২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে
২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে, এমন প্রশ্নে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জুলাই বা তারপরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।

মূলত ২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে বিষয়ক আলোচনা থেকে ফলাফল জানার অফিসিয়াল ওয়েবসাইট, এসএমএস পদ্ধতি ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্র: ২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে (When will the 2025 SSC results be published?)
পরীক্ষা ফলাফলের সম্ভাব্য তারিখ:
শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তার মতে চুড়ান্ত ধাপগুলি প্রক্রিয়াকরণ হওয়ার উপর নির্ভর করে এসএসসি বা সমমানের ফলাফল ১৫ জুলাই ২০২৫ বা তারপরে প্রকাশিত হতে পারে। এক্ষেত্রে তিনি বলেন, স্ক্রিপ্ট মূল্যায়ন পর্ব প্রায় শেষ হয়ে গেছে এরপর অভ্যন্তরীণ পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরেই ফলাফলের তারিখ চুড়ান্ত করা হবে। তবে যদি সবকিছু পরিকল্পনা মাফিক সম্পন্ন হয়, তাহলে ফলাফল ঘোষণার তারিখটি ১০ জুলাই, ২০২৫ ইং হতে পারে।বিগত ৫ বছরের পরীক্ষার ফলাফল ও তারিখ:
পরীক্ষার বছর শেষ তারিখ ফলাফল প্রকাশের তারিখ মোট সময়২০১৪............মার্চের ১২..................মে ১২..........................৬১ দিন
২০২৩...........মে ২৩......................জুলাই ২৮....................৬৫ দিন
২০২২...........অক্টোবর ১...............নভেম্বর ২৮..................৫৮ দিন
২০২১...........নভেম্বর ২৩..............ডিসেম্বর ৩০.................৩৭ দিন
২০২০...........ফেব্রুয়ারি ২৭..........মে ৩১............................৯৩ দিন
ফলাফল জানতে যা করতে হবে:
এসএসসি ২০২৫ ইং সালের ফলাফল দেখার জন্য মোবাইল/কম্পিউটারের সার্চ বারে www.educationboardresults.gov.bd টাইপ করে এন্টার কী চাপ দিতে হবে।আরও পড়ুন: বিশ্বের বিভিন্ন দেশের নাম, রাজধানী ও মুদ্রার নামসমূহ
এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও প্রাপ্ত ফলাফল খুব সহজেই জানতে পারা যাবে, যেমন-মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে
SSC<স্পেস>RAJ<স্পেস>321344<স্পেস>2025 টাইপ করে পাঠিয়ে দিন Send to 16222
SSC<স্পেস>RAJ<স্পেস>321344<স্পেস>2025 টাইপ করে পাঠিয়ে দিন Send to 16222
Alim<স্পেস>MAD<স্পেস>321344<স্পেস>2025 টাইপ করে পাঠিয়ে দিন Send to 16222
HSC<স্পেস>TEC<স্পেস>321344<স্পেস>2025 টাইপ করে পাঠিয়ে দিন Send to 16222
উদাহরণ হিসেবে দেখা যেতে পারে: SSC RAJ 321344 2025
আরও পড়ুন: মানুষ কিভাবে পানিতে ডুবে যায়
মনে রাখার জন্য নিম্নে বিভিন্ন বোর্ডের প্রথম অক্ষর বর্ণিত হলো:- ঢাকা শিক্ষা বোর্ডের জন্য...................DHA
- রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য.............RAJ
- যশোর শিক্ষা বোর্ডের জন্য.................JES
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য...............CHI
- কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য...............COM
- দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য..........DIN
- সিলেট শিক্ষা বোর্ডের জন্য................SYL
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য.......MYN
- বরিশাল শিক্ষা বোর্ডের জন্য.............BAR
- কারিগরি শিক্ষা বোর্ডের জন্য...........TEC
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য..............MAD
২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে-পরিশেষে:
আশাকরি উপরোক্ত নিয়মগুলি ফলো করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল খুব সহজেই জানতে পারবেন। ২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে বিষয়ক আলোচনার মূল বিষয়বস্তু হলো পরীক্ষার দিন অথবা তার আগের দিন অবশ্যই কয়টার সময় রেজাল্ট প্রকাশিত হবে তা জেনে নেয়াটা জরুরী। কারণ অনেকেই আছে, যারা ফলাফল প্রকাশের সময় না জেনেই ওয়েবসাইট/মোবাইলে এসএমএস করে যার কোন তথ্য আসেনা বা প্রদর্শিত হয়না।তাই এক্ষেত্রে পরীক্ষার দিন নেট সংযোগসহ একটি স্মার্ট ফোন থেকে উপরোক্ত নিয়মে ঘরে বসেই আপনার পরীক্ষার ফলাফল জেনে নিতে পারেন। সবশেষে আজকের ২০২৫ সালের এসএসসি ফলাফল কবে প্রকাশিত হবে বিষয়ক আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url