গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে?

পৃথিবীতে যতগুলো ফুল রয়েছে তার মধ্যে গোলাপ ফুলের একটি আলাদা আভিজাত্য রয়েছে। তাই গোলাপ ফুল কত প্রকার ও কি কি? এবং পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? তা জানতে নিচের লেখাগুলো পড়তে হবে।
মূলত নানা জাতের গোলাপ ফুল ফুটে থাকে, কিন্তু এর মধ্যে সচরাচর আমরা দেখে থাকি সাদা, লাল, হলুদ, গোলাপী, কমলা ইত্যাদি। কিন্তু পৃথিবীতে গোলাপ ফুলের বিভিন্ন জাত ও প্রজাতি রয়েছে। সে জন্যই গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? সেটা জানার লক্ষ্যেই আজকের আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে।

পোস্ট সূচিপত্র: গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? (How many types of Roses are there in the World?)

গোলাপ ফুলের কতগুলো জাত রয়েছে:

পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? এর মধ্যে গোলাপ ফুলের আকার-আকৃতি, রঙ, দেশী-হাইব্রিড সব মিলিয়ে কারও কারও মতে ১৫০টির মতো প্রজাতি রয়েছে। আবার কারও কারও মতে গোলাপের প্রজাতি ১০০টি।

গোলাপ ফুলের বৈজ্ঞানিক নাম:

গোলাপ ফুলের বৈজ্ঞানিক নাম Rosa, যা Rosaceae পরিবারের সদস্য। বাংলা গোলাপ বৈজ্ঞানিক নাম Rosa chinesis, চীনা 月季, ফিনিন: yuèjì।

গোলাপ ফুল ফুটতে কত সময় লাগে:

সাধারণত গোলাপ ফুল ফুটে থাকে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে, কিন্তু কিছু বিশেষ ধরণের গোলাপের জন্য সময় আরও কম লাগে। তবে আপনি যদি একটি সুনির্দিষ্ট দিন বা কোন বিশেষ উদ্দেশ্য বা বিশেষ দিনের জন্য সদ্য ফুটন্ত গোলাপ চান তাহলে, আপনাকে একটি ক্যালেন্ডার ফলো করতে হবে। অর্থাৎ আপনার কাঙ্খিত দিনের আগে পড়ে এমন হিসাব করেই গোলাপটি রোপণ করতে হবে যাতে আপনি আপনার নির্দিষ্ট দিনেই গোলাপের গুল্মটি কাটতে পারেন।

কোন ঋতুতে গোলাপ ফুল ফোটে:

সাধারণত গোলাপ ফুল বসন্তকালে ও গ্রীষ্মকালে বেশি দেখা যায়। তবে বিশেষ ধরণের কিছু গোলাপ আছে যেগুলো সারা বছর ধরেই ফুটে থাকে। গোলাপ ফুলে মুকুল আসার উপযুক্ত সময় কিন্তু শীতকাল। জেনে রাখা ভালো যে, গোলাপ ফুল বসন্তের শেষ থেকে শরৎকালের শুরু পর্যন্ত ফুটে থাকে। আবার কিছু গোলাপ একেবারেই ফুটে আবার কিছু গোলাপ সারা বছর ধরেই হয়ে থাকে। নিম্নে ঋতুভেদে গোলাপ ফুল ফোটার সময় বর্ণিত হলো:

আরও পড়ুন: বাংলা ও ইংরেজিতে ১০০টি ফুলের নামের তালিকা এবং কোন কোন ফুলগুলো দেশি ও বিদেশি

বসন্তকাল-গোলাপ ফুল বসন্তকালের শেষের দিক থেকে গ্রীষ্মকালের শুরুতে ফোটা শুরু করে, তবে তা নির্দিষ্ট প্রজাতি এবং সেই দেশের স্থানীয় জলবায়ুর উপর নির্ভর করে।
গ্রীষ্মকাল-গ্রীষ্মকালটি গোলাপ ফুল ফোটার প্রকৃত সময় বা প্রচুর পরিমাণে পুটে থাকে।
শীতকাল-অঞ্চলভেদে কিছু কিছু গোলাপ শীতকালেও ফুটে থাকে, বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলে, যেখানে ঠান্ডা খুব বেশী না হয়।

বিভিন্ন জাতের গোলাপের নামসমূহ:

পৃথিবীতে গোলাপ ফুল কত প্রকার ও কি কি? এবং পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? তার মধ্যে নিম্নে কিছু সাধারণ ও জনপ্রিয় গোলাপের নাম বর্ণিত হলো, যেগুলি একক ফুল বা লম্বা ডালের জন্য পরিচিত:
  • ফ্লোরিবুন্ডা গোলাপ: এই গোলাপগুলি ছোট/বড় জাতের হয়ে থাকে, যেগুলি গুচ্ছবদ্ধ ফুল ও ঘন কুঁড়ির জন্য পরিচিত।
  • ঝোপ জাতীয় গোলাপ: এই জাতীয় গোলাপ সাধারণত দেয়াল বা বেড়ার উপর লতানো ভাবে বেড়ে ওঠে।
  • পলি অ্যান্থা গোলাপ: এই গোলাপগুলি ছোট ও ক্লাষ্টার্ড জাতীয় ফুল হয় এবং এদের উচ্চতা কম হয়ে থাকে।

আরও পড়ুন: বিশ্বের ১৯৩টি দেশের জাতীয় ফুলের নাম ও তালিকা - বিশ্বে কতগুলো দেশ আছে

  • মিনিয়েচার গোলাপ: এই জাতের গোলাপ ফুলগুলি আকারে বেশ ছোট বা ক্ষুদ্র হয়, যা কোন পাত্রে বা ছোট পরিসরে লাগানো যেতে পারে।
  • বিশেষ ধরণের কিছু গোলাপ ফুল হয়, যেমন- মিরান্ডা: এই গোলাপটি দুই ধরণের জাত হয়ে থাকে।
  • তাজমহল: এটিও একটি অত্যন্ত জনপ্রিয় গোলাপের জাত।
  • ডাবল ডিলাইট: এই জাতীয় গোলাপের ফুল সাধারণত সাদা ও লার রঙের মিশ্রণে হয়ে থাকে, যা অত্যন্ত সুগন্ধিযুক্ত।
  • সিটি অব বেলফাস্ট: সাধারণত এই জাতীয় গোলাপের রঙ কেমলা ও লাল রঙয়ের হয়ে থাকে।
  • সিটি অব ঢাকা: এই জাতীয় গোলাপের রঙ গোলাপি হয়ে থাকে।
  • পিম্পিনেলিফোলিয়া: এই ধরণের গোলাপ ফুল সাদা, গোলাপী, উজ্জ্বল হলুদ, মভ এবং ডোরাকাটা রঙয়ের হয়ে থাকে।
  • সিনামোমেই: এই জাতীয় গোলাপ সাধারণত সাদা, গোলাপী, লিলাক, তুঁত ও লাল রঙয়ের হয়ে থাকে।
  • হাইব্রিড টি জাতীয় গোলাপগুলি আকারে বেশ বড় হয় ও সুগন্ধযুক্ত হয়ে থাকে। তবে এ জাতীয় গোলাাপের ফুল একটি ডালে একটিই ফুল ফুটে থাকে।
  • এ ছাড়াও পরিচিত কিছু গোলাপের মধ্যে যেমন-কাঠগোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ ও কালো গোলাপ উল্লেখযোগ্য।

গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে?- পরিশেষে:

গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? বিষয়ক আলোচনায় জানা যায়, জীবাশ্ম প্রমাণ অনুসারে গোলাপ ফুলের বয়স দাঁড়ায় ৩৫ মিলিয়ন বছর। যা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে নানা প্রজাতিতে, নানা নামে, অর্থাৎ উত্তর গোলার্ধে, আলাস্কা থেকে মেক্সিকো এবং উত্তর আফ্রিকায়। তবে ধারণা করা হয়, গোলাপ ফুল বাগানে চাষ পদ্ধতি শুরু করে চীন, যা প্রায় ৫,০০০ বছর আগে। গোলাপ ফুলকে সাধারণত সৌন্দর্য, ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই বিশেষ কোন সময়ে কাউকে লাল গোলাপ ফুল উপহার দেওয়ার অর্থ দাঁড়ায় মনের ভালোবাসার কথা প্রকাশ করা। তবে সাদা গোলাপও অনেকে দিয়ে থাকে সত্য, পবিত্রতা এবং সর্বোপরি বিশুদ্ধতার প্রতীক হিসেবে।

আরও পড়ুন: সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায়

গোলাপ ফুল লাগালে এর সঠিক পরিচর্যা করতে হয়, যেমন-গাছের গোড়া থেকে দৈনন্দিন ঝরা পাতা পরিস্কার করা, সূর্যের আলো যাতে গোলাপ গাছে পড়তে পারে সেদিকে খেয়াল রাখা, বায়ু চলাচল ও স্বাস্থ্যকর পরিবেশে গোলাপ ফুল যাতে বেড়ে উঠতে পারে সে ব্যবস্থা করা। নিয়মিত সার, মাটি দেয়া এবং মাঝে মধ্যেই গাছের গোড়ার মাটি আলগা করে দেয়া ইত্যাদি। পরিশেষে আজকের গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? বিষয়ক আর্টিকেল থেকে গোলাপের বিভিন্ন নাম ও তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। আশাকরি, তা আপনাদের জ্ঞানের সীমানাকে আরও সমৃদ্ধ করবে। যাইহোক, সবশেষে গোলাপ ফুল কত প্রকার ও কি কি? পৃথিবীতে কত ধরণের গোলাপ আছে? বিষয়ক আলোচনায় দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url