দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে

২১ সেপ্টেম্বর মহালয়ার আনয়নের মধ্য দিযে শুরু হয়ে গেলো দুর্গা পূজা ২০২৫: এবারে মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে?
দুর্গা পূজা ২০২৫-মা-দুর্গার-আগমন-ও-গমন-হতে-চলেছে-কিসে
সনাতন ধর্মানুযায়ী এবং শাস্ত্রমতে, দেবী দুর্গার আগমন এবং গমনের ওপর নির্ভর করে পৃথিবীবাসীর কাছে গোটা বছরটা কেমন যাবে?

পোস্ট সূচিপত্র: দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে (Durga Puja 2025: How will the arrival and departure of Maa Durga be?)
দেবীর আগমন
দেবীর গমন
কোন বাহনে দেবীর আগমন ও গমন, তা কীসের ইঙ্গিত বহন করে
দুর্গা পূজা ২০২৫: এর সময়সূচী
দুর্গাপূজার আচার-অনুষ্ঠান সম্পর্কিত তথ্য
দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে-পরিশেষে

দেবীর আগমন:

এ বছর মা দুর্গা আগমন করবেন গজে অর্থাৎ হস্তিতে বা হাতিতে। সাধারণত দেবীর গজে আগমণের অর্থ হলো সবকিছুই শুভ। অর্থাৎ দেশে শান্তি, সমৃদ্ধি এবং শস্য-শ্যামলায় ভরা প্রকৃতিকে নির্দেশ করে থাকে।

দেবীর গমন:

মাত্র ৪টি দিন অত্যন্ত উৎসব মূখর এবং প্রাণবন্ত হলেও দেবীকে বিসর্জনের মাধ্যমে মায়ের গমন ঘটে। তাই এ বছর দেবী দুর্গা গমন করবেন দোলায়।

আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় ১২টি ট্যুরিস্ট স্পট

অর্থাৎ দোলার অর্থ পালকী। শাস্ত্রানুযায়ী পালকীতে গমনের অর্থ দাঁড়ায় মহামারী বা মড়কের প্রতীক। যদিও পৃথিবীতে মা দুর্গার আগমন ও গমন দুটোকেই শুভ হিসেবে ধরা হয়ে থাকে।

কোন বাহনে দেবীর আগমন ও গমন, তা কীসের ইঙ্গিত বহন করে:

মূলত দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে এর সাথে অত্যন্ত গুরুত্ব বহন করে দেবীর আগমন ও গমনের বাহনগুলি, যা নিম্নে বিস্তারিত বর্ণিত হলো:

নৌকা: নৌকা আমরা সবাই চিনি ও জানি। শাস্ত্রমতে দেবীর নৌকায় আগমন বা গমনের অর্থ হলো শস্যপূর্ণ বসুন্ধরা। অর্থাৎ এতে ভালো ফসলের ইঙ্গিত প্রদান করে থাকে।

দোলা: দোলা অর্থ হলো পালকী। আর এই দোলায় দেবীর আগমন বা গমনের অর্থ হলো মহামারী দেখা দেয়া এবং তার সাথে মড়কের যোগ, যা খারাপ কিছুই ভাবা হয়।

গজ: গজ অর্থ হস্তি বা হাতি, যা আমরা সবাই চিনি ও জানি। দেবীর গজে আগমন বা গমনের অর্থ হলো সমৃদ্ধি ও শুভ কিছু। অর্থাৎ গোটা বসুন্ধরা শস্য-শ্যামলা হয়ে ওঠে, চারিদিকে শুধু ফসল আর ফসল।

ঘোটক: ঘোটক অর্থ ঘোড়া। অর্থাৎ দেবীর ঘোটকে আগমন বা গমনে ফল হয় ছত্রভঙ্গ। অর্থাৎ আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা এবং অশান্তি, যুদ্ধ-বিগ্রহের ইঙ্গিত বহন করে থাকে।

দুর্গা পূজা ২০২৫ এর সময়সূচী:

মহাপঞ্চমী শুরু হবে-২৭ সেপ্টেম্বর শনিবার থেকে
মহাষষ্ঠী শুরু হবে ঠিক তার পরের দিন-২৮ সেপ্টেম্বর রবিবার
মহাসপ্তমী শুরু হবে তার পরের দিন-২৯ সেপ্টেম্বর সোমবার
মহা অষ্টমী শুরু হবে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার
মহানবমী শুরু হবে ১ অক্টোবর বুধবার থেকে
আর সবশেষে মহাদশমী শুরু হবে ২ অক্টোবর বৃহস্পতিবার থেকে

দুর্গাপূজার আচার-অনুষ্ঠান সম্পর্কিত তথ্য:

মূলত বাংলাদেশের দুর্গাপূজার ইতিহাস ও ঐতিহ্য ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির সাথে ওতঃপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মা দুর্গার আগমন ঘটে অসুরদের দমনের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। যার কারণে দেবীকে বলা হয় মহিষাসুরমর্দিনী।
মহাষষ্ঠী অর্থাৎ বোধনকাল:
মূলত ষষ্ঠীতে দুর্গাপূজার আচার-অনুষ্ঠানের কাজ শুরু হয়ে থাকে। আর এই দিনটি বোধন নামে সকলের নিকট পরিচিত। অর্থাৎ এই তিথিতে দেবী দুর্গার আবাহন করা হয়। এই দিনে পুরোহিত বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন, যা প্রাণ প্রতিষ্ঠা নামেও পরিচিত।

আরও পড়ুন: বিশ্বের ১৯৩টি দেশের জাতীয় ফুলের নাম ও তালিকা - বিশ্বে কতগুলো দেশ আছে

মহা সপ্তমী:
এই দিনে দেবীর নবপত্রিকা স্থাপন করা হয়ে থাকে, যা দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের (নবদুর্গা) প্রতীক হিসেবে পূজিত হয়ে থাকে। অর্থাৎ নবপত্রিকার মানে হল নয়টি পবিত্র গাছের সমন্বয়, যেটি একটি কলাগাছ দ্বারা আবৃত করা হয়। আসলে একে বলা হয় নবপত্রিকা বা কলাবউ, এটি পবিত্র নদীতে স্নান করিয়ে মন্ডপে নিয়ে এসে দেবী দুর্গার পাশে স্থাপন করা হয়ে থাকে।
মহা অষ্টমী:
মহা অষ্টমীর দিন দেবৗ দুর্গার মহাগৌরী রূপের পূজা করা হয়। এই দিনে সদবা নারীরা উপোসের মাধ্যমে অঞ্জলি প্রদান করে থাকে। এ ছাড়াও এই মহা অষ্টমীর দিনে কুমারী পূজা করা হয়, যার মূল অর্থ হলো নারীশক্তির আরাধনা করা। এ ছাড়াও অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে একটি পূজা করা হয়, যা সন্ধিপূজা নামে অভিহিত। মূলত এই পূজা মহিষাসুরমর্দিনী দেবীর বিজয়ের স্মরণে করা হয়ে থাকে।
মহা নবমী:
নবমী তিথিতে দেবী দুর্গার চণ্ডিরূপের পূজা করা হয়ে থাকে, যিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিনে ভক্তরা দেবীর সামনে মহাপ্রসাদ নিবেদন করেন এবং বিশেষ পূজা ও হোমযজ্ঞ সম্পন্ন হয়।
মহাদশমী বা বিজয়া দশমী:
বিজয়া দশমী হচ্ছে মা দুর্গার বিদায়ের দিন। অর্থাৎ এই দিনে ভক্তরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দেবীকে বিদায় দেন। সদবা নারীরা মায়ের চরণে সিঁদুর ঠেকিয়ে উপস্থিত সকল সদবা নারীদের নিয়ে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে স্বর্গে ফিরে প্রতীক হিসেবে পালন করা হয়ে থাকে।

দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে-পরিশেষে:

আসলে দুর্গা পূজোকে মূলত সাবর্জনীন হিসেবে ধরা হয়ে থাকে। অর্থাৎ সকলেই এই অনুষ্ঠানে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। প্রতি বছরের ন্যায় এ বছরেও বাংলাদেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে সারা বাংলাদেশে কতগুলো পূজার মন্ডপ হবে, তার সঠিক কোন তথ্য এখনও অবধি প্রকাশিত হয়নি, তবে অনুমান করা হচ্ছে সারা বাংলাদেশে প্রায় ৩৩,৫৭৬টি দুর্গাপূজার মন্ডপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে সে বিষয়ে উপরোক্ত আলোচনা থেকে জানতে ও বুঝতে পেরেছেন।

আরও পড়ুন: মানুষের মন খারাপের কারণ কি হতে পারে

মূলত দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে সম্পর্কিত আলোচনাটি যদি আপনার নিকট গ্রহণযোগ্য মনে হয়, তাহলে অন্যদের তা শেয়ার করতে পারেন। সুতরাং দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে সম্পর্কিত আলোচনায় আপনি যদি কোন মন্তব্য/পরামর্শ প্রদান করতে চান, তাহলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। সবশেষে দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সম্পৃক্ততার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url