ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি

শুধুমাত্র  ছবি দিলেই  ভিডিও তৈরি করে  দেবে চ্যাটবট জেমিনি। অর্থাৎ একটি স্থিরচিত্র আপলোডের মাধ্যমে তেরি হবে ৮ সেকেন্ডের একটি ভিডিও, যা জানতে নিচের লেখাটি পড়তে হবে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন! গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে যুক্ত হয়েছে বর্তমানে অত্যাধুনিক ও আকর্ষণীয় এবং জনপ্রিয় একটি ফিচার--ভিও থ্রি (Veo 3)। যাতে একটি ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি অনায়াসে।

পোস্ট সূচিপত্র: ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি (Chatbot Gemini will create a video by giving you a picture)
ভূমিকা
কিভাবে ভিডিও তৈরি হবে
ভিডিও কি ডাউনলোড করা যাবে
কারা এই ধরণের সুবিধা ভোগ করবেন
ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি-শেষ কথা

ভূমিকা:

চ্যাটবট জেমিনিতে বর্তমানে গুগল যুক্ত করেছে সম্পূর্ণ নতুন ও অভিনব আকর্ষণীয় একটি ফিচার (Veo 3)। সাধারণত এই ধরণের ফিচারটি ব্যবহার করে, যে কেউ যখন-তখন যে কোন ছবি আপলোড করার মাধ্যমে তৈরী করে ফেলতে পারবে ৮ সেকেন্ডের একটি ভিডিও।

আরও পড়ুন: ছেলে ও মেয়ে শিশুর ৩০০+ নাম বাংলায় অর্থসহ

তবে এই ভিডিও টুলটি আগে থেকেই গুগলে ছিল কিন্তু এবার সেটিতে যুক্ত হলো গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনিতে। উল্লেখ্য যে, চলতি বছরের মার্চ মাসে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ এআই ফিল্মমেকিং টুলস চালু করেছিল, যেখানে এই ধরণের ফিচারটি ছিল। তবে জেমিনি ব্যবহারকারীগণ আলাদা অ্যাপ ছাড়াই তাদের পছন্দের ফটোগুলো দিয়ে অ্যানিমেশন করতে পারবে।

কিভাবে ভিডিও তৈরি হবে:

মনে করুন, আপনার ফোনে তোলা কোনো ছবি বা হাতে আঁকা কোনো ছবি, এক কথায় যে কোন ছবিই হোক না কেন সবই এই ফিচারে আপলোড করতে পারবেন। এজন্য প্রম্পট বক্সের টুলস মেনু থেকে ‘ভিডিও’ ক্লিক করে ছবি আপলোড করতে পারবেন। এরপর আপনাকে দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। অর্থাৎ ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে, কোন ধরণের শব্দ থাকবে, ব্যাকগাউন্ডে কোন সংলাপ বা প্রাকৃতিক কোন শব্দ যুক্ত যুক্ত করবেন কিনা সবকিছুই আপনাকে নির্দেশ দিতে হবে। আপনি চাইলে অডিও বর্ণনাও যুক্ত করতে পারেন, যাতে কোন শব্দ, সংলাপ বা পরিবেশের শব্দ। অর্থাৎ শুধু ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি, তবে এর সাথে সাউন্ড ইফেক্টগুলো টেক্সট আকারে বর্ণনা দিতে হবে।

আরও পড়ুন: অনলাইনে অর্থ উপার্জনের ৫টি বৈধ উপায়সমূহ

গুগরের ভাষ্য অনুযায়ী ব্যবহারকারীরা ইচ্ছে কররে তাদের দৈনন্দিন জিনিসপত্র, নিজ হাতে আঁকা কোন ছবি বা কোন পেইন্টিং তা জীবন্ত করে তুলতে অথবা প্রকৃতির দৃশ্যে গতি যোগ করতে পারবে।

ভিডিও কি ডাউনলোড করা যাবে:

অবশ্যই ডাউনলোড করা যাবে। স্থির ছবি থেকে তৈরি হওয়া ভিডিওটি এমপিফোর (এমপি৪) ফর‌ম্যাটে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপে সর্বোপরি ৭২০ পিক্সেল রেজুলেশনে ভিডিওটি ডাউনলোড করা যাবে। অর্খাৎ ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি। মূলত এই ফিচারের প্রতিটি ভিডিওতেই থাকবে একটি দৃশ্য ও অদৃশ্যমান ‘সিন্থআইডি ওয়াটারমার্ক বা জলছাপ, যেটি জানিয়ে দেবে যে, তৈরীকৃত ভিডিওটি এআই জেনারেটেড কনটেন্ট বা তৈরী।

কারা এই ধরণের সুবিধা ভোগ করবেন:

সাধারণত যারা গুগলের জেমিনি চ্যাটবট ব্যবহার করে থাকেন, মূলত তারাই এই ধরনের সুবিধা পাবেন। তবে গুগলের এই ফিচারগুলো এআই আল্ট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। তবে আপাততঃ জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং তা ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে। এতদবিষয়ে গুগল জানিয়েছে যে, তারা আরও ৭৫টি দেশে এই ‘ফ্লো টুলটি’ চালু করেছে।

ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি-শেষ কথা:

বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নে আমরা নিজের মেধাগত বৃত্তিকে পাশ কাটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাছি। পৃথিবী জুড়ে তারই প্রমাণ, সবকিছুই যেন রোবোটিক্স ফরম্যাটে। যাইহোক গুগলের নতুন ফিচারে একটি স্থির ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি, বিষয়টি সত্যিই একটি অকল্পনীয় ব্যাপার, ভাবা যায়! যদি এভাবে বলি, আমার বাবা নেই, কিন্তু আমার বাবার একটা ছবি আছে, তো আমি ইচ্ছে করলে আমার বাবার সেই ছবিটা দিয়ে একটা নড়াচড়া বা জীবন্ত কিছু অনুভব করবো বা দেখতে পাবো। বিষয়টি আসলেই খুবই রোমাঞ্চকর ও অনুভুতি সম্পন্ন।

আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় ১২টি ট্যুরিস্ট স্পট

পরিশেষে যে কোন ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি বিষয়ক আটিকেলটি যদি আপনাদের জানা থাকে, সেটা খুবই প্রশংসনীয়। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তা অন্যদের শেয়ার করতে পারেন। সবশেষে ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে চ্যাটবট জেমিনি আলোচনায় আপনার দীর্ঘক্ষণ সময় প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন সবসময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url