্নের বর্ণিত লেখাগুলো থেকে জানা যাবে।

পোষ্ট সূচিপত্র: বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?  (How many rivers are there in Bangladesh? Which is the longest river in the world?)
বাংলাদেশে মোট কয়টি নদী আছে?
বাংলাদেশের প্রধানতম নদী কয়টি?
প্রবাহমান এবং অপ্রবাহমান নদীর সংখ্যা কতটি?
নদীর উৎপত্তিস্থলসহ নদীর নামসমূহ
বাংলাদেশ ও ভারত এবং মায়ানমার আন্ত সীমানার মধ্যে অবস্থিত নদীর নামসমূহ
আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় এবং ছোট নদী কোনটি?
পৃথিবীর সবচেয়ে ছোট ও বড় নদীগুলো কোনটি?
বাংলাদেশ হতে কোন কোন ভারতে প্রবেশ করেছে
বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?-পরিশেষে

বাংলাদেশে মোট কয়টি নদী আছে?

জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য মতে বিভিন্ন শাখা-প্রশাখাসহ বাংলাদেশে মোট নদীর সংখ্যা হলো ১০০৮টি।

বাংলাদেশের প্রধানতম নদী কয়টি?

বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুণী, ব্রহ্মপুত্র, তিস্তা, পশুর এবং সাঙ্গু নদীই উল্লেখযোগ্য।

প্রবাহমান এবং অপ্রবাহমান নদীর সংখ্যা কতটি?

বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? বিষয়ক আর্টিকেলে বর্ণিত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বাংলাদেশের প্রবাহমান নদীর সংখ্যা হচ্ছে ৯৩১টি। এর মধ্যে নাব্যতা হারিয়েছে বা সচল নেই এমন নদীর সংখ্যা হলো ৩০৮টি। এসব নাব্যতা হারানো নদীগুলির মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৮৫টি, রাজশাহী বিভাগে রয়েছে ১৮টি, রংপুর বিভাগে রয়েছে ৭১টি, ময়মনসিংহ বিভাগে নাব্যতা হারানো নদীর সংখ্যা ২৬, খুলনা বিভাগে ৮৭টি, চট্টগ্রাম বিভাগে ১১ এবং সিলেট বিভাগে ১০টি।

নদীর উৎপত্তিস্থলসহ নদীর নামসমূহ:

বাংলাদেশের প্রধান প্রধান এই নদীগুলির নাম, উৎপত্তিস্থল প্রবেশ পথ নিম্নে বর্ণিত হলো:
  • গঙ্গা-পদ্মা যমুনা নদীর উৎপত্তিস্থল হলো হিমালয়ের গঙ্গোত্রী হিমাবাহ থেকে যার প্রবেশ স্থল চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
  • মেঘনা নদীর উৎপত্তিস্থল হলো আসামের নাগা মণিপুরের দক্ষিণে লুসাই পাহাড়ে এবং প্রবেশদ্বার হলো সিলেট বিভাগে।

আরও পড়ুন: কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়

  • ব্রহ্মপুত্র ও যমুনা নদীর উৎপত্তিস্থল হলো তিব্বতের কৈলাশশৃঙ্গের মানস সরোবরে  এবং এর প্রবেশদ্বার হলো কুড়িগ্রাম জেলায়।
  • তিস্তা নদীর উৎপত্তিস্থল হলো সিকিমের পর্বত অঞ্চল এবং প্রবেশদ্বার হলো নীলফামারী জেলায়।

বাংলাদেশ ও ভারত এবং মায়ানমার আন্ত সীমানার মধ্যে অবস্থিত নদীর নামসমূহ:

বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? বিষয়ক আর্টিকেলে বলা যায়, সাধারণত বাংলাদেশ ও ভারত এবং মায়ানমার আন্ত সীমানার মধ্যে যে সমস্ত নদী রয়েছে তার তালিকা নিম্নে প্রদত্ত হলো:

আরও পড়ুন: বিশ্বের ১৯৩টি দেশের জাতীয় ফুলের নাম ও তালিকা - বিশ্বে কতগুলো দেশ আছে

রায়মঙ্গল, ইছামতী-কালিন্দী, বেতনা-কোদালিয়া, ভৈরব-কপোতাক্ষ, মাথাভাঙ্গা, গঙ্গা, পাগলা, আত্রাই, পূনর্ভবা, তেতুলিয়া, টাংগন, কুলিক বা কোকিল, নাগর, মহানন্দা, ডাহুক, করতোয়া, তালমা, ঘোড়ামারা, দিওনাই-যমুনেশ্বরী, বুড়িতিস্তা, মনু, জুরি, সোনাই-বারদল, কুশিয়ারা, সুরমা, শারি-গোয়াইন, পিয়াইন, ধলা, যাদুকাটা, উমিয়াম, নয়াগাঙ, দামালিয়া/যালুখালী, সোমেশ্বরী, ভোগাই, চিল্লাখারি, জিঞ্জিরাম, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তা নদী সমূহ। তবে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত একমাত্র নদী হলো নাফ নদী। 

আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় এবং ছোট নদী কোনটি?

বাংলাদেশের সবথেকে বড় নদী হলো পদ্মা, যার দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার এবং গড় প্রস্থ ১০ কিলোমিটার এবং সবচেয়ে ছোট নদী হলো গোবরা নদী, যার দৈর্ঘ্য ৪ কিলোমিটার এবং উৎপত্তিস্থল তেতুলিয়া ইউনিয়নের বিলাঞ্চল।

পৃথিবীর সবচেয়ে ছোট ও বড় নদীগুলো কোনটি?

  • পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম হলো কুওকানজোকি (দৈর্ঘ্য-৩.৫), বুসুবুতসু (দৈর্ঘ্য ১৩.৫), রেপ্রুয়া (দৈর্ঘ্য ১৮) এবং তম্বরাসি নদীতম্বরাসি (দৈর্ঘ্য ২০)।
  • অপরদিকে পৃথিবীর দীর্ঘতম নদীগুলো হলো নীলনদ, যা ৭,০৮৮ কি.মি.; আমাজন নদী, যা ৬৯৯২ কি.মি.; ছায় চিয়াং নদী, যা ৬৪১৮ কি.মি. এবং মিসিসিপি যার দৈর্ঘ্য ৬২৭৫। উল্লেখ যে, বাংলাদেশের দীর্ঘতম নদী হলো সাঙ্গু এবং হালদা।

বাংলাদেশ হতে কোন কোন ভারতে প্রবেশ করেছে:

৬টি নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করে। যেমন: বেতনা-কোদনা, আত্রাই, পুনর্ভবা, তেঁতুলিয়া, টাংগন, কুলিক বা কোকিল নদী।

বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?-পরিশেষে

আজকের বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? বিষয়ক আর্টিকেল থেকে আপনার জানতে পারলেন বাংলাদেশের নদী সম্পর্কিত বিভিন্ন তথ্য। তা ছাড়াও পৃথিবীর ছোট ও বড় নদীর নামসমূহ, নদীর উৎপত্তিস্থল ইত্যাদি। আসলে এক সময় এই ভারতীয় উপমহাদেশে নদীই ছিল দূর প্রান্তে যাতায়াতের একমাত্র মাধ্যম বা রাস্তা। বিভিন্ন কবি-সাহিত্যিকরাও কিন্তু এই নদীকে নিয়ে বিস্তর কাব্যরচনা করে গেছেন। 

আরও পড়ুন: জেনে নিন, বিভাগ অনুযায়ী বাংলাদেশে চরের তালিকা সমূহ

নদীপথে বাণিজ্য, নদী পথে যুদ্ধ, নদী গর্ভে বিলীন ঘর-বাড়ি ইত্যাদি  খোঁজ করলে অনেক ইতিহাসই বেরিয়ে যাবে এই নদীকে ঘিরে। যাইহোক আজকের বাংলাদেশে মোট কয়টি নদী আছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সবশেষে আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।