ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম

আজকে ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়মসহ ফ্রেন্ড সাজেশন কেন আসে, কিভাবে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোঁজা যায়, ফেসবুক কেউ লগইন করলে কিভাবে বোঝা যায়সহ নানা বিষয়ে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।
ফেসবুকে-ফ্রেন্ড-সাজেশন-বন্ধ-করার-নিয়ম
আসলে হঠাৎ করেই অচেনা মানুষের প্রোফাইল ভেসে ওঠে যা চরম বিরক্তিকর ব্যাপার। ফেসবুকের নিউজ ফিড দেখার সময় নানা ধরণের ফ্রেন্ডস সাজেশন সামনে আসে। কিন্তু ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম সমূহ জানতে নিচের লেখাটি পড়তে হবে।

পোস্ট সূচিপত্র: ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম
ফেসবুকে ফ্রেন্ড সাজেশন কি পুরোপুরি বন্ধ করা যায়
ফেসবুকে ফ্রেন্ড সাজেশন কেন আসে
কিভাবে ফোন নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোঁজা যায়
আপনার ফেসবুক কেউ লগইন করলে বুঝবেন যেভাবে
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে
পরিশেষে

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়মঃ

সাধারণত আমরা ফেসবুক ব্যবহার করে থাকি দুইটা প্লাটফরমে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে থাকি, যেমন-কম্পিউটার এবং মোবাইল থেকে। অর্থাৎ নিম্নে পর্যায়ক্রমে তা বর্ণিত হলো:

কম্পিউটার থেকে বন্ধ করা:

  • প্রথমে ফেসবুক এ্যাকাউন্ট Open করুন।
  • এরপর ওপরের ডান পাশে থাকা Account-এ ক্লিক করতে হবে।
  • এরপর Settings & Privacy অপশনে ক্লিক করে Settings সিলেক্ট করতে হবে।
  • এবার বামদিকের মেনু থেকে Notifications-এ ক্লিক।

আরও পড়ুন: ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার কৌশল

  • এরপর "People You May Know" অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এরপর Push, Email, SMS ইত্যাদি নোটিফিকেশনগুলো ইচ্ছে করলে আলাদাভাবেও বন্ধ করা যাবে। আবার চাইলে একেবারেও বন্ধ করে দিতে পারেন।

মোবাইল থেকে বন্ধ করা:

  • প্রথমে ফেসবুক App ওপেন করুন।
  • এরপর Profile সিলেক্ট করুন।
  • এবারে স্ক্রল করে Settings & Privacy অপশন সিলেক্ট করুন।
  • এরপর Settings সিলেক্ট করুন।
  • তারপর Notifications অপশনটি সিলেক্ট করুন।
  • এবারে "People You May Know" অপশনটি খুঁজে নিয়ে
  • Toggle Button বন্ধ করুন।

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন কি পুরোপুরি বন্ধ করা যায়:

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন পুরোপুরি বন্ধ করা যায় না। তবে শুধুমাত্র তা Hide people you may know সিলেক্ট করে সাময়িকভাবে তা হাইড করা যায়। কিন্তু কিছুদিন পর আবার তা দেখা যাবে।

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন কেন আসেঃ

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম বিষয়ক আলোচনায় মূলত ফেসবুকে ফ্রেন্ড সাজেশন আসার অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। অর্থাৎ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন সংযোগ এবং তথ্যের বিশ্লেষণ করে ফ্রেন্ড সাজেশন পাঠিয়ে থাকে। উদহারণ হিসেবে যেমন বলা যেতে পারে যে, বিভিন্ন সময়ের ফোন কন্ট্রাক্ট, পারস্পরিক বন্ধুত্ব, ইমেইল আদান-প্রদান, একই কর্মক্ষেত্রে অথবা একই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যায়ে থাকা, ব্যবহারকারীর অবস্থান, একে অপরের প্রোফাইল ভিজিট, একই গ্রুপে বা একই পেজে থাকলে এবং আপনার লাইক, কমেন্ট এবং লোকেশন সম্পর্কিত তথ্য ইত্যাদি। আসলে ফেসবুক এই ধরনের সমস্ত ডাটাগুলো সংগ্রহ করে আপনার সাথে যোগাযোগ বা সংযোগ থাকতে পারে, এমন ব্যক্তিদের খুঁজে বের করে তাদের সকলকে আপনার পরিচিত মানুষ হিসাবে পিপল ইউ মে নো বিভাগে প্রস্তাব করে। যার ফলে যখন আমরা ফেসবুক পেজ ওপেন করি অথবা নতুন কোন ফেসবুক পেজ তৈরি করি, তখন ফেসবুক এই সমস্ত ব্যক্তিদের ফ্রেন্ড সাজেশন হিসেবে আপনার পেজে প্রদর্শন করে থাকে।

444কিভাবে ফোন নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোঁজা যায়ঃ

সাধারণত ফেসবুকে কোন ফোন নম্বর দিয়ে যদি কাউকে খুঁজতে চান, তাহলে আপনার ফেসবুকের হোম ফিডে সার্চ আইকনে ক্লিক করুন অথবা ট্যাপ করুন। এরপর যাকে খুঁজছেন তার ফোন নম্বর এরিয়া কোডসহ টাইপ করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে আপনার খোঁজা ফোন নম্বরটি যদি কোন অ্যাকা্উন্টের সাথে সংযোগ করা থাকে বা তা সর্বজনীন হয়, তবে ফেসবুক তাকে আপনাকে দেখাবে।

আপনার ফেসবুক কেউ লগইন করলে বুঝবেন যেভাবেঃ

বর্তমানে ফেসবুক হ্যাক হওয়ার ঘটনা প্রায়শই দেখা যায়। তবে অনেক সময় অনেক পরিচিত কেউ গোপনে আপনার ফেসবুক আইডি’র পাসওয়ার্ড জেনে নিয়ে মাঝে মধ্যেই আপনার প্রোফাইলে ঢুকছে কিনা, অথবা আপনার ব্যক্তিগত চ্যাট পড়ছে কিনা, ইত্যাদি বিষয়ে আপনি কিছুই জানতে বা বুঝতে পারছেন না। কিন্তু কোন একটি ইস্যুতে আপনি জানতে পারলেন যে, এই মেসেজটি বা এই তথ্যটি আপনি তৈরি করেন নি। ঠিক তখনই আপনার মনে সন্দেহ দেখা দিবে এবং কিভাবে এর সমাধান করা যেতে পারে তার চেষ্টা করতে থাকবেন।

ধাপ-১ঃ

আসলে ফেসবুকে এমন একটি ফিচার রয়েছে, যেখানে আপনি জানতে পারবেন যে কোন কোন জায়গা থেকে আপনার প্রোফাইলে কেউ ঢুকেছিল, কোন ডিভাইস থেকে লগইন করেছে ইত্যাদি। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে-প্রথমে আপনার ফেসবুক লগইন করুন। এরপর মেনুবারের ডানদিকের উপরে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে সেটিংস অপশন সিলেক্ট করুন। এরপর সেটিংস অপশনটি ওপেন হলে তার মধ্যে আরও একটি সেটিংস অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন। এরপর সিকিউরিটি অ্যান্ড লগইন অপশন ক্লিক করুন। এবারে দেখবেন সেখানে Where you are in রয়েছে। আপনি ওই অপশনটির See All-এ ক্লিক করলেই দেখতে পাবেন, কোন দিন, কোন সময়, কখন, কোন ধরণের ডিভাইস থেকে আপনার প্রোফাইলে ভিজিট করা হয়েছে।

আরও পড়ুন: হ্যাকিং কি? হ্যাকিং করে কীভাবে? হ্যাকাররা ওয়েবসাইট কেন হ্যাক করে

ধাপ-২ঃ

এক্ষেত্রে প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোন ব্রাউজার ওপেন করুন। এরপর যথারীতি আপনার ফেসবুক ওপেন করুন। ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হলে আপনার প্রোফাইলে রাইট ক্লিক করুন। এরপর সেখানে ভিউ পেজ সোর্স অপশনে ক্লিক করুন। কোন কারণে যদি আপনি এই অপশনটি খুঁজে না পান, তাহলে Ctrl+U চাপ দিয়ে বিউ পেজ খুলতে পারেন। এরপর এখানে BUDDY_ID লিখে সার্চ বাটনে ক্লিক করুন। মূলত এখানে আপনি অনেকগুলো ID দেখতে পাবেন, তবে খেয়াল করবেন যে আইডিতে ১৫ সংখ্যার একটি কোড পাবেন, সেই কোডটি কপি করে নিন। এবার ব্রাউজারে আপনি অন্য একটি ট্যাব খুলে সেখানে facebook.com/profile ID-টি পেস্ট করুন। এবারে যে ১৫ সংখ্যার কোডটি কপি করেছিলেন সেই কোডটিেএখানে পেস্ট করুন। এরপর সার্চ করলেই আপনি দেখতে পাবেন যে ব্যক্তি আপনার প্রোফাইল চেক করেছে তার আইডিটি।

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবেঃ

সাধারণত ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে, তবে তা বোঝার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে, যা প্রয়োগ করে আপনি নিশ্চিত হতে পারেন যে,আপনি ব্লকেড। তাই এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে, তা হলো-

থাপ-১ঃ

প্রথমে ফেসবুকের সার্চ বক্সে সেই ব্যক্তি নাম লিখে সার্চ করে দেখুন। যদি দেখেন যে, সার্চ রেজাল্টে তার প্রোফাইল একেবারেই দেখা যাচ্ছে না, তাহলে প্রাথমিক ভাবে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে, আপনাকে ব্লক করা হয়েছে অথবা সেই ব্যক্তি তার নিজের প্রোফাইলটি ডিলিট করে দিয়েছেন।

ধাপ-২ঃ

দ্বিতীয় ধাপে বন্ধুদের সাহায্য নিন। অর্থাৎ আপনার ফেসবুক মিউচুয়াল বন্ধুদের মধ্যে আপনার ও সেই ব্যক্তির মধ্যে এমন একজন বন্ধুর সাথে যোগাযোগ করুন, যিনি আপনার ও সেই ব্যক্তিরও অর্থাৎ আপনার দুজনেরই বন্ধু। তাকে আপনি জিজ্ঞেস করতেই পারেন যে, সেই ব্যক্তি তার প্রোফাইল দেখতে পাচ্ছে কিনা? যদি তারা দেখতে পায়, তাহলে দ্বিতীয়বার আপনি নিশ্চিত হয়ে যাবেন যে, আপনাকে সেই ব্যক্তি ব্লক করে দিয়েছে।

ধাপ-৩ঃ

অনেক সময় মেসেঞ্জারের মাধ্যমেও বোঝা যায় যে, আপনি ব্লক হয়েছেন কি না? অর্থাৎ মেসেঞ্জারে গিয়ে সেই ব্যক্তির সাথে আপনার কনভারসেশনের পুরনো মেসেজগুলো দেখতে পান, তাহলেেএটি ব্লক হওয়ার সম্ভাবনা কম। তবে আপনি আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে একটি মেসেজ পাঠাতে পারেন। এক্ষেত্রে মেসেজ পাঠানোর পর যদি দেখেন যে, একটি টিক চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে ধরে নিতে পারেন, আপনি যে মেসেজটি পাঠিয়েছেন তা ডেলিভারী হয়নি।

ধাপ-৪ঃ

আপনি অনুমান অথবা নিশ্চিত হচ্ছেন যে, যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে তিনি ও আপনি একই গ্রুপে অবস্থান করেছিলেন এবং আপনি সে গ্রুপের অ্যাডমিন হলে, তাকে গ্রুপে যুক্ত করার চেষ্টা করতে পারেন। যদি  তাকে গ্রুপে যুক্ত করতে না পারেন, তাহলে ধরে নিবেন যে, াাপনাকে ব্লক করা হয়েছে।

ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম-পরিশেষে:

অনেক ব্যবহারকারী সেলফোনে মেসেজ এবং ইমেইরের মাধ্যমেও ফ্রেন্ড সাজেশন পেয়ে থাকে। এটিও অনেকের নিকট বিরক্তিকর। তাই উপরে বর্ণিত মোবাইল অ্যাপ চালু করে এবং নোটিফিকেশন থেকে বন্ধ করে দিলেই কিন্তু আর মেসেজ বা ইমেইল আসবে না। তাই আজকের ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম গুলো সম্পর্কে আশাকরি বুঝতে পেরেছেন।

আরও পড়ুন: শরীরের ক্লান্তি দূর করতে কি করা যায়

আসলে ফেসবুক হচ্ছে একটি ডিজিটাল সামাজিক মাধ্যম, তাই এটি খুব সতর্কতার সাথেই পরিচালনা করা উচিত। অনেক সময় ভুল মেসেজ-এ ক্লিক করার ফলে ফেসবুকই হ্যাক হয়ে যায়। তাই আজকে ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম বিষয়ক আলোচনাটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই অন্যদের শেয়ার করতে পারেন। আর উপরোক্ত বিষয়ে যদি কোন মন্তব্য/পরামর্শ প্রদান করতে চান তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরিশেষে ফেসবুকে ফ্রেন্ড সাজেশন বন্ধ করার নিয়ম সম্পর্কিত আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।