আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে
সম্পর্ক বা ভালোবাসা বিষয়টা আসলে সম্পূর্ণই মনের ব্যাপার। কিন্তু যার সঙ্গে সম্পর্কে জড়াবেন, অর্থাৎ আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে।
দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর জানা গেল যে, সে মিথ্যা বলছে। কিন্তু ই্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল বলাটার পরিণাম অনেক সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। আজকের আর্টিকেলে আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে তার বিষয়ক জানতে নিচের লেখাটি পড়ুন।
পোস্ট সূচিপত্র: আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে (How to tell if your partner is lying?)
ভূমিকা
অসততা প্রকাশ পায় শারীরিক ভাষায়
বাক্যের পুনরাবৃত্তি
ভাষাগত বৈচিত্র্যতা ও সাবলীলতা
আচরণ ও বক্তব্যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত
কৌশলে এড়িয়ে যাওয়া
স্বভাব ও ভাব ভঙ্গির পরিবর্তন
আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে-পরিশেষে
ভূমিকা:
সম্পর্কটা তৈরী হয় দুজন মানুষের মধ্যে। কিন্তু দুজনের মধ্যে একজন যদি মিথ্যা বলে বা আপনার সঙ্গীই যদি মিথ্যা বলে তাহলে বুঝবেন কিভাবে। সুতরাং এ রকম পরিস্থিতিতে আপনাকে সচেতন হতে হবে অর্থাৎ কথায় বলে চোখ-কান খোলা রাখতে হবে। আর তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? সুতরাং, এ রকম একটা বিষয় নিয়ে একদল গবেষক ও মনোবিজ্ঞানীগণ টাইম ম্যাগাজিনে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যে, একজন ব্যক্তি মিথ্যা বলছেন কি না, তা কিভাবে নির্ণয় করা যায়। তাই আপনার সঙ্গীর প্রতি অন্ধবিশ্বাস না করে তাকে অন্যভাবে দেখার চেষ্টা করুন। তার যুক্তিগুলো, কথাগুলোর যৌক্তিকতা বুদ্ধি-বিচার দিয়ে বিশ্লেষণ করুন যে, কতখানি তা বাস্তব নির্ভর।
অসততা প্রকাশ পায় শারীরিক ভাষায়:
সাধারণত আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে বলতে প্রকৃতপক্ষে যারা মিথ্যা বলে তাদের শারীরিক একটু ভিন্ন ধরণের হয়ে থাকে, কারণ মিথ্যাবাদীরা বেশির ভাগ সময়ে নিজেদের অসততা ঢাকতে চায় আর ফলে তাদের শারীরিক ভাষা একটু ভিন্ন ধরণের হয়ে থাকে। আবার খেয়াল করে থাকবেন, সাধারণত যারা মিথ্যা বলে, তারা কিন্তু আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারেন না বা চোখে চোখ রাখেন না।
আরও পড়ুন: নিঃসঙ্গতা নিয়ে ৩০টি বাণী - নিঃসঙ্গতা নিয়ে উক্তি
এ সময়টাতে তারা ঘামতে শুরু করে এবং বারবার ঠোঁট ভেজাতে থাকে। যারা একটু চঞ্চল প্রকৃতির, সাধারণত তারা অস্থির হয়ে পড়েন, অনেক সময় চেয়ার দোলাতে থাকেন, ঘন ঘন গলা পরিস্কার করেন বা হাত-পা নাড়াতে থাকে। আপনি যদি চোখ-কান খোলা রাখেন তাহলে এসব বিষয়ে খেয়াল করতে পারবেন।
বাক্যের পুনরাবৃত্তি:
সাধারণত আপনাকে কেউ মিথ্যা বলছে কি না, বা আপনি যদি কাউকে মিথ্যা বলার জন্য সন্দেহ করেই থাকেন, তাহলে তাকে তা বুঝতে না দিয়ে কথা বরার সুযোগ দিন। এক্ষেত্রে যদি দেখা যায়, তিনি একই বাক্য বা কথার বার বার পুনরাবৃত্তি করছেন, তাহলে ধরে নিতে পারেন, সেই ব্যক্তির বক্তব্য প্রস্তুত করা অর্থাৎ স্ক্রিপ্টেড। মোট কথা সত্যিকারের অভিজ্ঞতায় খেয়াল করে দেখবেন যে, যারা সত্যি বলে, সাধারণত তারা যে কোন ঘটনার গুরুত্বপূর্ণ অংশ থেকেই বর্ণনা দিতে শুরু করেন। কিন্তু প্রকৃতপক্ষে যারা মিথ্যাবাদী বা মিথ্যা কথা বলে, সাধারণত তারা কিন্তু যে কোন ঘটনার শুরু থেকেই বলে যান, মনে হয়, যেন তারা মুখস্থ বলছেন।ভাষাগত বৈচিত্র্যতা ও সাবলীলতা:
যারা মিথ্যা বলে, সাধারণত তারা কোন কথা বলার সময় অস্বাভাবিক সাবলীল হয়ে ওঠে। অর্থাৎ পূর্ব পরিকল্পিত হওয়ার ফলে তাদের ভাষা হয় গুছানো ও ঝরঝরে পরিস্কার। এতদবিষয়ে কনওয়েল বলেন, হঠাৎ করে কারও আচরণ যদি অতিরিক্ত শুদ্ধ, বিন্যাসবদ্ধ এবং প্রাঞ্জলতা প্রকাশ পায়, তাহলে সন্দেহ করাটাই যুক্তিযুক্ত বলে বিবেচিত।আরও পড়ুন: মানুষ একাকীত্বে ভোগে কেন - কখন মানুষ একাকীত্ব বোধ করে
এ ধরণের মানুষরা প্রায়ই নিজেদের উপস্থাপন করেনি এভাবে, যেমন-খাওয়ার কথা জিজ্ঞেস করলে, তারা উত্তর দেয়, দুপুরে খেয়েছি কিন্তু এটা বলে না যে, আমি খেয়েছি। এই ধরণের কথাবার্তায় সঙ্গীর উপস্থিতি গোপন করা হয়ে থাকে।আচরণ ও বক্তব্যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত:
খেয়াল করে দেখবেন, যখন কেউ কোন গুরুতর অথবা আবেগামিশ্রিত কোন ঘটনার কথা বলেন, সাধারণত তারা কিন্তু হাসিমুখেই থাকে এবং খুবই স্বাভাবিক আচরণ করে থাকে, এ থেকে আপনি বুঝতে পারবেন যে সত্য বলছে। তবে ক্লোমেন্টের মতে, যারা সত্য কথা বলে, তাদের কিন্তু চোখেমুখেও হাসির ভাব ফুটে ওঠে। কিন্তু যারা প্রকৃত পক্ষে মিথ্যা বলে, তাদের কিন্তু মুখে থাকে অনভিব্যক্তি আর চোখ থাকে স্থির।কৌশলে এড়িয়ে যাওয়া:
সাধারণত মিথ্যাবাদীরা নিজেদের অবস্থান নির্দিষ্ট না করে কৌশলে এড়িয়ে যান। তারা ‘সম্ভবত, মনে হয়, হয়তো’ এ রকম ধরণের শব্দ ব্যবহার করে থাকে। অনেকে আবার সরাসরি মিথ্যা কথা না বলে বিষয়টিই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।স্বভাব ও ভাব ভঙ্গির পরিবর্তন:
আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে এর ক্ষেত্রে যারা মিথ্যা বলে, তাদের স্বভাব ও ভাব-ভঙ্গির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। এক্ষেত্রে তাদের আগের আচরণের সাথে বর্তমানগত আচরণ বা স্বভাব ও ভাবভঙ্গির মধ্যে একটা অসামঞ্জস্যতা লক্ষ্য করবেন। সাধারণত তারা একটু অস্থির প্রকৃতির বা ছটফট করবে, চোখে-মুখে প্রশান্তির পরিমাণ কম দেখা যাবে।আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে-পরিশেষে:
বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, ‘চোরের দশ দিন, গৃহস্থের একদিন’। আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে বিষয়ক আলোচনায় বলা যেতে পারে, সংসার জীবনে আমরা বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় ছোটখাট মিথ্যা বলে থাকি। আবার বৃহত্তর স্বার্থে বা মহৎ কোন কাজের ক্ষেত্রেও মিথ্যা বলা যেতে পারে। কিন্তু প্রতারণামূলক মিথ্যা, ঠকানো, ধোকা ইত্যাদি বিষয়গুলোই হলো সবথেকে খারাপ। সবথেকে বড় অন্যায় হলো নিঃস্বার্থ বিশ্বাসে ফাটল ধরা। কারও সুযোগের অপব্যবহার করা।যাইহোক আজকের আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে বিষয়ক আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার সঙ্গী যদি আপনাকে মিথ্যা বলে তাহলে কিভাবে তা বুঝবেন এবং এক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে একটি সম্যক ধারণা অর্জন করতে পেরেছেন। সবশেষে আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে আলোচনায় দীর্ঘক্ষণ সম্পৃক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url