অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে

কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যের জন্য উপকারী এটা আমরা অনেকেই জানি, কিন্তু অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে, সেটি জানতে হবে।
মূলত পেঁয়াজ আমাদের দৈনন্দিন রান্নার একটি অন্যতম মাধ্যম এবং বলা যায় বেশিরভাগ তরকারিতেই পেঁয়াজ লাগে। তবে এই পেঁয়াজ আমরা রান্না করা বাদেও অনেক সময় কাঁচা খেয়ে থাকি। কিন্তু অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে, সেসব বিষয় নিয়ে আমরা তেমন একটা ভাবিনা। তাই, চলুন জেনে নিই-

পোস্ট সূচিপত্র: অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে (The harms that can occur from eating too much Raw Onion)
ভূমিকা
পেঁয়াজের উপকারিতা
অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়াতে কি কি ক্ষতি হতে পারে
অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে-পরিশেষে

ভূমিকা:

পেঁয়াজ আমাদের রান্নার একটি অন্যতম মসালা এবং এটি দুইভাবেই আমরা খেয়ে থাকি। এ বাদেও মাথায় চুল পড়া বন্ধের জন্য পেঁয়াজের রস ব্যবহার করা হয়। বেশিরভাগ সুস্বাদু খাবার কিন্তু এই পেঁয়াজ ছাড়া হয় না। আর পেঁয়াজের মধ্যে রয়েছে ভিটামিন বি১ (থায়ামিন), বি২ (রিবোফ্লাবিন), বি৩ (নিয়াসিন), বি৫ (প্যান্টোথেনিক অ্যাসিড), বি৬ ও বি৯ (ফোলেট) এবং সর্বোপরি ভিটামিন সি। এ বাদেও রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার।

আরও পড়ুন: ঝটপট ঘরেই বানিয়ে ফেলুন চিকেন টিকিয়া

অর্থাৎ যে মসলাটার মধ্যে এতগুলো ভিটামিন সেটি অবশ্যই শরীরের মধ্যে নানা প্রকার উপকারে সহায়তা করে থাকে। তবে কোনকিছু অতিরিক্ত খেলে অনেক সময় হয় তা হিতে বিপরীত। সুতরাং আমাদের জানতে হবে অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে।

পেঁয়াজের উপকারিতা:

  • কাঁচা পেঁয়াজে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে।
  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
  • কাঁচা পেঁয়াজ খাওয়াতে হৃদযন্ত্র সুস্থ্য রাখে।
  • কাঁচা পেঁয়াজে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।
  • বিশেষ করে গরমের দিনে কাঁচা পেঁয়াজ খাওয়া অনেক উপকারী।
  • কাঁচা পেঁয়াজে হাড় মজবুত করে।
  • হজম শক্তি বাড়ে।
  • সর্বোপরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে, এবং
  • ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় বিশেষ সহায়তা করে থাকে।
অর্থাৎ উপরোক্ত সবগুলো উপকার আমরা পেতে পারি, যদি পরিমিত খাদ্য বা পেঁয়াজ খেয়ে থাকি। আমার ভালো লাগে বলেই আমি তা অনেক বেশি করে খাব এমনটা ভাবা যাবে না। খেতে হবে, তবে তা অবশ্যই পরিমিত। কেননা অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে বা কি কি ক্ষতি হতে পারে সেটাতো জানতে হবে।

অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়াতে কি কি ক্ষতি হতে পারে:

  • অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে মুখে দুর্গন্ধ বের হয়, যা সামাজিকতায় অস্বস্তি বোধ হতে পারে।
  • কাঁচা পেঁয়াজ খাওয়াতে অনেক সময় অম্বল বা বদহজমজনিত সমস্যা দেখা দিতে পারে এবং সেইসঙ্গে পেট ফাঁপা ধরণের অস্বস্তি বোধ লাগতে পারে।
  • অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে পেট গরম হয়ে পাতলা পায়খানাজনিত সমস্যা হতে পারে।

আরও পড়ুন: এগ ফ্রাইড রাইস বানানোর রেসিপি

  • আবার অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে পেট ব্যথা বা পেট ফুলেও যায়।
  • সাধারণত যাদের অ্যালার্জি বা চর্মরোগজনিত সমস্যা আছে তাদের কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো।
  • এ ছাড়াও যাদের পাকস্থলীজনিত সমস্যায় ভুগে থাকেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাঁচা পেঁয়াজ খেতে হবে।
  • অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়াতে তা ওষুধের সঙ্গে বিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়, যা কিনা দেহের জন্য ক্ষতিকর। কারণ পেঁয়াজে রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্ট।
  • সাধারণত যাদের ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্য আছে অর্থাৎ আইবিএসজনিত সমস্যায় ভুগে থাকেন, তাদের অবিলম্বে কাঁচা পেঁয়াজ খাওয়া বাদ দিতে হবে।

অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে-পরিশেষে:

আসলে ইংরেজিতে একটি কথা আছে, ‘Excess everything is very bad.’ সবকিছুই আমরা করবো, তবে তা পরিমিত ভাবে। পেঁযাজ পৃথিবীর সব দেশেই বিভিন্ন ভাবে খাওয়া হয়ে থাকে। অর্থাৎ পেঁয়াজ যেমন আমাদের খাবারে স্বাদ আনে, আবার তা শরীরের নানা রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে তা কিন্তু নয়, তবে অবশ্যই সেটি অতিরিক্ত নই। বিশেষজ্ঞের মতে, প্রতিদিন ২৫-৩০ গ্রাম কাঁচা পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যকর।

আরও পড়ুন: কাঁচা রসুনের উপকারিতা ও খাওয়ার নিয়ম

যাইহোক, আজকের অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে বিষয়ক আর্টিকেলে আপনারা কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকার এবং অপকার বিষযে জানতে পেরেছেন। বর্ণিত তথ্যগুলি যদি আপনার কাছে নতুন মনে হয়, তাহরে তা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে পারেন। পরিশেষে অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে যেসব ক্ষতি হতে পারে বিষয়ক আলোচনায আপনার দীর্ঘক্ষণ সম্পৃকক্তার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্হতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।