জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে

সাধারণত জ্বর হলে মুখের স্বাদ বা রুচি চলে যায়, অর্থাৎ যা খাওয়া তাতেই মনে হয় তিতা লাগে। তাই এই জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে, নিম্নে তা বর্ণিত হলো:
বেশির ভাগ জ্বর হয়ে থাকে আবহাওয়াজনিত বদলের কারণে, সেটা আমরা সবাই জানি। আর জ্বরে আক্রান্ত হলে নানারকম উপসর্গ দেখা দিয়ে থাকে। এতো কিছুর মধ্যে সবথেকে বড় সমস্যা হলো আমাদের খাওয়ার রুচি বা আগ্রহ হারিয়ে যায়। তাই আজকে জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে বিষয়টি জানতে নিম্নের লেখাগুলো পড়তে পারেন।

পোস্ট সূচিপত্র: জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে (What to do to regain appetite in the face of Fever)
জ্বর হলে কি কি খাওয়া যেতে পারে
জ্বরের সময় মুখের রুচি কেন কমে যায়
জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে
জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে-পরিশেষে

জ্বর হলে কি কি খাওয়া যেতে পারে:

এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন, সাধারণত জ্বরে আক্রান্ত রোগীদের খাদ্য তালিকায় কার্বের মধ্যে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজি এবং সর্বোপরি মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

আরও পড়ুন: ভালো থাকার জন্য কী করতে হয়

এ ছাড়াও ভিটামিন সি জাতীয় খাদ্য যেমন-জাম্বুরা, কমলা, লেবু, ফলের রস ইত্যাদি। এ ছাড়াও প্রোটিন ও ক্যালোরি সমৃদ্ধ খাদ্য যেমন-চিকেন স্যুপ, মসুর ডাল, ডিম ইত্যাদি। অর্থাৎ খাবারের রুচি না থাকলেও এগুলো কম করে খেতে পারলে জ্বরের প্রকোপ থেকে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠা সম্ভব।

জ্বরের সময় মুখের রুচি কেন কমে যায়:

কারণ জ্বর হলে শরীরে নানারকম উপসর্গ দেখা দিয়ে থাকে। এদের মধ্যে অন্যতম, শরীরে প্রদাহ। অর্থাৎ জ্বর শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে পরিবর্তন বা বাধাগ্রস্ত করে থাকে, যার কারণে মুখে তেতো তেতো ভাব অনুভূত হয়ে থাকে। এ ছাড়াও জ্বরের সময় শরীরে জিঙ্ক ও ভিটামিনের অভাব দেখা দেয়, যার ফলে ক্ষুধা কমে যাওয়ার কারণে খেতে ইচ্ছে করেনা। আবার জ্বর হলে সাইনাসের প্রদাহ শুরু হয় এবং এর ফলে স্বাদ ও ঘ্রাণশক্তি কমে গিয়ে থাকে আর খেতে ইচ্ছে করেনা।

জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে:

যদিও আমরা অনেকেই জানি যে, জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে হিসেবে বেশী বেশী করে ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। কিন্তু এ ছাড়াও আরও কিছু কারণ বা অভ্যাস রয়েছে যা দ্রুত খাবারের রুচি আনতে সহায়তা করে থাকে। নিম্নে তা বর্ণিত হলো।
  • জ্বরের মুখে অর্থাৎ খাবারের রুচি চলে গেলে লবঙ্গ এবং দারুচিনি গুঁড়া খানিকটা মুখে নিলেই মুখের তেতোভাব কেটে যায়।
  • যদি কাশি বা গলা ব্যাথা হয়, তাহলে উষ্ণ উষ্ণ পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে উপকৃত হবেন এবং তাতে মুখের স্বাদও অনেকটা ফেরতে সহায়তা করবে।
  • জ্বরের সময়ে যদি আপনি মুখে দুটি পুদিনা পাতা মুখের মধ্যে রাখতে পারেন বা তার রস খেতে পারেন তাহলেও খাবারের ইচ্ছে অনেকটাই ফেরত আসে।
  • জ্বরের সময় ভিটামিন সি জাতীয় খাদ্য খাওয়া উচিত। বিশেষ করে লেবুর রসে মুখের স্বাদ ফিরে আসে সহজেই এবং রোগ-প্রতিরোদে সহায়তা করে থাকে।

আরও পড়ুন: জ্বর থেকে দ্রুত সেরে উঠতে কি কি খাওয়া উচিত?

  • জ্বরের সময় সাধারণত অনেকেই পানি কম পান করে থাকে। এটি করা যাবে না, বরং জ্বরের সময় অন্ততপক্ষে তিন লিটার পানি করতে হবে। কারণ আপনার পাকস্থলি যত পরিস্কার হবে শরীরও তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবে।
  • জ্বরের সময় মুখে নাানরকম ব্যাকটেরিয়া জমে থাকে। তাই এ সময় দাঁতের মাজনের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করতে পারেন, এতে করে দ্রুত ফিরে আসবে মুখের রুচি।
  • জ্বর হলে অবশ্যই হালকা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এ সময় অতিরিক্ত তেলেভাজা খাদ্য এড়িয়ে যেতে হবে। বিশেষ করে স্যুপ, স্মুদি বা মিল্কশেক জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে।
  • জ্বরের সময় জিঙ্ক ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ ডিম, দুধ, পনির, বাদাম, সবজি জাতীয় খাদ্য যেমন পালংশাক ইত্যাদি।
  • জ্বরের মুখে স্বাদ ফেরাতে এবং জ্বর পরবর্তী দুর্বলতা কাটিয়ে উঠতে জাম্বুরা বা বাতাবি লেবু বা পোমেলো খেতে হবে। কারণ এই ফলটিতে ভিটামিন সি থাকায় তা জ্বরের জন্য অত্যন্ত উপকারী। জাম্বুরা বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে, যেমন-একটি জাম্বুরা ভালোভাবে ধুয়ে এর কোয়াগুলি ছাড়িয়ে তার সঙ্গে সামান্য লবণ ও সাদা গোলমরিচের গুঁড়া এবং তার সঙ্গে পুদিনাপাতা বা শশা কুচি করে সালাদ তৈরি করে খাওয়া যেতে পারে। আবার তা লবণ, কাঁচা মরিচ কুচি, স্বাদমতো চিনি, চাট মসলা, বিট লবণ, সাদা গোলমরিচ গুঁড়া, খাঁটি সরিষার তেল ইত্যাদি মিশিয়েও খাওয়া যেতে পারে। এর ফলে মুখে স্বাদ বাড়ে এবং জ্বরের প্রকোপ থেকেও অব্যাহতি পাওয়া যায়।

জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে-পরিশেষে:

বর্তমানে চিকিৎসকগণ অবশ্য জ্বর হলে গোসল করতে পরামর্শ দিয়ে থাকে। তবে জ্বর হলে অবশ্যই সারাদিন একই কাপড়ে শুয়ে না থেকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। জ্বরের রোগী যে রুমে থাকে, সাধারণত সেই রুমটি যাতে খোলামেলো অর্থাৎ অবাধে বাতাস আসা-যাওয়া করতে পারে এমন স্থানই জ্বরের রোগীদের জন্য ভালো। সুতরাং আজকের আলোচনায় জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে বিষয়ে উপরোক্ত আলোচনাগুলি পড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন জ্বরের মুখে আসলে কি কি খাওয়া যাবে মুখের স্বাদ ও রুচি ফেরাতে এবং খাদ্য গ্রহণের ফলে দ্রুত সুস্থ্য হওয়া যাবে ইত্যাদি বিষয়ে।

আরও পড়ুন: বিছানার চাদর কি প্রতিদিন বদলানো সঠিক?

যাইহোক, জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে বিষয়ে যদি আপনার কোন মন্তব্য/পরামর্শ থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সেইসঙ্গে উপকৃত হলে তা অন্যদের শেয়ারও করতে পারেন। পরিশেষে আজকের আর্টিকেলে বর্ণিত জ্বরের মুখে রুচি ফেরাতে যা করতে হবে আলোচনায় আপনার অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url