মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে
বিশ্বের অন্যতম প্রযুক্তির শীর্ষে থাকা মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে।
মাইক্রোসফট কোম্পানী পরিকল্পনা অনুযায়ী সকল ডেস্কটপ কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করতে চলেছে। উল্লেখ্য যে, মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে বলতে পূর্বে শুধুমাত্র ল্যাপটপেই এই সুবিধা ছিল, কিন্তু বর্তমানে ডেস্কটপেও এই সুবিধা পাওয়া যাবে।
পোস্ট সূচিপত্র: মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে (Microsoft is adding AI to all Windows)
ভূমিকা
কোপাইলট যুক্ত কম্পিউটারগুলি কি কি?
এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে?
বর্তমানে মাইক্রোসফট কি ভাবছে?
মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে-শেষ কথা
ভূমিকা:
মাইক্রোসফট কোম্পানী ব্যবহারকারীদের প্রতি লক্ষ্য রেখে এবং এআই ভিত্তিক সুবিধা প্রদানের লক্ষ্যে চালু করেছে এআই চ্যাটবট কোপাইলট। মূলত আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট কোপাইলট মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট। সুতরাং এখন হতে ব্যবহারকারীদের আর দরকার হবে না চ্যাটজিপিটি ব্যবহারের। তারা অনেক কম খরচে ডেস্কটপ কম্পিউটারে এআই সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুন: কোটি কোটি মাছি ছড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র
আসলে বর্তমানে কোপাইলটযুক্ত কিছু কম্পিউটার আছে, যেগুলোর দাম অনেক বেশী, ফলে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উর্দ্ধে হওয়ায় মাইক্রোসফট কোম্পানী ডেস্কটপে কোপাইলট চালু করে অনেক বেশী মানুষকে এই এআই সুবিধা প্রদান করতে চায়।
কোপাইলট যুক্ত কম্পিউটারগুলি কি কি?
বর্তমানে বাজারে কোপাইলট সমর্থিত কিছু ল্যাপটপ চলমান আছে, তা হরো স্ন্যাপড্রাগন এক্স ও ওএমডি প্রসেসরের কিছু ল্যাপটপ। স্পিড এবং দ্রুতগতি হওয়ার জন্য এই সমস্ত ল্যাপটপের মূল্য অত্যন্ত বেশী।
এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে?
এই ধরেণের কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রসেসর নির্মাতা ইন্টেল। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) যুক্ত একটি প্রসেসর বাজারে নিয়ে এনেছে।
আরও পড়ুন: অনলাইনে অর্থ উপার্জনের ৫টি বৈধ উপায়সমূহ
তবে তা এআই কোপাইলট চালাতে সক্ষম নয়। কিন্তু ইন্টেল কোম্পানী ‘অ্যারো লক’ নামে একটি উন্নত ও অত্যাধুনিক প্রসেসর নিয়ে কাজ করছে, আর এতে থাকবে এনপিইউ, যার সাহায্যে ডেস্কটপ কম্পিউটারগুলোতে কোপাইলট চালানো সম্ববপর হবে।
বর্তমানে মাইক্রোসফট কি ভাবছে?
বিশেষজ্ঞদের ধারণা, মাইক্রোসফট ২০২৫ সালের অক্টোবরের পরে উইন্ডোজ-১০ এর কারিগরি সহায়তা বন্ধ করে দেবে। আর উইন্ডোজ-১১ ব্যবহারে উৎসাহ প্রদানের লক্ষ্যে তারা সফটওয়্যার ও হার্ডওয়্যারে আনছে নতুনত্ব।
মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে-শেষ কথা:
বর্তমানে খেয়াল করে দেখবেন, নেটভিত্তিক প্রায় কম্পিউটারগুলোতে কোপাইলট যুক্ত হয়ে গেছে। অর্থাৎ উইন্ডোজ অন করার কিছুক্ষণ পরেই কোপাইলট চলে আসে। তাই আজকের আলোচনায় মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে?
আরও পড়ুন: চোখে অঞ্জনির ব্যাথা হলে কি করবেন
যাইহোক আজকের মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে বিষয়ক আর্টিকেলটি সম্পর্কে যদি কোন মন্তব্য/পরামর্শ দেয়ার থাকে, তাহলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরিশেষে মাইক্রোসফট সব উইন্ডোজে এআই যুক্ত করছে বিষয়ক আলোচনাটিতে দীর্ঘক্ষণ আপনার উপস্থিতি ও সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url