চুল পড়ার কারণ ও প্রতিকার - চুল লম্বা করতে মেথির ব্যবহার
চুল পড়া অনেকেরই কাছে একটি দুঃশ্চিন্তা ও উদ্বেগের ব্যাপার। কিন্তু চুল পড়ার কারণ ও প্রতিকার গুলি কি বা কিভাবে চুল লম্বা করতে মেথির ব্যবহার করা যেতে পারে তা জানতে হবে।
সাধারণত চুল লম্বা করতে মেথির ব্যবহার প্রথাটি সেই সুপ্রাচিন সময় থেকেই নারীদের চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু অনেকেই চুল পড়ার কারণ ও প্রতিকার হিসেবে বাজার থেকে বিভিন্ন কৃত্রিম উপদানগুলি ক্রয় করে তা দিব্যি চুলের যত্নে ব্যবহার করে যাচ্ছে। সুতরাং, আমাদেরকে প্রাকৃতিক পদ্ধতিতে চুলের যত্নের পদ্ধতিগুলো জানতে হবে।
পোস্ট সূচিপত্র: চুল পড়ার কারণ ও প্রতিকার - চুল লম্বা করতে মেথির ব্যবহার
কীভাবে বুঝবেন যে বেশী চুল ওঠছে?
চুল পড়ার কারণগুলি কী কী?
কিভাবে মেথি সহায়তা করে
চুলের স্বাস্থ্য ভাল রাখতে মেথির ব্যবহার
চুল পড়ার কারণ ও প্রতিকার - চুল লম্বা করতে মেথির ব্যবহার : শেষ কথা
মেথির পুষ্টিগুণ:
মেথিতে আছে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক এসিড, স্যাপোনিন্স এবং ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি অক্সিড্যান্টে সমৃদ্ধ মেথি চুলের উপকারের জন্য কতটা উপকারী?
কীভাবে বুঝবেন যে বেশী চুল ওঠছে?
সাধারণত বর্ষাকালে যে চুল পড়ে বা ওঠে এটা আমরা অনেকেই জানি, তবে এটা তেমন নতুন কোন সমস্যা নয়। বিশেষ করে এই সময়টাতে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই সমস্যায় ভোগেন। সারাদিনে ৫০-১০০ টা চুল পড়তেই পারে, অর্থাৎ দিনে ১০০ টা পর্যন্ত চুল পড়া কিন্তু স্বাভাবিক। আসলে চুল পড়লেও আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই, যখন চুল পড়ার পর আর সেখানে নতুন চুল ওঠেনা অথবা ঘন ঘন চুল পড়তে থাকে।
চুল পড়ার কারণগুলি কী কী?
মূলত চুল পড়ার কারণ ও প্রতিকার বিষয়ক আলোচনায় নিম্নে চুল পড়ার কারণগুলি বর্ণিত হলো:
- জিনগত কারণে অনেক সময় চুল পড়ে। অর্থাৎ পারিবারিক বা বংশগত কারণে একটি নির্দিষ্ট বয়সের পরেই নারী বা পুরুষের চুল পড়ার সমস্যা হয়ে থাকে।
- শরীরে হরমোনের পরিবর্তনজনিত কারণেও চুল ওঠার সমস্যা তৈরী হয়ে থাকে।
- যদি কখনও কোন শারীরিক সমস্যা বা জটিল অসুখ হয়ে থাকে, সেক্ষেত্রেও চুল পড়ে যেতে পারে।
- অনিদ্রা বা দুশ্চিন্তা থেকেও চুল পড়তে পারে।
- মাথা অপরিস্কার থাকলে অনেক সময় চুল পড়ে। অর্থাৎ দীর্ঘদিন যদি মাথা পরিস্কার করা না হয়, তাহলে মাথায় ধুলাবালি পড়ে চুল ওঠার গতিপথ আটকে দেয় এবং সেই কারণেও চুল ওঠতে পারে।
- অনেকেই আছে, যারা অতিরিক্ত ঘেমে থাকে এবং এই ঘাম শুধুমাত্র শরীরেই জমা হয়না, সাথে সাথে মাথাও ঘেমে যায়। আর এ ধরণের অতিরিক্ত ঘামার কারণে চুল ওঠতে পারে।
কিভাবে মেথি সহায়তা করে :
- চুল পড়ার কারণ ও প্রতিকার রোধসহ চুল লম্বা করতে মেথির গুণাগুণ অপরিসীম। অর্থাৎ মেথিতে রয়েছে লেসিথিন নামক এক প্রকার উপাদান, যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, এর ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ওঠার পরিমাণ কমে যায়।
আরও পড়ুন: মৌসুমী লটকন ফলের পুষ্টিগুণ ও উপকারিতাসমূহ
- মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটোরিয়াল উপাদান রয়েছে, যা মাথার খুশকি দূর করে চুলকে রক্ষা করে। এ ছাড়াও অনেক সময় মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি বা র্যাশ দেখা দেয়, চুল লম্বা করতে মেথির ব্যবহার-এ তা অনায়াসেই নিরাময় হয়ে থাকে।
- চুল পড়ার কারণ ও প্রতিকার হিসেবে অনেক সময় চুলের গোড়ায় সংক্রমণ হয়ে ব্যথা সৃষ্টি হয়, এক্ষেত্রে মেথি ব্যবহারে সৃষ্ট ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায় খুব সহজেই।
চুলের স্বাস্থ্য ভাল রাখতে মেথির ব্যবহার :
- মেথি দিয়ে তেল তৈরি: চুল লম্বা করতে মেথির ব্যবহার বা চুলের স্বাস্থ্য ভাল রাখতে হলে নিম্নোক্ত রেসিপিটি তৈরী করতে পারেন। যেমন: ১ কাপ নারিকেল তেলের মধ্যে ১ টেবিল চামচ মেথি দানা দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মেথির রং লালচে না হয়। এরপর তা ঠান্ডা করে ছেঁকে কাঁচের শিশিতে ভরে রাখুন এবং সপ্তাহে অন্তত তিনদিন মাথায় লাগান এই তেল।
আরও পড়ুন: টক দই এর পুষ্টিগুণ ও উপকারিতা
- মেথি বাটা: রাত্রে শোবার আগে এক-দুই টেবিল চামচ মেথি জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন তা ছেঁকে ভালো করে বেটে এর সাথে ১ টেবিল চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে মাথায় মাখতে হবে। ঠিক আধা ঘন্টা পর হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করে তা ধুয়ে নিতে হবে।
- মেথির জল: চুল পড়ার কারণ ও প্রতিকার ছাড়াও চুল লম্বা করতে মেথির ব্যবহার হিসেবে রাত্রে শোবার আগে ২-৩ টেবিল চামচ মেথি এক লিটার জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন চুল শ্যাম্পু করার পর মেথি ভেজানো জল দিয়ে সমস্ত চুল ধুয়ে ফেলতে হবে। এতে করে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই।
চুল পড়ার কারণ ও প্রতিকার - চুল লম্বা করতে মেথির ব্যবহার: শেষ কথা
ছোট্ট একটি মসলা মেথি, যার অনেক রকমের ব্যবহার। যেমন-তরকারিতে এবং বিশেষ করে আচার তৈরিতে মেথি ব্যবহার না করলে আচারের ষোলকলা পূর্ণই হবে না এ ছাড়াও চুলের যত্নে মেথি বহু আগে থেকেই ব্যবহার করে আসছেন আমাদের মা-বোনেরা। তারা নারিকেল তেলের মধ্যে মেথি ভিজিয়ে রেখে সেই তেল মাথায় দিত। সুতরাং মেথির ব্যবহার আমাদের এই উপমহাদেশে অনেক আগে থেকেই চলে আসছে। সুতরাং চুল পড়ার কারণ ও প্রতিকার এবং চুল লম্বা করতে মেথির ব্যবহার বিষয়ে যদি জেনে থাকেন তাহলে অনেক উপকারে আসবে। এ ছাড়াও চুল পড়ার কারণ ও প্রতিকার এবং চুল লম্বা করতে মেথির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
আরও পড়ুন: কাঁঠালের বিচির অসাধারণ পুষ্টিগুণ ও উপকারিতা
পরিশেষে এরকম আরও তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। সবশেষে দীর্ঘক্ষণ চুল পড়ার কারণ ও প্রতিকার - চুল লম্বা করতে মেথির ব্যবহার সম্পর্কিত আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
 

 
   
 
 
 
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url