বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক?

মানুষের সবথেকে আরামদায়ক স্থান হলো বিছানা। কিন্তু এই বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? কিভাবে বুঝবেন?
মূলত গৃহসজ্জার অন্যতম একটি অংশ কিন্তু এই বিছানার চাদর। অর্থাৎ তা যদি ময়লা বা অপরিস্কার দেখা যায়, তাহলে তা সঠিক ঘুমের ক্ষেত্রে একটি অন্তরায় বটে। সুতরাং এই বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? না মাসে, বছরে না প্রতি সপ্তাহে। আর এতো প্রশ্নের উত্তর খুঁজতে নিচের লেখাটি মনোযোগ সহকারে পড়তে হবে।

পোস্ট সূচিপত্র: বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? (Is it right to change Bed Sheets every day?)
কেন বিছানার চাদর বদলানো জরুরী?
বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক?
যে বিষয়গুলি এড়িয়ে যেতে হবে
বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক?-পরিশেষে

কেন বিছানার চাদর বদলানো জরুরী?

আসলে আপনার বেডরুম বাড়ির যে কোন ঘরেই হোক না কেন, খুবই সূক্ষ্ম ধূলাবালি যেগুলো বাতাসে উড়ে তা কিন্তু ঠিকই আপনার বিছানার চাদরে জমা হতে থাকে, এরপর যোগ হয় গায়ের ঘাম। এরপর আছে পোকামাকড়ের চলাফেরা, বাতাসের আর্দ্রতা ইত্যাদি। অর্থাৎ সবগুলো মিলিয়ে চাদরে জমতে পারে ব্যাকটেরিয়া। আর এ ধরণের ময়লা বিছানায় ঘুমানোর ফলে সৃষ্টি হতে পারে নানারকম শারীরিক সমস্যা।

আরও পড়ুন: ইনহেলার কতদিন ব্যবহার করতে হয়

আবার অনেক সময় শরীরের মৃত কোষ, ঘাম বা ত্বক থেকে নিঃসৃত তেলও কিন্তু চাদরে জমা হয় এবং এর ফলে চাদর হয় দুর্গন্ধ। সুতরাং এত্তোসব সমস্যার ফলাফল হতে পারে এ্যাগজিমা জাতীয় সমস্যা বা ত্বকে ব্রণ, মাথায় খুশকী অথবা অন্য কোন স্ক্রিন ডিজিস। আবার বিছানাটি যদি হয় কোন অসুস্থ্য রোগীর তাহলেতো সমস্যা আরও প্রকট আকার ধারণ করে থাকে। সুতরাং কেন বিছানার চাদর বদলানোটা জরুরী তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক?

বিছানার চাদর বদলানোর নিয়ম সম্পর্কে বিভিন্ন জন তাদের ভিন্ন ভিন্ন মত প্রদান করেছেন। কেউ কেউ বলেছেন-সপ্তাহে একবার, আবার কেউ বলেছেন-দুই সপ্তাহে একবার, আবার কেউ বলেছেন-মাসে একবার। অর্থাৎ সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে।
  • প্রথমত: তবে পরামর্শ হিসেবে বলা যায়, সাধারণত যারা রাতে বেশি ঘামেন বা অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে অথবা পোষ্য প্রাণীর সাথে একই বিছানায় ঘুমান তাদের ক্ষেত্রে বিছানার চাদর সপ্তাহে অন্তত একবার বদলানোটা জরুরী।
  • দ্বিতীয়ত: আবার যারা রাতে বেশি ঘামেন না, বিছানায় একা থাকেন বা অ্যালার্জিজনিত সমস্যা নাই, এমন ক্ষেত্রে দুই সপ্তাহে একবার চাদর পরিবর্তন করতে পারেন।
  • তৃতীয়ত: যাদের অ্যালার্জিজনিত সমস্যা নাই বা রাতে ঘামারও অভ্যাস নাই এমন ক্ষেত্রে ১ মাস পর পর বিছানার চাদর পরিবর্তন করা যেতে পারে। যা স্বাস্থ্যবিদগণ মনে করছেন।

যে বিষয়গুলি এড়িয়ে যেতে হবে:

  • বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? বিষয়ের আলোকে অনেকেই আছেন, যারা বাইরে থেকে এসেই বিছানায় শুয়ে পড়ে। এটা করা যাবে না। কারণ বাইরে গেলেই ধূলাবালি এবং নানারকম দূষিত আবহাওয়া শরীরে জমে থাকে। ফলে বিছানায় শুয়ে পড়লেই সকল জীবাণুগুলো বিছানার চাদে লেপ্টে যায়। তাই বাইরে থেকে এসে অবশ্যই গোসল করা এবং বাইরের কাপড় বদল করে তবেই বিছানায় বসতে হবে।

আরও পড়ুন: চোখের শুষ্কতা এবং ক্লান্তি দূর করা যায় কিভাবে

  • আবার কেউ কেউ, ঠিক বিছানায় যাওয়ার আগ মুহুর্তে গা এবং হাতে-পায়ে বিভিন্ন ধরণের ক্রিম মেখে বিছানার শুতে যান। এটা মোটেই ঠিক নয়, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এসব ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন কিছু কারণের জন্য চাদর নোংরাসহ বিছানার চাদরে নানারকম ব্যাকটেরিয়াজনিত সমস্যা তৈরি হতে পারে।
  • অনেকেই মেকআপ করতে পছন্দ করেন। অর্থাৎ এরকম ক্ষেত্রে বিছানায় যাওয়ার আগে অবশ্যই আপনার সম্পূর্ণ মেকআপ উঠিয়ে তারপর বিছানার চাদরে শোবেন।
  • এমন অনেক পরিবার আছে, যারা বিছানায় ওপরে ছোট্ট একটি কাপড় বা শপ বিছিয়ে খাবার খেয়ে থাকেন। এটা আসলে ঠিক নয়, কারণ বিছানায় বসে খেলে তাড়াতাড়ি চাদর নোংরা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক?-পরিশেষে:

বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? বিষয়ক আলোচনায় আপনাদের জেনে রাখা ভালো যে, একটি গবেষণায় দেখা গেছে, যে সমস্ত চাদর একমাস ধরে ধোয়া বা কাাঁচা হয়নি এমন চাদরগুলোতে এক কোটির বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায়। অর্থাৎ ঠিক একই ভাবে দুই সপ্তাহের পুরনো বিছানার চাদরে প্রায় ৫০ লাখ এবং এক সপ্তাহের পুরনো বিছানার চাদরে ৪৫ লাখ ব্যাকটেরিয়া থাকে। এ ছাড়াও বালিশও সমান পরিমাণে নোংরা হয়ে থাকে। কারণ উক্ত গবেষণায় এটাও দেখে গেছে যে, একটি বালিশ এক মাস ব্যবহার করার ফলে তাতে প্রায় ১২ মিলিয়ন ব্যাকটেরিয়া পাওয়া যায় আর যদি এক সপ্তাহ ব্যবহৃত হয়ে থাকে তাহলে প্রায় ৫ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। তাই শুধুমাত্র বিছানার চাদর বদলালেই হবে না, তার সঙ্গে অবশ্যই বালিশের কভারও বদলাতে হবে।

আরও পড়ুন: অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে কি খাওয়া যেতে পারে

সুতরাং আজকের আলোচনায় বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? কি না বা এই বিষয়ে উপরোক্ত বণনা থেকেই আশাকরি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তদুপরি এতদবিষয়ে যদি কোন মন্তব্য/পরামর্শ থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসলে জীবনে সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে সচেতন হতে হবে। যে কোন একটি বিষয়ের উপর নির্ভর করে কোন সিদ্ধান্তই গ্রহণ করা ঠিক নয়, একাধিক ভাবনা থেকে এবং কৌশলে বিভিন্ন জনের মতামতের ভিত্তিতেই প্রকৃতপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। যাইহোক, আজকের আলোচনা থেকে আপনার জানলেন বিছানা ও বালিশের কভার কতোদিন পর পর পরিবর্তন/বদলানো উচিত, যদি তা বদলাতে দেরী হলে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং সমাধান কি? আশা করবো যদি উপরোক্ত বিষয়গুলি আপনার নিকট ভালো/গ্রহণযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই তা অন্যদের শেয়ার করবেন। সবশেষে আজকের বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক? বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url