চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন - অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন
পেজ সূচিপত্রঃ চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন - অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন
চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন
অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন
চোখের অঞ্জনি কেন হয়
চোখের অঞ্জনি কি ছোঁয়াচে রোগ
চোখের অঞ্জনি’র হোমিও ঔষধ
শেষ কথা
চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেনঃ
বিভিন্ন কারণে চোখে অঞ্জনি বের হয়ে থাকে আর চোখে অঞ্জনি বের হলে চোখ ফুলে যায় চোখ লাল হয়ে যায় সেই সাথে চোখ ব্যথা করে। তবে এখনও আমাদের গ্রাম-বাংলায় প্রচলিত যে, চোখে অঞ্জনি হলে ছোট্ট শিশুর লিঙ্গ ঠেকালেই তা ভালো হয়ে যায়। আবার অনেকেই হাতের তালুতে আঙ্গুল ঘষে তা গরম করে চোখের পাঁপড়িতে বার বার দিয়ে থাকে। তবে প্রকৃতপক্ষে নিয়ম হলো চোখে অঞ্জনির ব্যথা কমাতে আপনি অন্তত দিনে দুইবার হালকা গরম সেঁক দিতে পারেন। তবে চোখে অঞ্জনি সারানোর সতর্কমূলক ব্যবস্থা হলো চোখ ঘষা থেকে বিরত থাকা বা বার বার চোখে হাত না দেয়া। কারণ অঞ্জনি হলে চোখ চুলকায়। যাইহোক আপনার চোখে যদি অতিরিক্ত ব্যথা অনুভব করেন এবং সেইসঙ্গে লালচে ভাব বা ফোলা ভাব থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। চোখে অঞ্জনি হলে অবশ্যই আপনাকে পরিস্কার-পরিচ্ছন্নতা থাকতে হবে। আর বেশি ক্ষারযুক্ত সাবান কোনমতেই ব্যবহার না করা। সুতরাং আপনি যদি আগে থেকে জেনে থাকেন চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন,তাহলে আপনার চোখে অঞ্জনি বের হলে তখন আপনি সেই উপায়গুলো কাজে লাগাতে পারবেন।
অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিনঃ
চোখের অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন এই অংশ থেকে। চোখে যদি অঞ্জনি বের যায় তাহলে আপনি নিচে বলে দেওয়া এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনার চোখের অঞ্জনি ভালো হয়ে যাবে এবং সেই সাথে চোখের অঞ্জনি ব্যথা ভালো হয়ে যাবে। চোখের অঞ্জনির ব্যাথা সারানোর উপায়গুলো নিম্নরুপ হতে পারেঃ
আরো পড়ুনঃ এইডস রোগ প্রতিরোধে আক্রান্ত রোগীদের যে বিষয়গুলো মেনে চলতে হবে
- গরম সেক দেওয়া
- ক্ষার যুক্ত সাবান ব্যবহার না করা
- গরম টি ব্যাগ
- চোখের পাতা পরিস্কার করা
- চশমা পরা
- পেয়ারা পাতা
গরম সেক দেওয়াঃ আপনার চোখে যদি অঞ্জনি বের হয়ে থাকে এবং প্রচন্ড
ব্যথা করে থাকে তাহলে চোখের অঞ্জনির ব্যথা কমানোর জন্য নরম একটা কাপড় হালকা
পরিমাণ গরম করবেন গরম করার পরে সেটা চোখের অঞ্জনির উপর দিয়ে রাখবেন তাহলে চোখের
অঞ্জনি ব্যথা ভালো হয়ে যাবে।
ক্ষার যুক্ত সাবান ব্যবহার না করাঃ যদি চোখে অঞ্জনি বের হয় তাহলে
অতিরিক্ত ক্ষার যুক্ত সাবান ব্যবহার করবেন না এতে করে আপনার চোখ আরও বেশি জ্বালা
করবে এবং আরো অনেক বেশি ব্যথা করবে তাই চোখের অঞ্জনি ভালো করতে চাইলে এবং ব্যথা
কমাতে চাইলে এই দিকটা খেয়াল রাখবেন।
গরম টি ব্যাগঃ চোখের অঞ্জনির ব্যথা ভালো করার জন্য সবচেয়ে উপকারী একটি উপায় হল টি ব্যাগ। হালকা গরম পানির মধ্যে একটা ব্ল্যাক টি ব্যাগ ডুবিয়ে রাখুন কিছুক্ষণ পরে টি ব্যাগ টি তুলে ঠান্ডা করুন যখন হালকা হালকা গরম থাকবে তখন চোখের অঞ্জনির উপর রাখুন তাহলে চোখের অঞ্জনি ব্যথা ভালো হয়ে যাবে।
চোখের পাতা পরিস্কার করাঃ চোখের অঞ্জনি ব্যথা ভালো করার জন্য চোখের
পাতা পরিস্কার করা প্রয়োজন চোখের পাতা পরিষ্কার করার জন্য নরম দেখে একটি কাপড়
নিন এবং সেই কাপড় দিয়ে আস্তে আস্তে চোখের পাতা পরিষ্কার করুন তাহলে এতে করে
আপনার চোখের অঞ্জনি ব্যথা ভালো হয়ে যাবে।
চশমা পরাঃ যখন চোখে অঞ্জনি বের হয় তখন যদি আপনি চশমা ছাড়া বাইরে
বের হন তাহলে আপনার চোখে বাতাস লাগবে আর বাতাস লাগার ফলে চোখের অঞ্জনি বেশি হয়ে
যাবে সেই সাথে ব্যথাও করবে অনেক বেশি। তাই অঞ্জনি ভালো করতে চাইলে এবং ব্যথা
কমাতে চাইলে চশমা পরা প্রয়োজন।
আরো পড়ুনঃ ভিটামিন ডি ও ই একসাথে খাওয়া যাবে কি
পেয়ারা পাতাঃ অনেকে হয়তো শুনে অবাক হচ্ছেন পেয়ারা পাতা দিয়ে চোখে অঞ্জনি ব্যথা ভালো করার কথা শুনে আসলে অবাক হওয়ার কিছু নেই আপনি যদি পেয়ারা পাতা গরম পানির মধ্যে রেখে সেই পাতাটি চোখের অঞ্জনির উপর রাখতে পারেন তাহলে এতে করে চোখের অঞ্জনি ব্যথা ভালো হয়ে যাবে সেই সাথে অঞ্জনীয় ভালো হয়ে যাবে।
চোখের অঞ্জনি কেন হয়ঃ
চোখের অঞ্জনি কেন হয় এটা অনেকের প্রশ্ন করে থাকেন আসলে চোখে অঞ্জনি হওয়ার কারণ হলো চোখের পাতায় অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি রয়েছে সেই চোখের পাতার উপর থাকা ক্ষুদ্র ক্ষুদ্র তেল গ্রন্থির উপর যখন ময়লা জমে অথবা মৃত কোষ হয়ে যায় তখন সেই ক্ষুদ্র ক্ষুদ্র তেল গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় আর যখন সেগুলোর মুখ বন্ধ হয়ে যায় তখন চোখে অঞ্জনি বের হয়ে থাকে।
তবে চোখে অঞ্জনি বের হলে চিন্তার কোন কারণ নেই কারণ চোখের অঞ্জনি বেশি দিন থাকে না। আর চোখের অঞ্জনি বের হলে ডাক্তারের কাছেও যাওয়ার প্রয়োজন তেমন একটা পড়ে না এবং ওষুধ খাওয়ারও তেমন একটা প্রয়োজন পড়ে না কিছু ঘরোয়া উপায় রয়েছে সেগুলো মেনে চললে এমনিতেই খুব তাড়াতাড়ি চোখের অঞ্জনি ভালো হয়ে যায়।
চোখের অঞ্জনি কি ছোঁয়াচে রোগঃ
চোখের অঞ্জনি কি ছোঁয়াচে রোগ এটা অনেকেই জানতে চেয়ে থাকেন কারণ অনেকেই এখন পর্যন্ত মনে করেন যে চোখের অঞ্জনি একটি ছোঁয়াচে রোগ কিন্তু আপনার ধারণা ভুল চোখের অঞ্জনি ছোয়াচে নয়। যতক্ষণ না চোখের অঞ্জনি হওয়ার মতো কোনো কিছু আপনার মধ্যে হয় ততক্ষণ পর্যন্ত আপনার চোখে অঞ্জনি হবে না।
যখন আপনার চোখের পাতার ক্ষুদ্র ক্ষুদ্র তে এই গ্রন্থে ময়লা দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আপনার চোখে অঞ্জনি বের হবে। কখনোই একজনের থেকে আরেকজনের অঞ্জনি বের হয় না। আশা করছি বুঝতে পারলেন চোখের অঞ্জনি কি ছোঁয়াচে রোগ কিনা।
চোখের অঞ্জনি’র হোমিও ঔষধঃ
চোখে যখন অঞ্জনি বের হয় তখন চোখের উপরের অংশ অথবা ভিতরের অংশে অঞ্জনি বের হয় আর অঞ্জনি টা মূলত একটি গুটি আকারে হয়ে থাকে এবং সেটার মুখ লাল রঙের হয়ে থাকে। আর চোখে যখন অঞ্জনি বের হয় তখন অনেক যন্ত্রণা করে চোখ লাল হয়ে যায়। চোখ দিয়ে ভালো করে তাকানো যায় না যখন এইরকম সমস্যা দেখা দেয় তখন চোখের অঞ্জনি ভালো করার জন্য চোখের অঞ্জনি হোমিও ঔষধ অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। চোখের অঞ্জনি ভালো করার জন্য যেই হোমিও ঔষধ সবচেয়ে বেশি কার্যকরী তা হলো।
Pulsatilla 30
Staphysagria 30
Silicea 6x
চোখের অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন হিসেবে তা ভালো করার জন্য এই সকল হোমিও ঔষধ অনেক বেশি কার্যকরী। তাই আপনার চোখে যদি অঞ্জনি বের হয়ে থাকে তাহলে আপনি এই সকল হোমিও ঔষধ যেকোনো হোমিও ডাক্তারের দোকান থেকে অল্প পরিমাণ কিনে খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যে কোন ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ইন্টারনেটে যে কোন ঔষধের নাম দেখে নিজ থেকে কিনে খাওয়ার চেষ্টা করবেন না।
চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন-শেষকথাঃ
চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন, চোখের অঞ্জনি কেন হয়, অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন, চোখের অঞ্জনি কি ছোঁয়াচে রোগ, চোখের অঞ্জনি হোমিও ঔষধ এর নাম কি এই সকল বিষয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে আশা করছি আপনারা এই সকল বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন।
আরো পড়ুনঃ বিয়ের আগে যে ১০টি বিষয় জানা খুবই জরুরী - বিয়ের আগে ছেলে ও মেয়েদের করণীয়
তারপরেও যদি চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন - অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন সম্পর্কিত বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ে জানতে চান সেটাও জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন - অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন বিষয়ে দীর্ঘক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ২৩৩৫৭

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url