দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়?

আজকে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় সমূহ এবং দাঁতে কি আসলেই পোকা হয়? এই সমস্ত তথ্য-উপাত্ত জানার চেষ্টা করবো।
দাঁত দিয়ে রক্ত পড়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই মাঝে মধ্যে হয়ে থাকে, আর আমরা সেটা অনায়াসেই উপেক্ষা করে থাকি। আবার প্রায়ই শুনে থাকি, দাঁতে পোকা হয়েছে। তাই প্রথমে আমাদের জানতে হবে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? বা কি কারণে, এরপর দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় কি কি হতে পারে এবং সর্বশেষে দাঁতে কি আসলেই পোকা হয়? চলুন জানার চেষ্টা করি:

পোস্ট সূচিপত্র: দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়?
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন?
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায়
দাঁতে কি আসলেই পোকা হয়?
সংশ্লিষ্ট বিষয়ক প্রশ্নাবলীসমূহ
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়? - শেষ কথা

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন?

মাড়ি থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক কোন বিষয় নয়। শরীরে ভিটামিন কম থাকলে, মাড়ির কোন রোগ থাকলে, নারীদের শরীরে হরমোনের সমস্যা থাকে তাহলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে।

আরও পড়ুন: সর্দিজ্বর হলে কি করণীয় - কিভাবে প্রতিরোধ করা যায়

তবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? এ প্রশ্নের উত্তরে অনায়াসে বলা যেতে পারে, দাঁতকে সুস্থ্য রাখতে হলে চিনি বা মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। কারণ চিনি বা মিষ্টি জাতীয় খাবার ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াকে সাহায্য করে দাঁতে গর্ত তৈরির জন্য। বিশেষ করে চকলেট, চিপস, জাঙ্ক ফুড, এসিড কন্টেন্ট ফুড কোল্ড ড্রিংকস, জুস ইত্যাদি, যা শিশুদের দুধ দাঁতের মধ্যে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড প্রথমে দাঁতের শক্ত প্রতিরোধী আবরণ এনামেল ক্ষয় করে ডেন্টাল ক্যারিজ বা গর্ত সৃস্টি করে। যখন কোন খাদ্যকণা এই গর্তে চলে যায় বা বড় কোন খাদ্যকণা এই গর্তের উপর চাপ সৃষ্টি করে তখন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। এ ছাড়াও আক্রমণাত্মক ব্রাশিং, অযৌক্তিক দাঁত, হরমোনের পরিবর্তনের ফলেও রক্তপাত হতে পারে, ডায়াবেটিস, লিউকেমিয়া, রক্ত পাতলাকারী এবং ভিটামিনের অভাবেও হতে পারে।

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় :

সঠিক সময়ে দাঁতের চিকিৎসা করাতে না পারলে, তা থেকে মারাত্মক ইনফেকশন হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় সমূহ কি কি হতে পারে তা নিয়ে আলোচনা করবো :

দাঁতের যত্ন : মুখের ভিতর যদি সঠিক ভাবে পরিস্কার না হয়, তাহলে মাড়ির চারপাশে নোংরা খাদ্যকণা জমে রক্ত পড়ার সমস্যা তৈরী হয়ে থাকে। একজন মানুষের দিনে দুইবার ব্রাশ করা এব্ং একবার ফ্লস করা উচিত। এ ছাড়াও যে কোন খাদ্য গ্রহণের পর অবশ্যই মুখ ধুয়ে ফেলা যুক্তিযুক্ত।

ধূমপান থেকে বিরত : ধূমপানের কারণে দাঁতে নিকোটিন জমা হয়ে থাকে এবং দাঁত থেকে রক্ত পড়ার অন্যতম কারণ হচ্ছে এই নিকোটিন।

ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ : দাঁতের যত্নে ভিটামিন সি জাতীয় ওষুধ বা ফলমূল এবং ভিটামিন কে জাতীয় ওষুধ বা শাকসব্জি খেতে হবে বেশী পরিমাণে।

লবঙ্গ তেল ব্যবহার : লবঙ্গ তেলে আছে অ্যান্টিব্যাকটেরিয়ালের বৈশিষ্ট্য। অর্থাৎ মাড়ি দিয়ে যেখান হতে রক্ত পড়ছে, সেখানে লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এটি মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করবে এবং সেইসাথে দাঁতের যত্নে খুব ভালো কাজ করে।

নুন জল কুলি : মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধে নুন জলে কুলি করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। প্রত্যেকবার মুখ ধোওয়ার পর অন্তত দিনে ৩-৪ বার নুন-জল দিয়ে কুলি করলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

মধু : এক চামচ মধু মাড়িতে নিয়ে হালকা ভাবে ম্যাসাজ করতে হবে। ঠিক এর ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ কুলকুচি করতে হবে। এই থেরাপি প্রতিদিন অন্তত ২ বার করতে পারলে মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ হবে।

আরও পড়ুন: কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায়

হলুদ : মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে এক চামচ হলুদের গুড়া, আধা চা চামচ লবণ ও আধা চা চামচ সরিষার তেল ভালো করে মিশিয়ে নিয়ে দাঁত ও মাড়ির গোড়ায় ম্যাসাজ করতে হবে। এটি যদি দিনে ২-৩ বার লাগাতে পারেন, তাহলে মাড়ির সমস্যা থেকে মুক্তি মিলবে।

হাইড্রোজেন পেরোক্সাইড : দাঁত দিয়ে রক্ত পড়লে যে কোনও হাইড্রোজেন পেরোক্সাইডের সল্যিউশন দিয়ে মুখ কুলি করতে হবে। কুলি করার পর অবশ্যই সেটা না গিলে ফেলে দিতে হবে।

দাঁতে কি আসলেই পোকা হয়?

দাঁত বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন, দাঁতে কখনোই পোকা হয় না। আসলে দাঁতে হয় ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয়, যাকে দাঁতে কালো দাগ হিসেবে চিনে থাকে সবাই। বর্তমান চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতির পূর্বে কিছু অসাধু ব্যবসায়ী বা হাতুড়ে ডাক্তার নানা কৌশলে দাঁতের মধ্য থেকে পোকা বের করে আনছেন এমন একটা ভাব দেখাতেন। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সাধনের ফলে, এখন বিষয়টি সত্যিই হাস্যকর হিসেবে প্রমাণিত হয়, কারণ দাঁতে কখনোই পোকা হয় না। এটা এক ধরণর মিথ। সাধারণত ডেন্টাল ক্যারিজ থেকে দাঁতে গর্ত হয়। দাঁতের এই গর্তকে দাঁতে পোকা ধরা বলে থাকে মানুষ।

সংশ্লিষ্ট বিষয়ক প্রশ্নাবলীসমূহ :

  • দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার হোমিও ঔষুধ
  • দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে
  • দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া বন্ধ করার উপায়
  • দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঘরোয়া উপায়
  • দাঁতের মাড়ি শক্ত করার উপায়
  • দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ
  • দাঁত থেকে রক্ত পড়লে কি করব?
  • দাঁতের মাড়ি শক্ত করার জন্য কি করতে হবে?
  • দাঁত থেকে রক্ত পড়া কিভাবে বন্ধ করা যায়?
  • মাড়ির রক্ত পড়ার জন্য কোন টুথপেষ্ট ভালো?

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়? - শেষ কথা :

মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রতঙ্গই খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এসব অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে অন্যতম দাঁত। আর কথায় বলে, দাঁত ব্যথার যন্ত্রণা এমনই এক অনুভূতি, যার হয় শুধুমাত্র সে-ই বোঝে। অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়? বিষয়ে আজকের আর্টিকেলটি তৈরি করতে গিয়ে একটা কথা খুবই মনে পড়ছে, তা হলো- ‘যে জন দিবসে মনের হরষে, জ্বালায় মোমের বাতি......।’ বাকিটা আপনারা সবাই জানেন। আশা করছি, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? বা কিভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় প্রয়োগ করা যায় এবং প্রায়শঃই এই প্রশ্নটা অনেকেই করে থাকে-দাঁতে কি আসলেই পোকা হয়? সুতরাং বিষয়গুলো জেনে থাকলে আপনাদের উপকারে আসবে এবং আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 

কথায় বলে, দাঁত থাকতে, দাঁতের মর্যাদা বুঝলে না। বিষয়টিতে অন্য কিছু ইঙ্গিত করলেও তা দাঁতের সাথে সম্পৃক্ত এবং এই কথাটি কতখানি সত্যি, তা পাঠক বিবেচনায় ছেড়ে দিলাম। আসলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? তার ব্যাখ্যাটা যদি এভাবে আমরা দিই, অনেক সময় খাবার গ্রহনের পর আমরা সঠিকভাবে দাঁত পরিস্কার করি না, যার ফলে দাঁতের কোণায় কোণায় খাবার জমে থাকে। সেখান থেকেই ক্যারিজের উৎপত্তি হয়। অনেক সময় হয়তো কালো দাগ থাকে না, কিস্তু দাঁত ক্ষয় হয়। সুতরাং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়? বিষয়গুলো সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছেন।

আরও পড়ুন: শিশুর খাবারে বাড়তি লবণ-চিনি, হতে পারে যে সমস্যাগুলো

আবার দাঁতে কালো দাগ চোখে পড়ার আগে অনেকের দাঁতে প্রথমে সেনসিটিভিটি বা শিরশিরানি অনুভূতির সৃষ্টি হয়। এক্ষেত্রে ঠাণ্ডা বা গরম জাতীয় খাবার গ্রহণের সময় দাঁত শিরশির করে থাকে। সাধারণত দুই দাঁতের মাঝখানে প্রক্সিমাল ক্যারিজ অনেক সময় দৃশ্যমান হয় না, কিন্তু সেনসিটিভিটির লক্ষণ থাকে। ফলে ক্যারিজ যদি আস্তে আস্তে বেড়ে মজ্জাতে চলে যায়, তখন ব্যথা শুরু হয়। যদি দেখা যায়, ডেন্টাল ক্যারিজ দাঁতের এনামেল ক্ষয় করেছে, ডেন্টিন কিছুটা আক্রান্ত, কিন্তু মজ্জাতে পৌঁছায়নি, তাহলে অবশ্যই ওই দাঁতের শূন্য জায়গাটা ফিলিং করতে হবে।

এরকম দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়? বিষয়ক আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url