গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয়
আসলে একজন নারীর গর্ভাবস্থায় কেন পা ফুলে বা এই পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় কি ইত্যাদি বিষয় জানতে হবে।
সাধারণত গর্ভকালীন সময়ে একজন নারীকে নানা ধরণের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু নানা ধরণের শারীরিক পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে এই গর্ভাবস্থায় কেন পা ফুলে বা পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় কি, বিষয়গুলো জানতে নিচে বর্ণিত বিয়ষগুলি পড়তে হবে।
পোস্ট সূচিপত্র: গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় (Why do feet swell during pregnancy - Causes and what to do about swollen feet)
ভূমিকা
গর্ভাবস্থায় কেন পা ফুলে
গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার কারণ ও করণীয়
কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন
গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয়-শেষ কথা
ভূমিকা:
সাধারণত ৫০ হতে ৮০ শতাংশ নারীরই গর্ভকালীন এই ধরণের সমস্যা দেখা দেয়। তবে গর্ভাবস্থায় পায়ে পানি আসাটা কিন্তু স্বাভাবিক ভাবেই ধরা হয় এবং গর্ভাবস্থার শেষের দিকে এই ধরণের সমস্যা তৈরি হয়ে থাকে। কিন্তু এটা বাদে যদি শরীরের অন্যান্য সমস্যা থাকে বা তৈরি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
গর্ভাবস্থায় কেন পা ফুলে:
সাধারণত গর্ভাবস্থায় শরীরে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় এবং তার সঙ্গে ইউটেরাসও বাড়তে থাকে। আর এসব কারণের জন্য গর্ভবতী নারীর পা বা গোড়ালী ফুলে যায়।
গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার কারণ ও করণীয়:
কারণ:
গর্ভাবস্থায় সাধারণত পা ফুলে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার, তবে তা দুই পা ফুলতে হবে। কোন কারণে যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। যাইহোক নিম্নে গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার কারণ বর্ণিত হলো:
- সাধারণ অবস্থার থেকে গর্ভকালীন সময়ে শরীরে বেশি পানি ধরে রাখে, ফলে সেই কারণে শরীর ফুলে যায়।
- গর্ভাবস্থায় শরীরে পানি বৃদ্ধিজনিত কারণে সারাদিন ধরে এই বাড়তি পানিগুলি শরীরের নিচের অংশে জমা হতে থাকে, তবে এটি বেশি হয়ে বিশেষ করে আবহাওয়া উষ্ণ থাকলে অথবা সেই গর্ভবতী নারী যদি অনেকক্ষণ একভাবে কোন স্থানে দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুন: গর্ভাবস্থায় কোন কাজগুলো করা যাবেনা
- সাধারণত গর্ভাবস্থায় শরীরে রক্তের পরিমাণ বৃধ্ধি পায়, সে কারণে পা ফুলে যেতে পারে। কারণ এ সময়ে গর্ভে থাকা শিশুর বৃদ্ধি ঘটতে থাকে, ফলে বেশি রক্ত বৃদ্ধি এবং শারীরিক তরল শরীরকে নরম করতে এবং প্রসবের জন্য প্রস্তুত করতে সাহায্য করে থাকে।
- গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির সাথে সাথে নারীর জরায়ু প্রসারিত হয়ে থাকে, যার ফলে পা থেকে হৃদপিন্ডে রক্ত বহনকারী শিরাগুলির উপর চাপ পড়ে এবং এই চাপ রক্ত প্রবাহকে ধীর করে দেয়। এতে তার বহিঃপ্রকাশ ঘটে পা বা গোড়ালি এবং পায়ে পানি জমে পা ফুলে যায়।
- গর্ভকালীন সময়ে হরমোনজনিত পরিবর্তন ঘটে, বিশেষ করে প্রোজেস্টেরন হরমোন বৃদ্ধি পায়। এর ফলে শলীরের রক্তনালীগুলি শিথিলকরণ দেয়ালের আমেপাশের টিস্যুতে তরল ফুটো হতে পারে, আর এ কারণেও পা ফুলে যেতে পারে।
- সাধারণত গর্ভকালীন সময়ে লবণ কম খেতে হয়। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে শরীরে আরও বেশি পানি ধরে রাখতে পারে, যা ফলে পা ফুলে যেতে পারে। এক্ষেত্রে পর্যাপ্ত পানি পান না করার কারণে এমনটা হতে পারে।
- গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হলো আবহাওয়া। অর্থাৎ গরমের কারণে শরীরের রক্তনালীগুলি প্রসারিত হয়ে যায় এবং আশেপাশের অন্যান্য যে টিস্যুগুলো আছে তা থেকেও পানি নির্গত হয়। যার ফলে গরমের সময়ে বেশি পা ফোলা দেখা যায়।
করণীয়:
- গর্ভবর্তী নারীকে কোন স্থানে দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে থাকা যাবে না।
- রাস্তা-ঘাটে চলাচলের জন্য আরামদায়ক জুতা-স্যান্ডেল পড়তে হবে। কারণ পা ফুলে যাওয়ার কারণে এ সময় পায়ে চাপ ও ব্যাথা লাগতে পারে।
আরও পড়ুন: গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ - কোন সময়ে সহবাস করা উচিত নয়
- শোয়া, ঘুমানো বা বিশ্রামের সময় গর্ভবতী নারীকে অবশ্যই পায়ের নীচে বালিশ দিতে হবে, কারণ কোনমতেই পায়ের পাতা যেন নিচের দিকে না থাকে, এতে করে বিশ্রামের পর পা ফুলে যেতে পারে।
- গর্ভাবস্থায় একজন নারীকে বেশি করে পানি পান করতে হবে। কারণ অতিরিক্ত পানি গ্রহণের ফলে শরীরে জমে থাকা পানি বের করে দিতে সাহায্য করে।
- চিকিৎসকের পরামর্শ মতে ব্যায়াম করতে হবে। অথবা দিনের বেলায় হাঁটার অভ্যাস করতে হবে। বিশেষ করে পাঁয়ের গোড়ালির ব্যায়াম করতে হবে।
কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন:
- যখন হঠাৎ করেই ফোলা ভাব বেশি দেখা দেবে
- শুধুমাত্র একটি পা ফুলে গেলে
- কখনো বা হঠাৎই করেই প্রচন্ড মাথাব্যাথা শুরু হয়
- কখনো বা হঠাৎই করেই যদি মাথা ঘুরে বা ঝাপসা দৃষ্টির উদ্ভব ঘটে
- হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলে
- বা হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হলে
- সর্বোপরি সবকিছুর বিষয়ে চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে
গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয়-শেষ কথা:
আসলে গর্ভকালীন সময়ে একজন নারীর নানাবিধ পরিবর্তন ঘটে থাকে। এ সময়ে একজন নারীকে সদা উৎফুল্লু থাকতে হয়, দুশ্চিন্তা বা নেতিবাচক কোন চিন্তা অথবা কোন সময়েই অসতর্ক ভাবে চলাফেরা করা যাবেনা। এ সময়ে একজন নারীর সবথেকে কাছের সঙ্গী বা নিকটতম আপনজন হলো তার স্বামী। তাই গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় বিষয়ে সর্বাত্মক সহযোগিতা কিন্তু স্বামীকেই করতে হয়। কারণ আমরা সবাই চাই একটি ফুটফুটে সন্তানের মুখ দেখতে, কিন্তু এই ফুটফুটে সন্তানকে পৃথিবীতে আনতে গেলে অবশ্যই সচেতনতার সাথেই সবকিছু সামাল দিতে হবে।
আরও পড়ুন: ছেলে ও মেয়ে শিশুর ৩০০+ নাম বাংলায় অর্থসহ
যাইহোক, আজকের গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় বিষয়ক আর্টিকেল থেকে আপনার গর্ভকালীন সময়ে একজন নারীর কি কি সমস্যা হতে পারে, সমস্যা হলে কারণ বা করণীয় কি এবং সর্বোপরি কোন বিষয়ের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সেই বিষয়গুলি জানতে পেরেছেন। পরিশেষে গর্ভাবস্থায় কেন পা ফুলে বা পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় বিষয় সম্পর্কে আপনাদের কোন মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সবশেষে গর্ভাবস্থায় কেন পা ফুলে - পা ফুলে যাওয়ার কারণ ও করণীয় বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ অবস্থান করায় অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url