দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায়

কাজের প্রয়োজনে অনেককে দীর্ঘক্ষণ মোটর সাইকেলে আরোহণ করতে হয়। এক্ষেত্রে দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায়, আলোচ্য প্রশ্নটি থেকেই যায়।
সাধারণত অনেকে আছেন, যারা তাদের কর্মটি সম্পাদন করে থাকেন বেশির ভাগ মোটর সাইকেল চালিয়েই। আবার বাইক রাইডাররাও দীর্ঘক্ষণ সময় হেলমেট পরে থাকেন। এমতাবস্থায় একটি প্রশ্ন হলো যে, দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায়, বিষয়টি জানতে নিচের লেখাটি পড়তে হবে।

পোস্ট সূচিপত্র: দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায় (Does wearing a Helmet for a long time cause hair loss?)
ভূমিকা
হেলমেট নির্বাচন
হেলমেট পরেও যেভাবে চুল সুস্থ্য রাখা যায়
দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায়-শেষ কথা

ভূমিকা:

ভারতীয় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব উক্ত বিষয়ে নানা পরামর্শ ও মতামত প্রদান করেছেন, প্রকৃতপক্ষে তাঁর মূল্যবান মতামত ও পরামর্শক্রমেই আজকের দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায় বিষয়ক আর্টিকেলটি। মূলত গরমের সময়টাতেই দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে মাথা ঘামে এবং তার ফলে ধীরে ধীরে মাথায় চুল কমতে থাকে। আসলে কাজের ধরণ বা প্রয়োজনের ওপর নির্ভর করে অনেককে অনেক দূরে যেতে হয় মোটর সাইকেলে করে, আবার কেউ কেউ অধিকাংশ সময়ই মোটর সাইকেলে করেই কাজ করতে হয়। এ ছাড়াও বাইক রাইডাররা কিন্তু দীর্ঘসময় ধরে মোটর সাইকেলে চড়ে অনুশীলন করে থাকে। সব মিলিয়েই অতিরিক্ত সময় হেলমেট পড়ে থাকার কারণে মাথা ঘামে ও ভিজে থাকে। এর ফলে চুলের গোড়া নরম ও দুর্বল হয়ে পড়ে এবং চুলে টান লাগার সঙ্গে সঙ্গেই তা ছিড়ে যায় বা পড়েও যেতে পারে।

হেলমেট নির্বাচন:

সাধারণত চুল পড়া রোধ করতে হেলমেট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে মোটর সাইকেল চালাতে গেলে সর্বাগ্রে নিজ সুরক্ষা এবং আইন অনুযায়ী হেলমেট পরাটা বাধ্যতামূলক। তাই হেলমেট নির্বাচন করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই চুল পড়ার কারণ হিসেবে হেলমেটকেই দায়ী করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে দোষটা আসলেই কি হেলমেটের। না, কারণ এক্ষেত্রে মাথার ত্বকে ঘাম বসে যাওয়াটাই হলো প্রধান সমস্যা, তবে হেলমেট নির্বাচনের ভুলেও চুলের ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: দুবাইয়ে উহু রেস্তোরা চলবে এআই দিয়ে

খুব ঢিলেঢালা হেলমেট সুরক্ষার জন্য অনুপযুক্ত এবং তা পড়াও যায়না। আবার বেশি টাইট হেলমেটও উপযুক্ত নয়। কারণে এতে আবার মাথায় ঘাম বেশি বসে। আর সর্বোপরি এই ধরণের হেলমেট খোলার সময় চুলে টান পড়ার কারণে চুলও উঠে যায়। তাই হেলমেট হওয়া দরকার আরামদায়ক। তাই হেলমেট ক্রয়ের সময় একটু ভালো মানের এবং মাথায় ঢুকিয়ে তা আরামদায়ক লাগলেই তা ক্রয় করা উচিত। এক্ষেত্রে কারও পরামর্শ শুনে যে কোন হেলমেট ক্রয় না করাই বুদ্ধিমানের কাজ।

হেলমেট পরেও যেভাবে চুল সুস্থ্য রাখা যায়:

দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায়, না হেলমেট পরেও চুলকে সুস্থ্য রাখা বিষয়ক পরামর্শগুলি নিম্নে বর্ণিত হলো:
  • দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায় বলতে হেলমেট পরার আগে অবশ্যই পাতলা সুতি স্কার্ফ মাথায় পেঁচিয়ে তারপরে হেলমেট মাথায় দিতে পারেন। তবে মনে রাখবেন, স্কার্ফটি খুব শক্ত করে বাঁধা যাবে না, কারণ এতে করে আপনার মাথার রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। এ ছাড়াও স্কার্ফটি পরিস্কার রাখার জন্য প্রয়োজনে ধুয়ে দিবেন, কোনমতেই ময়লা স্কার্ফ মাথায় দেয়া যাবে না, কারণে এতে মাথার তালুতে সংক্রমণ হতে পারে।
  • মনে রাখবেন, কখনোই অন্যের হেলমেট মাথায় দিবেন না। কারণ সবার ত্বক এক রকম হয় না। কারণ অন্যের মাথায় যদি সংক্রমণ থাকে, ফলে তার ব্যবহৃত হেলমেটটি যদি আপনি মাথায় দেন, তাহলে আপনার মাথায়ও একই সংক্রমণ ঘটতে পারে।
  • চুল পড়া রোধ করতে চাইলে, চার টেবিল চামচ আদার রস তুলার সাহায্যে ভালো করে মাথার তালুতে ঘষুন। ২০ মিনিট অপেক্ষা করার পর তা ধুয়ে ফেলুন। এই ঘরোয়া প্রতিকারটি শুরুতেই প্রতি সপ্তাহে অন্তত দুইবার প্রয়োগ করতে পারেন। পরবর্তীতে ইমপ্রুভ হলে দুই সপ্তাহ পর সপ্তাহে একবার করে আদার রস মাথার তালুতে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: আপনার সঙ্গী মিথ্যা বলছে কি না? তা বুঝবেন কিভাবে

  • চুল পড়া রোধ করতে টক দইয়ের বিকল্প নেই। অর্থাৎ এক টেবিল চামচ টক দইয়ের সাথে দুই টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে মাথার তালুতে রাগাতে হবে। অন্তত ২০ মিনিট অপেক্ষা করার পর তা ধুয়ে ফেরুন। সাধারণত যারা নিয়মিত হেলমেট পরে থাকেন, তাদের অন্তত সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করলে উপকৃত হবেন।
  • দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায় হিসেবে আপনার ব্যবহৃত হেলমেটটি অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ ব্যবহৃত হেলমেটটি যদি গামে ভিজেই যাই, তাহলে তা শুকানোর ব্যবস্থা করতে হবে। যদি তা অযত্নে রেখে দেন বা না শুকিয়ে পড়েন, তাহলে সেখান হতেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
  • আপনার মাথার চুল যদি ভিজে থাকে, তাহলে কখনোই হেলমেট পড়বেনা। যতক্ষণ চুল না শুকিয়ে যায়, ততোক্ষণ পর্যন্ত হেলমেটটি না পরাই বুদ্ধিমানের কাজ।
  • সাধারণত যারা দীর্ঘক্ষণ হেলমেট ব্যবহার করে থাকেন, তাদের নিয়মিত মাথা বা চুল ধোয়া উচিত এবং সম্ভব হলে শ্যাপ্মু করতে পারেন। এতে করে মাথায় জমে থাকা ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে যায়।

দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায়-শেষ কথা:

আসলে বাস্তবতার নিরিক্ষে আমাদের অনেক কিছুই করতে হয়। অনেকে একটানা মোটর সাইকেলে আরোহণ করার ফলে মাথা ঘামতে থাকে এবং তার ফলেই শুরু হয় নানা সমস্যা। সুতরাং অর্পিত দায়িত্ব যেমন লঙ্ঘন করা যাবেনা, আবার রাস্তায় বের হলে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। তাই বিকল্প হিসেবে আমরা মাথায় স্কার্ফ দিয়ে রাখতে পারি। সম্ভব হলে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে মাথাটা শুকিয়ে নিতে পারি।

আরও পড়ুন: ছেলে ও মেয়ে শিশুর ৩০০+ নাম বাংলায় অর্থসহ

পরিশেষে আজকের দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায় বিষয়ক আলোচনাটি সম্পর্কে আপনাদের যদি কোন মন্তব্য/পরামর্শ থাকে, তাহলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেইসঙ্গে দীর্ঘক্ষণ হেলমেট পরলে কি চুল ঝরে যায় বিষয়ে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url