প্রথম আইসক্রিম তৈরি করেন কে? - পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল?

প্রথম আইসক্রিম তৈরি করেন কে? এবং পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? আইসক্রিমের জনক কে, আইসক্রিম বলা হয় কেন, কোন আইসক্রিমগুলো সবচেয়ে ভালো এবং আইসক্রিম সম্পর্কে মজাদার সব তথ্য তা জানতে নিচের লেখাগুলো পড়ুন।

প্রথম-আইসক্রিম-তৈরি-করেন-কে-পৃথিবীতে-কোন-আইসক্রিম-সবচেয়ে-ব্যয়বহুল.jpg

আইসক্রিম বা বরফ খাইনি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আমাদের প্রাত্যহিক জীবনের নানা সময়ে, নানা রকম আনন্দ-উৎসবে এই আইসক্রিম পরিবেশিত হয়ে থাকে। 

পোস্ট সূচিপত্র: প্রথম আইসক্রিম তৈরি করেন কে? - পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? (Who made the first ice cream? - Which ice cream is the most expensive in the world?)
প্রথম আইসক্রিম তৈরি করেন কে?
পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল?
আইসক্রিমের জনক কে?
আইসক্রিম কেন বলা হয়?
কোন কোন আইসক্রিমগুলি সবথেকে ভালো বা সেরা?
আইসক্রিম সম্পর্কে মজাদার কিছু তথ্য
পরিশেষে

প্রথম আইসক্রিম তৈরি করেন কে?

প্রথম আইসক্রিম তৈরি সম্পর্কে নানা মতামত থাকলেও, প্রথমেই আসে প্রথম আইসক্রিম তৈরি করেন কে? আসলে আইসক্রিম তৈরির নির্দিষ্ট তেমন কাউকে সনাক্ত করা না গেলেও, জনপ্রিয় কিংবদন্তি অনুসারে তা বর্ণিত হতে পারে এভাবে যে, আইসক্রিমটি প্রাচীন চীনাদের দ্বারা উদ্ভাবিত হয়েছিল, মার্কো পোলো দ্বারা ইতালিতে, ক্যাথরিন ডি মেডিসি দ্বারা ফ্রান্সে এবং সেখান থেকে টমাস জেফারসন আমেরিকায় নিয়ে আসেন।

পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল?

পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে, আইসক্রিম এর উৎপত্তি ও ব্যবহার হিসেবে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমটি ছিল Byakuya। এটি জাপানের Cellato দ্বারা তৈরি এবং ১২২g এর জন্য প্রায় USD ৬,৩০৯ ডলার খরচ হয়েছিল।

আইসক্রিমের জনক কে?

প্রথম আইসক্রিম তৈরি করেন কে? হিসেবে মোটামুটিভাবে অগাস্টাস জ্যাকসনকে আইসক্রিমের জনক বলা হয়। কারণ তিনিই আইসক্রিম তৈরির প্রক্রিয়ায় প্রথম বিপ্লব ঘটিয়েছিলেন। বলাবাহুল্য, তিনিই প্রথম যিনি বরফ গলানোর জন্য লবণ ব্যবহার করেছিলেন। তার আইসক্রিম তৈরির প্রক্রিয়া এবং রেসিপি তৎকালীন ফিলাডেলফিয়াতে আইসক্রিমে বিপ্লব ঘটিয়েছে।

আরও পড়ুন: বিশ্বের এই ১০ স্থান ভ্রমণ পিপাসুদের নিকট আকর্ষণীয়

জেনে রাখা ভালো যে, বেশিরভাগ প্রাথমিক আইসক্রিম রেসিপিতেই ডিম ব্যবহার করা হত। অগাস্টাস জ্যাকসন আইসক্রিম তৈরির একটি নতুন উপায় আবিষ্কার করেছিলেন। তিনি তাঁর রেসিপিতে ডিমহীন আইসক্রিম তৈরি করেছিলেন।

আইসক্রিম কেন বলা হয়?

আইসক্রিম এর বিভিন্ন নামকরণ সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে আইসক্রিম নামটি "আইসড ক্রিম" শব্দ থেকে এসেছে যেটি "আইসড টি" এর মতো ছিল। এর বিভিন্ন নামকরণ এর ক্ষেত্রে আমেরিকান উপনিবেশবাদীরা প্রথম "আইসক্রিম" শব্দটি ব্যবহার করেছিলেন। বলা যায় ১৭৭৬ সালে আমেরিকার নিউইয়র্ক সিটিতে প্রথম আইসক্রিম পার্লার খোলা হয়েছিল।

কোন কোন আইসক্রিমগুলি সবথেকে ভালো বা সেরা?

সবচেয়ে ভালো আইসক্রিমগুলির মধ্যে উল্লেখযোগ্য হরো: ১. আমুল আইসক্রিম। ২. কোয়ালিটি। ৩. মাদার ডেইরি। ৪. ভাদিলাল ব্র্যান্ডের আইসক্রিম। ৫. হ্যাভমোর। ৬. ক্রিমবেল আইসক্রিম। ৭. দিনশর আইসক্রিম। ৮. বাস্কিন রবিন্স ব্র্যান্ডের আইসক্রিম।

আইসক্রিম সম্পর্কে মজাদার কিছু তথ্য:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে অনেকেই অনেক তথ্য জানেন, কিন্তু এই তথ্যটি অনেকের নিকটই অজানা, তাহলো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি উদযাপন করা হয়েছিল কিন্তু এই আইসক্রিম দিয়ে। অর্থাৎ একটি ইতিহাসের সঙ্গে আইসক্রিম সম্পৃক্ত।

আরেকটি অবাক করা বিষয় হলো, সারা পৃথিবীতে কিন্তু সবচেয়ে জনপ্রিয় আইসক্রিমের ফ্লেভার হলো ভ্যানিলা।

আরও পড়ুন: যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে

মূলত আইসক্রিমের আসল নাম ছিল ক্রিম আইস, যা পরবর্তীতে আইসক্রিম নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।

সঠিক বা পিওর আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে দরকার হয় ১ গ্যালন আইসক্রিম বানানোর জন্য ১২ গ্যালন গরুর দুধ লাগে।

সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আইসক্রিম টপিং হলো চকোলেট সিরাপ।

আসলে আইসক্রিমে থাকা চিনি কিন্তু আইসক্রিমের মেল্টিং পয়েন্ট কমাতে সহায়তা করে থাকে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিশ্বের বিরল ফ্লেভারের আইসক্রিম হট ডগ ফ্লেভার পাওয়া যায়।

বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম স্যান্ডি ক্যালিফোর্নিয়াতে ১৯৮৫ সালে বানানো হয়েছিল, যার উচ্চতা ছিল ১২ ফুট।

পরিশেষে

মূলত প্রথম আইসক্রিম তৈরি করেন কে? এবং পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? বিষয়ক আলোচনায় আরও একটি মজার আইসক্রিম হলো কুলফি। কুলফি এখনকার আইসক্রিমের অনেক আগে থেকেই এসেছে। 'কুলফি' শব্দটি এসেছে মূলত: ফার্সি কুলফি থেকে যার অর্থ "ঢাকা কাপ"। এটি ১৬ শতকের সময় দিল্লিতে উদ্ভূত হয়েছিল বলে মনে করা হয়। কুলফি আইসক্রিম প্রায় ৫০০ বছরের পুরনো। বিশেষ করে গরমের মৌসুমে। তবে অন্যান্য খাবারের পাশাপাশি যদি বাড়তি আনন্দ/মজা হিসেবে আইসক্রিম সংযোজন করা যায়, তাহলে তা ভিন্ন মাত্র জোগানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: রকেট কাস্টমার কেয়ার নাম্বার-রকেট কাস্টমার কেয়ার লাইভ চ্যাট

আসলে প্রথম আইসক্রিম তৈরি করেন কে? - পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? বিষয়ক আলোচনায় বলা যায়, পৃথিবীর প্রতিটা দেশেই আইসক্রিম খাবারের প্রচলন রয়েছে এবং এর স্বাদ, গন্ধ, আকার-আকৃতি, রং এবং মূল্য বিভিন্ন রকমের হয়ে থাকে। যদিও আইসক্রিম বা বরফ আমাদের সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় এবং মজাদার একটি বিষয়। শৈশবে আমাদের প্রত্যেকের জীবনে এই আইসক্রিম নানাভাবে জড়িয়ে আছে। শৈশব-কৈশোর-যৌবন-মাঝ বয়স-বার্ধক্যকাল ইত্যাদি নানা বয়সে নানাভাবে এই আইসক্রিম আামাদের জীবনে জড়িয়ে আছে। সুতরাং আজকের প্রথম আইসক্রিম তৈরি করেন কে? - পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? বিষয়ক আলোচনাটি ভালো লেগে থাকে, তাহলে তা অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এ ছাড়াও যদি কোন মন্তব্য/পরামর্শ প্রদান করতে চাইলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরিশেষে প্রথম আইসক্রিম তৈরি করেন কে? - পৃথিবীতে কোন আইসক্রিম সবচেয়ে ব্যয়বহুল? বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।