দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে

আমাদের চলমান জীবনে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে, তা জানতে হবে।
ইংরেজী ভাষার উপর দক্ষলতা না থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অর্থাৎ পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকার কারণে এবং নিয়মিত চর্চা বা অভ্যাস না থাকায় উদীয়মান কিছু সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাই আজকে আমরা দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে তা জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।

পোস্ট সূচিপত্র: দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে (There are some English words that are commonly used in everyday life.)
ভূমিকা
দু’জনের সচরাচর বাক্যালাপ
সচরাচর কোন জিজ্ঞাস্য?
আরবি ভাষায় ইংরেজিতে কিছু কথোপকথন
দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে-পরিশেষে

ভূমিকা:

জীবনে চলতে গেলে ভদ্রতা বা ফরমালিটিস যেমন দরকার, ঠিক তেমনি কাজের প্রয়োজনে অনেক সময় দেশের বাইরে গিয়ে কিন্তু একইরকম পরিস্থিতির শিকার হতে হয় মাঝে মধ্যে। অর্থাৎ ভিন্ন পরিবেশ, ভিন্ন স্থান, ভিন্ন ভাষা সবকিছুরই সাথে কেমন যেন একটা অচেনার সম্পর্ক গাঁথা। এক্ষেত্রে যারা অগাধ শিক্ষিত তারা হয়তো আজকের এই বিষয়টি নিয়ে বিদ্রুপ বা হাসাহাসি করতেই পারেন, কিন্তু দেশের বাইরে যে শুধুমাত্র শিক্ষিত মানুষজনই যান তা তো নয়।

আরও পড়ুন: বই পড়ার উপকারিতা - আমাদের কেন বই পড়তে হবে? - বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

এক্ষেত্রে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে। যেমন-দেশের বাইরে গিয়ে কোন একটা জায়গা বা স্থান সম্পর্কের বিবরণ খুঁজে পেতে বা বোঝাতে গিয়ে আমাদের অনেকেরই মাথার ঘাম পায়ে পড়ে, ঠিক তেমনি সাধারণ কিছু কথা-বার্তা (ইংরেজি ভাষায় যাকে বলে কনভারসেশন) বলতে গিয়েও আমাদের অনেক সমস্যা তৈরি হয়। তাই আজকে খুবই প্রয়োজনীয় তেমনই কিছু উদাহরণ অর্থাৎ দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে সম্পর্কে নিম্নে বর্ণিত আলোচনাতে তুলে ধরা হলো:

দু’জনের সচরাচর বাক্যালাপ:

অনেক ক্ষেত্রে কোন ঘটনা বা ভুল অথবা ছোট্ট-খাট কোন সমস্যার জন্য আমরা খুব অকপটেই বলে ফেলি I'm sorry! (আই’ম সরি) বা সংক্ষেপে sorry। কিন্তু প্রকৃতপক্ষে এই sorry বা I'm sorry বলা হলে এর বিপরীতে স্মার্টলি কি বলা উচিত সেটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামায় না। সুতরাং আমাদের জীবনে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে, ঠিক তেমনই একটি কনভারসেশন নিম্নে তুলে ধরা হলো, যেমন:

  • কেউ যদি আমাকে বলে = I'm sorry!
  • সেক্ষেত্রে প্রত্যুত্তরে আমার তাকে বলা উচিত = It's OK. Never mind
  • আবার কেউ যদি কোন বিষয়ের আলোকে আমার ভালো কিছু প্রত্যাশা করে বলে = All the best
  • তাহলে তার সেই উক্তির জন্য আমি তাকে স্মার্টলি উত্তর দিতে পারি = Thanks for the encouragement
  • কখনো কেউ যদি আমাকে কোন সাফল্য বা বিশেষ বিষয়ে অভিবাদন জানিয়ে বলেন = Congratulations
  • তখন আমি তাকে অবশ্যই বলবো = Thank you for the kind words
  • কেউ আমাকে দেখে যদি প্রশংসার সাতে বলে = You look awesome
  • তাহলে আমি তাকে অবশ্যই বলবো = Thanks for the compliment
  • অনেক সময় আপনার নিজের কোন কাজে বা সিদ্ধান্তে খুশি হয়ে কেউ যদি বলে=You did a great job!
  • তাহলে অবশ্যই আমিও তাকে বলবো = Thanks for acknowledging my effort
  • কেউ যদি আমাকে তার মৃত্যুর কোন সংবাদ জানায় = Yesterday my Father died.
  • তাহলে আমিও অত্যন্ত ব্যথিত হৃদয়ে তাকে বলতেই পারি = Oh, I'm sorry to hear that.
  • যখন আমাকে কেউ বলবে = Thank you
  • তবে তার প্রত্যুত্তরে আমিও বলতেই পারি = You're welcome.

সচরাচর কোন জিজ্ঞাস্য?

ধরুণ আপনি অচেনা কোন একটি জায়গায় ভ্রমণে গেছেন, কিন্তু কোন কারণে রাস্তা ভুলে গেছেন অথবা যে স্থান থেকে রওনা হয়েছেন, সেখানেই আবার ফিরে আসতে চাইছেন, সেক্ষেত্রে ভিন্ন ভাষী মানুষকে আপনি কি করে বোঝাবেন। তাই এক্ষেত্রে আপনি দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে, তা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন। যেমন-
মনে করুন, কোন একজন মানুষের নিকট সাহায্য চাওয়ার জন্য গেলেন।

  • তখন তাকে কি বলবেন = Excuse me, can you help me?
  • আপনার প্রশ্ন শুনে সেই পথচারী বলতে পারে = Sure, What do you need?
  • এরপর আপনি তাকে আপনার সমস্যার বিষয়ে জানালেন = I'm looking for the train station.
  • প্রতুত্তরে সে আপনাকে কি বলবে = Of course! Are you walking or taking a taxi?
  • আপনি যে মাধ্যমে যথাস্থানে যেতে চান = I'm walking.
  • এবার আপনাকে সে রাস্তার নির্দেশনা দিবে = All right. From here, go straight down this road until you reach the Big medicine shop (MANCHI's)
  • আপনি তার নির্দেশনাটি যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে বলবেন = Okay, and then?
  • অর্থাৎ আপনি যতটুকু চিনতে পেরেছেন তার পরের নির্দেশনা সে আপনাকে বলবে = At the traffic lights, turn left. You'll see a big supermarket on your right.
  • এরপর আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন = Got it. How far is it after that?
  • আপনার প্রশ্নের প্রতুত্তরে সে আপনাকে বলতে পারে = It's about a fife-minute walk. Just keep going straight and you'll see the train station on your left.
  • এরপর আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন = Thanks. Is there a sign for the station?
  • আপনার প্রশ্নের প্রতুত্তরে সে আপনাকে বলতে পারে = Yes, There's a large blue sign with the word station written on it. You can't miss it.
  • এবার আপনার আরও প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব থাকলে তা বলতে পারেন = Great. Do you know if there's a ticket counter inside?
  • এরপর আপনার বুঝে নেয়া এবং উপস্থিত মনোযোগকে নিশ্চিত করতে সে বলতে পারে = Yes, there is. It's just past the entrance on the left.
  • আপনার জিজ্ঞাসা নিশ্চিত হওয়ার পরও যদি অন্য কোন বিষয়ে জানতে চান = Perfect. One last thing. Are there any good places to bKash withdrawn nearby?

আরও পড়ুন: মানুষের মন খারাপের কারণ কি হতে পারে

  • অর্থাৎ জিজ্ঞাস্য অনুযায়ী সে আপনাকে এভাবে নির্দেশনা দিতে পারে = There's a cafe right across from the station. It's small but has good food.
  • পরিশেষে এতোক্ষণ যে আপনাকে সময় দিল এবং আপনার জিজ্ঞাসা সম্পর্কে নির্দেশনা দিল, সে জন্য আপনি তাকে অবশ্যই বলতে পারেন = Thanks for your help. I really appreciate it.
  • এরপর ভদ্রতার খাতিরে সে ও আপনাকে বলতে পারে = You too. Thank's again.

আরবি ভাষায় ইংরেজিতে কিছু কথোপকথন:

অর্থাৎ দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে এর মধ্যে কিছু আরবি ভাষার কথোপকথন ইংরেজি ভাষায় তুলে ধরা হল, যেমন-

  • Marhaba মানে হলো = Hello
  • Sabah al-Khair মানে হলো = Good morning
  • Ma'Salaama মানে হলো = Goodbye
  • `Afwan মানে হলো = Excuse me
  • Kaifa Haaluka? মানে হলো = How are you?
  • Shukran মানে হলো = Thank you
  • Ismi... মানে হলো = My name is... (আপনার নাম যা হবে)
  • Min Fadlik মানে হলো = Please
  • Ana `Aasif মানে হলো = I'm sorry
  • Masmuka? মানে হলো = What's your name?
  • Bi-Khair, shukran মানে হলো = Fibe, Thank you
  • Shukran Jazeelan মানে হলো = Thank you very much.

দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে-পরিশেষে:

কিছু কিছু বিষয় আছে যেগুলো ভাষা দিয়ে কখনোই মাপা যায়না, যেমন-সঙ্গীত, নৃত্য, অভিনয়, মানবতা, খেলাধুলা ইত্যাদি। কারণ এগুলো সবস্থানে একই নিয়ম। সঙ্গীতের যেমন-‘সা রে গা মা পা’ সবার জন্যই প্রযোজ্য। কিন্তু তারপরেও ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, তাই এর গুরুত্ব সবখানে এবং সর্বক্ষেত্রে। সুতরাং আজকের আর্টিকেল থেকে আপনারা দৈনন্দিন, ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে বিষয়ে জানতে পেরেছেন।

আরও পড়ুন: পুরুষদের কোন বয়সে শুক্রাণুর পরিমাণ কমে

আশাকরি আজকের আর্টিকেল সম্পর্কে আপনাদের কোন মন্তব্য বা পরামর্শ থাকে, তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বর্ণিত দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে আলোচনাগুলি ভালো লেগে থাকলে তা অন্যদের শেয়ার করতে পারেন। সবশেষে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে আলোচনায় আপনার দীর্ঘক্ষণ সম্পকৃতায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url