উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে

উপহার পছন্দের ক্ষেত্রে প্রায়ই আমাদের নানারকম দ্বিধান্দ্বন্দে পড়তে হয়। তাই আজকের আর্টিকেলে এই উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হলো।
প্রকৃতপক্ষে উপহার পেতে কার না ভালো লাগে। পাশাপাশি উপহার দেওয়াটাও একটি অত্যন্ত আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই উপহার প্রদানের ক্ষেত্রে অনেকগুলো ভাবনা-চিন্তার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক বিষয়টি। সুতরাং এই সমস্ত বিষয়গুলো কিভাবে সমাধান করা যেতে পারে তা জানতেই-উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে বিষয়টি পড়তে হবে।

পোস্ট সূচিপত্র: উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে (Things to consider when choosing a Gift)
ভূমিকা
একটু সময় নিয়ে ভাবুন
বাজেট পরিকল্পনা
আগে থেকে পরিকল্পনা ঠিক করুন
সংবেদনশীলতা বিবেচনা রাখতে হবে
ব্যবহারিক জিনিসপত্র
ফুলের তোড়া
উপহার হিসেবে বই
উপহার হিসেবে পোশাক
উপহার হিসেবে পারফিউম
উপহার হিসেবে ঘড়ি
উপাহার বাছাইযের ক্ষেত্রে যা করবেন না
উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে-পরিশেষে

ভূমিকা:

একটা সময় ছিল যখন মানুষ উপহার হিসেবে কাঁসা-পিতলের থালা-বাটি-গ্লাস, কলসি, জগ ইত্যাদি জিনিসগুলো প্রদান করতো। প্রযুক্তির উৎকর্ষতায় সর্বোপরি কালের আবর্তে মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা এবং রুচিতে এসেছে নানা পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া। বর্তমানে কোন উপহার ক্রয় করতে বাজারে গেলে মাথা খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: যে কৌশলে চ্যাটজিপিটি হবে আপনার ব্যক্তিগত সহকারী

কারণ অনেক আইটেম, কি দিবো? কোনটা কিনবো? বাজেটের মধ্যে হচ্ছে না, এটা দিলে কি কিছু মনে করবে কি না? বা পছন্দ করবে কি না? ইত্যাদি এমন হাজারো প্রশ্নের চাপে অস্থির হয়ে যাওয়ার অবস্থা। সেই কারণেই আজকের আর্টিকেলে উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে, সে বিষয়গুলো নিচের বর্ণনাগুলো থেকে জেনে নিতে পারেন।

উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে:

একটু সময় নিয়ে ভাবুন:

অর্থাৎ যাঁকে উপহার দিবেন তাঁর পছন্দ-অপছন্দ বিষয়গুলির সঙ্গে আপনার সাথে তাঁর সম্পর্ক নিয়েও ভাবুন। আসলে যে উপহারটি আপনি তাঁকে দিতে চাচ্ছেন, সেটা পেয়ে তাঁর যেন মনে হয় যে, উপহারটি অনেক ভেবেচিন্তেই তাঁর জন্য নেয়া হয়েছে।

বাজেট পরিকল্পনা:

এক্ষেত্রে উপহার প্রদানের উপলক্ষ এবং ব্যক্তি বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ উপহার মানেই যে, অনেক দামি কিছু এমনটা না ভেবে আপনার সামর্থ্য বা আয়ত্তের মধ্যে থেকে উপহারের উপলক্ষ কি বা কোন ধরনের ব্যক্তিকে দিবেন তা ভেবে নিয়েই উপহার ক্রয় করুন।

আগে থেকে পরিকল্পনা ঠিক করুন:

আপনি চাচ্ছেন, আপনার উপহারটিই সেরা হোক। কিন্তু তার জন্য দরকার সঠিক পরিকল্পনা, যা হঠাৎ করে হয় না। তাই উপহার বাছাইয়ের ক্ষেত্রে সময় নিয়ে পরিকল্পনা করুন, প্রয়োজনে ভিন্ন ভাবে উপস্থাপনের মাধ্যমে কারও কাছ থেকে ধারণা নিতে পারেন অথবা অনলাইন মাধ্যম থেকেও চমৎকার আইডিয়া নিতে পারেন।

সংবেদনশীলতা বিবেচনা রাখতে হবে:

অর্থাৎ কোন একটি উপহার একজনের নিকট দারুণ হলেও অন্যজনের নিকট তা অপমান বা মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই উপহার বাছাইয়ের ক্ষেত্রে এ বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় রাখুন।

ব্যবহারিক জিনিসপত্র:

উপহার বাছাইয়ের ক্ষেত্রে যাঁকে উপহার দিবেন তাঁর সাংসারিক প্রয়োজন মেটায় এমন উপহার প্রদান করতে পারেন। যেমন-চামচ, বাটি, গ্লাস, টেবিলের ম্যাট, বিছানার চাদর, এক বক্স কাপড়, পোষা কোন প্রাণী থাকলে, তার জন্য প্রয়োজনীয় জিনিসও হতে পারে ভালো উপহার।

আরও পড়ুন: ঘন ঘন প্রস্রাব কেন হয়? এটা কি কোন অসুখের লক্ষণ?

আবার কাউকে ফেইশলের একটা ‘প্যাকেজ’ গিফট করতে পারেন। আবার প্রাচীন কোন জিনিস বা অ্যান্টিকস এর যে কোন উপহারও দিতে পারেন।

ফুলের তোড়া:

পৃথিবীতে ফুল ভালোবাসেনা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অর্থাৎ উপহার প্রদানের ক্ষেত্রে বিশেষ কোন দিন বা উপলক্ষকে সামনে রেখেই ফুলের তোড়া, ফুলের ডালি, অথবা এমনও হতে পারে দুর্লভ কোন ফুলের গাছ টবসহ প্রদান করতে পারেন।

উপহার হিসেবে বই:

যে ব্যক্তিকে উপহার দিবেন, যদি তার পড়াশোনা বিষয়ক আগ্রহ থাকে, তাহলে অবশ্যই বিখ্যাত কোন লেখকের বই উপহার দিতে পারেন।

উপহার হিসেবে পোশাক:

অর্থাৎ যার জন্য উপহার নির্বাচন করছেন, তার বয়স, আচার-সংস্কৃতি ইত্যাদি বিবেচনায় রেখে নান্দনিক অথবা প্রয়োজনীয় কোন পোশাক উপহার হিসেবে প্রদান করতে পারেন। এক্ষেত্রে শাড়ী, থ্রি-পিস, প্যান্ট ইত্যাদি বিভিন্ন ধরণের আইটেম আছে, আপনার যেটা পছন্দ তা দিতে পারেন।

উপহার হিসেবে পারফিউম:

বর্তমানে অনেকেই উপহার হিসেবে বিভিন্ন গন্ধের পারফিউম বা বডি স্প্রে প্রদান করে থাকে। আপনি এ ধরনের উপহার দিয়েও চমকে দিতে পারেন।

উপহার হিসেবে ঘড়ি:

উপহার প্রদানের ক্ষেত্রে যার জন্য উপহার নির্বাচন করছেন, তাঁর যদি ঘড়ি পড়ার অভ্যেস থাকে অথবা ঘড়ি পড়েন, তাহলে আপনি নিঃসন্দেহে ঘড়ি উপহার হিসেবে দিতে পারেন। বাজারে অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন দামের ঘড়ি পাওয়া যায়। যেমন-কাপল ঘড়ি, সিঙ্গেল ঘড়ি ইত্যাদি।

উপাহার বাছাইয়ের ক্ষেত্রে যা করবেন না:

  • একজনের নিকট থেকে পাওয়া উপহার আরেকজনকে দিবেন না। কারণ কোন সময়ে উপহার গৃহণকৃত ব্যক্তি যদি সে জানতে পারে যে, আপনি যে উপহারটি প্রদান করেছেন, তা অন্য কারও তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত বিব্রতকর অবস্থার সৃষ্টি করবে।
  • অনেক সময় অনেক দামী উপহার প্রাপককে অস্বস্তিতে ফেলতে পারে। সেক্ষেত্রে খুব বেশি খরচ না করে আপনার বাজেট বা সামর্থ্যের মধ্যে থেকেই উপহার সামগ্রী নির্বাচন করুন।
  • উপহারটি প্রদানের ক্ষেত্রে প্রাপকের পছন্দ-অপছন্দের বিষয়গুলি খেয়াল রাখতে হবে। অর্থাৎ উপহার গ্রহীতার যদি আগ্রহের সাথে যদি প্রদানকৃত উপহারের মিল থাকে, তাহলে আপনার উপহারটি প্রশংসিত হবে।
  • অনেক সময় মনে হয়, উপহারটি কেনা মনে হয় ঠিক হয়নি। এরকম ক্ষেত্রে আপনার উপহারটি ব্যক্তিগত ভাবে প্রদানের উদ্যোগ গ্রহণ করুন।
  • উপহার প্রদানের ক্ষেত্রে হরহামেশাই যে সমস্যাটা তৈরি হয়, তা হলো উপস্থাপন। অর্থাৎ আপনার উপহারটি সুন্দর করে মোড়ানোর পর, তাতে আপনার নাম, মোবাইল অথবা হাতে লেখা কোন নোটও দিতে পারেন।

উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে-পরিশেষে:

আসলে উপহারের বিষয়টি সম্পূর্ণই নিজস্ব ব্যাপার। তবে এক্ষেত্রে আপনার উপহারটি আকর্ষণীয় অথবা মনে রাখার মত করতে চাইলে যাকে উপহার দিবেন তার সম্পর্কিত তথ্যগুলি টুকে রাখতে হবে। অর্থাৎ উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে বলতে মনে করুন, এক্ষেত্রে তার ফেসবুক পেইজ ঘাটাঘাটি করা, অথবা একসঙ্গে চলার সময় তার পছন্দের বা অপছন্দের বিষয়গুলি চিন্তা করা, এক কথায় বলা যেতে পারে, গোয়েন্দাগিরি করা ইত্যাদি।

আরও পড়ুন: ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম

যাইহোক, আজকের উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে বিষয়ক পরামর্শগুলি আশা করি বুঝতে পেরেছেন। আসলে উপহার প্রদানের উদ্দেশ্য হয়, আমি যে উপহারটি আমার প্রিয়জন বা শুভাকাঙ্খীকে দিতে চাচ্ছি, সেটা তার কোন না কোন কাজে লাগা বা স্মরণীয় করে রাখা। প্রচলিত সমাজ ব্যবস্থায় সবার অর্থনৈতিক অবস্থা এক রকম হয় না। কিন্তু গ্রহণ করা স্বাদের থেকে দেয়ার স্বাদও যে আরও মধুর হয়, সেটাতো মিস করতে কেউই চাইনা। তাই আজকের উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে বিষয়ক আলোচনাটি যদি আপনার নিকট গ্রহণযোগ্য মনে হয়, তাহলে তা অবশ্যই শেয়ার করবেন। আর সর্বোপরি উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে-এর ক্ষেত্রে আপনার যদি কোন মন্তব্য/পরামর্শ প্রদান করতে চান তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবশেষে আজকের উপহার পছন্দের ক্ষেত্রে যা ভাবতে হতে পারে এমন আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সম্পৃক্ততার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url