ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার - বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার
বর্তমানে ইউটিউব হচ্ছে জনপ্রিয় একটি বিনোদনমূলক চ্যানেল। কিন্তু এই ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার আর বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার, কেন?
বর্তমানে ইউটিউব কর্তৃপক্ষ সকলকে উন্নত ও ভালো মানের সেবা প্রদান করার লক্ষ্যে নতুন নতুন সব ফিচার ও পরিবর্তন এনেছে মোবাইল অ্যাপগুলিতে। যাতে করে ব্যবহারকারীরা আগের থেকে আরও উন্নতমানের সেবা পেয়ে থাকেন, কোন ধরণের বিরক্তি ছাড়াই। আজকের ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার - বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার সম্পর্কে নিম্নে তথ্য প্রদত্ত হলো:
পোস্ট সূচিপত্র: ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার - বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার (New features added to YouTube - some popular features are being discontinued)
বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার
নতুন ফিচার
ভিডিও চ্যাপ্টারস
স্ট্রিমভিত্তিক ইউআই
বেডটাইম রিমাইন্ডার
শর্টস
কার্ডস
নতুন জেশ্চার
ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার - বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার-শেষ কথা
বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার:
ইউটিউব কর্তৃপক্ষ তাদের সাইটে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁদের এই সিদ্ধান্তের ফলে আগামী ২১ জুলাই থেকে জনপ্রিয় ইউটিউবের ট্রেন্ডিং (Trending) পেজ এবং ট্রেন্ডিং (Trending Now) নাউ পেজটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এখানে উল্লেখ্য যে, ইউটিউব কর্তৃপক্ষ ২০১৫ সালে এইসব ফিচারগুলি চালু করেছিল। তাঁদের এই দীর্ঘ ১০ বছরের পর্যবেক্ষণে উপরোক্ত বিষয় দুটি জায়গা করে নিতে পারেনি। তাই ফলস্বরূপ, বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার।
ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার, তা নিম্নে বর্ণিত হলো:
নতুন ফিচার:
আগে ইউটিউবে ভিডিও দেখলে বা সার্চ দিলে তার মধ্যে গান, ভিডিও, মুভি ট্রেলার ইত্যাদি সবগুলোই চলে আসতো। এখন হতে নতুন যে ফিচারটি যুক্ত করা হয়েছে তার নাম হলো ক্যাটাগরি ভিত্তিক চার্ট। অর্থাৎ এর মাধ্যমে কোন সিঙ্গেল বা একটা পেজে কোন ট্রেন্ডিং ভিডিওগুলো দেখা যাবে না, বরং সেগুলি থাকবে ক্যাটাগরি আকারে।
আরও পড়ুন: চিনি না গুড় স্বাস্থ্যের জন্য কোনটি ভালো
যেমন-Trending Movie Trailers, Trending Music Videos, Weekly Top Podcast Show ইত্যাদি। অর্থাৎ মনে করুন, আপনি শুধুমাত্র গানই শুনতে চান, তাহলে আপনি ট্রেন্ডিং মিউজিক ভিডিও-তে ক্লিক করে ট্রেন্ডিং যে গানগুলো তা শুনে থাকবেন।
ভিডিও চ্যাপ্টারস:
আগে ইউটিউব অ্যাপে চ্যাপ্টারস ফিচারটিকে দেখা গেলেও এবার কিন্তু আনুষ্ঠানিকভাবে সব ডিভাইসের সঙ্গেই যুক্ত করা হয়েছে জনপ্রিয় এই ফিচারটিকে। এতে করে কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও’র মধ্যকার বিভিন্ন অংশের টাইম যোগ করতে পারবেন। অর্থাৎ ভিডিও দেখার সময় ব্যবহারকারীগণ খুব সহজেই উপরোক্ত ফিচারটির মাধ্যমে বিভিন্ন অংশ স্কিপ করতে পারবেন।
স্ট্রিমভিত্তিক ইউআই:
ইউটিউবে আগে থেকেই অটো প্লে ফিচারটি ছিল। কিন্তু এবার ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার হিসাবে অনেকটাই স্ট্রিমভিত্তিক তৈরী করেছে। অর্থাৎ এখন হতে অটো প্লে অপশনটিতে আলাদাভাবে আর ভিডিও দেখা যাবে না। যে কোন ভিডিও প্লেয়ার ওপেন করার পর, এর একদম উপরের কোণায় দেখা যাবে উপরোক্ত ফিচারটি। সুতরাং, এখন হতে সকল ইউটিউব ব্যবহারকারীগণ অটো প্লে অন বা অফ করতে পারবেন খুব সহজেই।
বেডটাইম রিমাইন্ডার:
সাধারণত যারা রাত জেগে ইউটিউব দেখে তাদের জন্য খুবই কার্যকরী একটি ফিচার। এই বেডটাইম রিমাইন্ডার ফিচারের মজা হলো, যেমন কোন ব্যবহারকারী তার একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ভিডিও দেখতে চান এবং এরপর তিনি ঘুমাতে যাবেন। তাহলে এই ফিচারের মাধ্যমে তিনি যে নির্দিষ্ট সময় বেঁধে দিবেন, তা শেষ হয়ে গেলেই ইউটিউব অ্যাপই জানিয়ে দেবে তার ঘুমানোর সময় হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় ১২টি ট্যুরিস্ট স্পট
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন। এটি করতে হলে ইউটিউব অ্যাপের সেটিংস মেনু থেকে জেনারেল সেকশন ক্লিক করতে হবে, এরপর সেখানে ‘রিমাইন্ড মি হোয়েন ইট ইজ বেডটাইম’ অপশনটি দেখতে পাবেন, এই অপশনটিতে আপনার ঘুমের সময় নির্ধারণ করে দিতে হবে। সুতরাং নির্ধারিত টাইম ছাড়াও ব্যবহারী যদি ইউটিউব দেখতে থাকেন, তাহলে এই অ্যাপই আপনাকে জানিয়ে দিবে যে, আপনার ঘুমানোর সময় হয়েছে।
শর্টস:
শর্টস হলো ইউটিউবের ভিডিওগুলোর একটি সংক্ষিপ্ত সময়কাল, যা ১৫ সেকেন্ডের হয়ে থাকে। অনেকেই এই ফিচারটিকে টিকটকের সঙ্গে তুলনা করে থাকেন। তবে এই ফিচারটির মূল বেশিষ্ট্য হলো, সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আলাদা একটি সেকশন। অর্থাৎ যে চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে, সেটির নাম ও সাবস্ক্রাইব বাটন ভিডিওর নীচে প্রদর্শিত হবে। তবে নিচের দিকে স্ক্রল করলে ভিডিও পরিবর্তন করা যাবে এই ফিচারটিতে।
কার্ডস:
আগে ইউটিউব অ্যাপের ভিডিও প্লেয়ারের ডানদিকের কোণায় ‘কার্ডস আইকন’ দেখা যেতো। অর্থাৎ ভিডিও আপলোডকারীদের সাজেস্টেড ভিডিওগুলোই শুধুমাত্র দেখা যেতো। কিন্তু নতুন আপডেটি ইউটিউব অ্যাপটি পরিবর্তন করা হয়েছে কার্ডসের অবস্থানে। তবে এখন থেকে ইউটিউব অ্যাপের ভিডিও প্লেয়ারের থ্রি-ডট মেন্যুতে প্রবেশ করলেই দেখা যাবে এই ফিচারটি বা সাজেস্টেড ভিডিও দেখার অপশনটি।
নতুন জেশ্চার:
আগে ভিডিও দেখার সময় পর্দার আকার পরিবর্তন করা যেতনা। তবে নতুন এই ফিচারের মাধ্যমে এখন হতে খুব সহজেই ভিডিও দেখার সময় ডিভাইসের পর্দার আকার পরির্তন করা যাবে। অর্থাৎ ভিডিও দেখার সময় ডিভাইসের পর্দা যদি পোট্রেড মোডে থাকে তাহলে তার ডান বা বাঁ পাশের ওপর দিকে সোয়াইপ করলেই ভিডিওটি ল্যান্ডস্কেপে পরিবর্তন হবে। আবার ল্যান্ডস্কেপ থেকে পোট্রেট মোডে নিতে চাইলে, ভিডিওর ডান বা বাঁ পাশের নিচের দিকে সোয়াইপ করলেই তা পোট্রেড মোডে চলে যাবে।
ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার - বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার-শেষ কথা:
বর্তমানে অনলাইন ইনকামের একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম হচ্ছে জনপ্রিয় এই ইউটিউব। সুতরাং বর্তমানে ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার এবং সেইসঙ্গে বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার। আসলে ইউটিউবে যে সমস্ত নতুন ফিচারগুলি যুক্ত হয়েছে, তা শুধু ব্যবহারকারীদেরই সুবিধা হবে তা কিন্তু নয়, নতুন কনটেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক সুবিধা বহন করবে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শীর্ষ ১০টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
যাইহোক, আজকের আর্টিকেলে ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার, যাতে ইউটিউব ব্যবহারকারীরা তাদের নিজের পছন্দমত ভিডিও দেখতে, গান শুনতে এবং সর্বোপরি নতুন কনটেন্ট ক্রিয়েটরদের তাদের তৈরিকৃত ভিডিওগুলি প্রমোট করতে বা দৌরগোড়ায় পৌাঁছে দিতে সক্ষম হবেন। সেই কারণে প্রযুক্তি জায়ান্ট গুগল ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ রেখেই তারা বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় কিছু ফিচার। পরিশেষে ইউটিউবে যুক্ত হলো নতুন সব ফিচার - বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু ফিচার বিষয়ক আলোচনায় দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url