কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক?
আজকাল যে কোন প্রয়োজনে বা অপ্রয়োজনে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রবণতাটি বেড়ে গেছে। কিন্তু এই কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক?
তবে অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিংকস পান করলে তা স্বাস্থ্যের ওপর নানারকম নেতিবাচক প্রভাব ফেলে থাকে। চলুন জেনে নিই, কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? না ক্ষতিকর।
পোস্ট সূচিপত্র: কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? (Is it okay to drink too much cold drinks?)
ভূমিকা
কোল্ড ড্রিংকসে কি থাকে?
কোল্ড ড্রিংকস পানে শারীরিক যেসব ঝুঁকি বাড়ে
কোল্ড ড্রিংকসের কিছু উপকারিতা
কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক?-পরিশেষে
ভূমিকা:
খুব তাড়াতাড়ি তেষ্টা মেটাতে এবং স্বাদে অতুলনীয় কোল্ড ড্রিংকস বর্তমানে অধিকাংশ মানুষেরই পছন্দ। কারণ এটি শরীরকে সতেজ করে এবং সেইসঙ্গে অন্যরকম একটা তৃপ্তিও যোগ হয়। তবে বেশীর ভাগ সময়েই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে খাবারের শেষ মাধ্যমটি কিন্তু এই কোল্ড ড্রিংকস দিয়েই হয়ে থাকে। আবার বিভিন্ন ফাস্টফুড আইটেমের সাথে কোল্ড ড্রিংকস থাকায় চাই। তবে অধিকাংশ মানুষ কিন্তু গরমের সময়ে এই কোমল পানীয় বেশী খেয়ে থাকে। কিন্তু এই কোমল পানীয়গুলি যে শরীরের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা অনেকে জেনে খাচ্ছে, আবার অনেকে না জেনেই দিব্যি খেয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক খাদ্যগুলি কী কী?
অনেকেই আছেন, যারা অতিরিক্ত পরিমাণে এই কোমল পানীয় পান করে থাকেন। ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, `Excess everything is very bad' অর্থাৎ এই কোমল পানীয়টি আমরা যদি মাঝে-মধ্যে, সপ্তাহে, মাসে একবার করে খায় তাহলে কি খুব সমস্যা হবে? এটা ভেবে দেখবার ব্যাপার। জেনে রাখা ভালো যে, একটা কোল্ড ড্রিংকস খেলে তা ১ ঘন্টার মধ্যে শরীরে একাধিক পরিবর্তন হয়ে যেতে পারে। তাই, কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? না ক্ষতি তা জানতে নিচের লেখাগুলো মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কোল্ড ড্রিংকসে কি থাকে?
মূলত কোল্ড ড্রিংকস তৈরী হয় পানি, চিনি, কার্বন-ড্রাই অক্সাইড, বিভিন্ন ফ্লেভার, ক্যাফেইন, সাইট্রিক বা ফসফোরিক অ্যাসিড, রঙ ও প্রিজারভেটিভ ইত্যাদি দ্বারা।
কোল্ড ড্রিংকস পানে শারীরিক যেসব ঝুঁকি বাড়ে:
- ১টি কোল্ড ড্রিংকস পান করলে তা ২০ মিনিটের মধ্যে শরীরে প্রায় 10 চা-চামচ চিনি প্রবেশ করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং শরীরে ইনসুলিনের প্রবল নিঃসরণ শুরু হয়।
- এই কোমল পানীয়টি খাওয়ার ৪০ মিনিট পর শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। যার ফলে রক্তচাপ বাড়ে এবং লিভার থেকে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ তৈরি হয়, সেইসঙ্গে চোখের উপরেও চাপ বাড়ে। আর ঠিক এ সময়টটাতে ধীরে ধীরে মস্তিস্কে ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়ার ফলে তা মনকে অনেক বেশি আনন্দ দিয়ে থাকে।
- অতঃপর ঠিক ৬০ মিনিট পর থেকে রক্তে শর্করার মাত্রা কমতে থাকে এবং এর ফলে তখন অনেক বেশি ক্লান্ত বোধ হয় আর সেইসঙ্গে অবসাদও মাথা চাড়া দিয়ে ওঠে।
- সাধারণত সব কোল্ড ড্রিংকসেই প্রচুর পরিমাণে চিনি থাকে, আর চিনি তো শরীরকে ভারি করে দেয়। তাই কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? হিসেবে অতিরিক্ত পরিমাণে চিনি শরীরে প্রবেশ করার কারণে তা ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।
- অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিংকস খাওয়ার ফলে তা দাঁতের ক্ষতি করে এবং সেইসঙ্গে ক্যান্সার পর্যন্তও হতে পারে।
- সাধারণত কোল্ড ড্রিংসগুলোতে এক ধরনের সোডা তাকে, যা আমাদের খাবার হজমে সহায়তা করে। কিন্তু এই সোডা খাবার হজমের পাশাপাশি রক্তচাপও বাড়িয়ে দেয়, যা মৃত্যুর কারণ হতে পারে।
আরও পড়ুন: লিভার সিরোসিস কেন হয়? লিভার সিরোসিস থেকে বাঁচার উপায়
- যারা অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিংকস খেয়ে থাকে, তাদের মধ্যে অকাল বার্ধক্য দেখা দিতে পারে। আবার কারও কারও মনে উগ্র মানসিকতা দেখা দিতে পারে।
- এই কোমল পানীয়টি অতিরিক্ত পরিমাণে খেলে তা ডায়াবেটিস, লিভার, হৃদপিন্ডের এবং হাঁপানি জাতীয় অসুখগুলো হতে পারে।
- কোল্ড ড্রিংকসে সোডিয়াম ও ফসফরিক অ্যাসিড থাকার ফলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে।
কোল্ড ড্রিংকসের কিছু উপকারিতা:
- সাময়িক তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংকসের জুড়ি মেলা ভার। গরমকালে শরীরকে দ্রুত ঠান্ডা করতে এবং খুব চটজলদি তৃষ্ণা মেটানোর কারণে সকলের নিকট একটি অতি প্রিয় পানীয় হিসেবে পরিচিত।
- কিছু কোল্ড ড্রিংকসে ক্যাফেইন এবং চিনি থাকায় তা তাৎক্ষণিক এনার্জি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- সাধারণত কার্বনেটেড পানীয় পেটের গ্যাস ও অ্যাসিডিটি কমাতে সহায়তা করে থাকে, যার ফলে কিছু সময়ের জন্য শরীর অত্যন্ত আরামদায়ক এবং স্বস্তি হয়ে থাকে।
কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক?-পরিশেষে:
উপরোক্ত আলোচনা থেকে নিশ্চয়ই জানতে পেরেছেন কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? না শরীরের জন্য ক্ষতিকর। তবে অতিরিক্ত কোমল পানীয় পান করা কোনমতেই উচিত নয়। কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটা খুবই জরুরী, যেমন-কোল্ড ড্রিংকসগুলি পান করার আগে প্যাকেটের গায়ে তার উপাদানগুলো দেখে নিন, সাধারণত যাদের ডায়াবেটিস বা হৃদরোগ আছে, তাদের ক্ষেত্রে এটি একেবারেই পরিহারযোগ্য। এক্ষেত্রে বিকল্প হিসেবে আপনি চিনি ছাড়া বিভিন্ন ফলের জুস, ডাবের জল ইত্যাদি খেতে পারেন।
আরও পড়ুন: স্ট্রোক প্রতিরোধে খেতে পারেন যে সমস্ত খাবার
যাইহোক, আজকের কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? বিষয়ক আলোচনায় আপনার কোন মন্তব্য/পরামর্শ থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। পরিশেষে কোল্ড ড্রিংকস কি অতিরিক্ত পান করা ঠিক? না ক্ষতি বিষয়ে আপনার দীর্ঘক্ষণ সম্পৃক্ততা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বি.দ্র.: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যে জন্য অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url