কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা

কাজু বাদাম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য। কিন্তু এই কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা সে বিষয়ে অনেকেরই কিছুটা অস্পষ্টতা রয়েছে।
কাজু বাদামের বিষয় উঠলেই প্রথমেই আমাদের ফিরনি ও সেমাইয়ের বিষয়টি মাথায় আসে। আবার এই কাজু বাদাম চিবিয়েও খাওয়া যায়। আজকে এই কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা, এর পুষ্টগুণসহ নানা বিষয়ে জানার জন্য নিচের লেখাটি সম্পূর্ণ পড়তে হবে।

পোস্ট সূচিপত্র: কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা (How to get benefits from eating cashew nuts)
কাজু বাদামের পুষ্টিগুণাবলী
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ
হাড়ের জন্য অত্যন্ত উপকারী
ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা
ভালো ঘুম হয়
রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
ওজন হ্রাসে সহায়তা
হার্টের জন্য উপকারী
কাজু বাদামের অপকারিতা
কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা-শেষ কথা

কাজু বাদামের পুষ্টিগুণাবলী:

কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা ছাড়াও এর রয়েছে অনেক পুষ্টিগুণাবলী। অর্থাৎ, কাজু বাদামে যে পরিমাণ প্রোটিন থাকে, তা প্রায় রান্না করা মাংসের প্রোটিনের সমান। তবে কাজু বাদামে অনেক বেশি ফাইবার থাকে এবং সেইসঙ্গে শর্করার পরিমাণও কম।

আরও পড়ুন: ড্রাগন ফলের উপকারিতা এবং অপকারিতা কি কি?

এ ছাড়াও ক্যালোরি, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ই, বি৬, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, কপার এবং ম্যাঙ্গানিজ।

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ:

কাজু বাদাম একটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য। অর্থাৎ এই অ্যান্টি-অক্সিডেন্ট চোখের বিভিন্ন অসুখ, হৃদরোগসহ স্মৃতিশক্তিজনিত যে কোন ধরনের সমস্যা প্রতিরোধে অত্যন্ত সহায়কা ভূমিকা পালন করে থাকে। তা ছাড়াও নিয়মিত কাজু বাদাম খেলে ত্বকের সৌন্দর্য বজায়সহ চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়।

হাড়ের জন্য অত্যন্ত উপকারী:

কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা হিসেবে কাজু বাদামে আছে ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ, তাই এগুলো হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এ বাদেও মানুষের দেহের জন্য একটি অতি প্রয়োজনীয় কপারের অভাব পূরণে সহায়তা করে থাকে। কারণ শরীরে কপারের অভাবে বিভিন্ন হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে।

ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা:

সাধারণত যাদের ডায়াবেটিস রয়েছে জন্য কাজু বাদাম বেশ উপকারি। কারণ এতে রয়েছে ফাইবার, যা রক্তের শর্করার স্পাইক প্রতিরোধে সহায়তা করে থাকে।

আরও পড়ুন: আনারসে আছে যে সমস্ত উপকার

সাধারণত কাজু বাদামে শর্করার মাত্রা কম থাকায় তা ডায়াবেটির রোগীদের জন্য সহায়ক হিসেবে কাজ করে।

ভালো ঘুম হয়:

কাজু বাদামে আছে ট্রিপটোফ্যান নামক এক ধরনের অ্যাসিড, যা ভালো ঘুম হতে সহায়তা করে।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:

সাধারণত কাজু বাদামে থাকা ভিটামিন এবং মিনারেলসগুলি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

ওজন হ্রাসে সহায়তা:

কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা অর্থাৎ কাজু বাদামে ফাইবার ও প্রোটিন থাকায় তা ক্ষুধা কমাতে এবং পেট ভরা রাখতে সহায়তা করে থাকে, যার ফলে ওজন হ্রাসের ক্ষেত্রে সেটি সহায়ক হয়।

হার্টের জন্য উপকারী:

সাধারণত কাজু বাদাম নিয়মিত খেলে তা শরীরের রক্তচাপ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে থাকে।

কাজু বাদামের অপকারিতা:

  • কাজু বাদামে ক্যালোরির পরিমাণ বেশি থাকায় তা ওজন বৃদ্ধিতে সহায়তা করে থাকে।কাজু বাদামে শর্করার মাত্রা অতি বেশী পরিমাণে থাকায় তা নিয়মিত অতিরিক্ত পরিমাণে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।
  • অতিরিক্ত পরিমাণে কাজু বাদাম খাওয়ার ফলে অনেকের হজমজনিত সমস্যা হয়ে থাকে, যেমন-পেট ফাঁপা, বদহজম ইত্যাদি।
  • সাধারণত যাদের কিডনিতে পাথর আছে, তাদের কাজু বাদাম খাওয়াতে ঝুঁকি বাড়তে পারে। কারণ কাজু বাদামে অক্সলেট নামক একটি উপাদান থাকায় তা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।
  • অনেকের অ্যালার্জিজনিত সমস্যা আছে বা কাজু বাদাম খেলে অনেকের অ্যালার্জিজনিত সমস্যা বৃদ্ধি পায়, যেমন-ত্বক, শ্বাসকষ্ট অথবা অন্যান্য শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে।

কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা-শেষ কথা:

মূলত কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা বিষয়ক আর্টিকেলে এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে। আসলে কাজু বাদাম খাওয়ার বিভিন্ন সতর্কতাও রয়েছে। যেমন-দিনে কাজু বাদাম ১০ থেকে ১৫টির বেশী না খাওয়াই ভালো। আবার যাদের ডায়বেটিস ও থাইরয়েড রোগ আছে, সাধারণত তাদের ক্ষেত্রে কাজু বাদাম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে, এ ছাড়াও যাদের কিডনিতে পাথর বা অ্যালার্জিজনিত সমস্যা বিদ্যমান, তাদের ক্ষেত্রে কাজু বাদাম না খাওয়াই হবে বুদ্ধিমানের পরিচয়।

আরও পড়ুন: চোখের শুষ্কতা এবং ক্লান্তি দূর করা যায় কিভাবে

যাইহোক আজকের কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা বিষয়ক আর্টিকেলে যদি আপনার কোন মতামত/পরার্শ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সর্বোপরি কাজু বাদাম যেভাবে খেলে মিলবে উপকারিতা বিষয়ক বর্ণনাতে আপনার দীর্ঘক্ষণ অংশগ্রহণ ও উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেইসঙ্গে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে তা অন্যদের শেয়ারও করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।