স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায়
স্মার্টফোন ক্রয়ের বেশ কিছুদিন ব্যবহারের পর দেখা যায় যে, সেটি খুব স্লো কাজ করছে। তখন আমরা বলি, স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায়।
আসলে আমরাতো ফোন স্লো হওয়ার কারণ জানি না, বা কিভাবে ফাস্ট করা যায়, সে বিষয়টিও তখন আমাদের মাথায় কাজ করেনা। সেই মুহুর্তে আমরা শুধু একটা বিষয়েই ভাবি, তা হলো মোবাইল সার্ভিসিং করতে হবে অথবা নতুন সেট কিনতে হবে, কারণ আমার স্মার্টফোন স্লো হয়ে গেছে।
পোস্ট সূচিপত্র: স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায় (Smartphone has become slow, how to speed it up)
অপ্রয়োজনীয় অ্যাপস আনইনষ্টল
ক্যাশ পরিস্কার রাখা
সফটওয়্যার আপডেট
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা
অ্যানিমেশন স্কেল কমানো
স্মার্টফোনকে বিরতি
ফোনের ডিফল্ট ওয়ালপেপার ব্যবহার
অতিরিক্ত চার্জ না দেয়া
রিস্টার্ট বা ফ্যাক্টরি ডাটা রিসেট দেয়া
মেমরি কার্ড/ফ্রি স্পেস ব্যবহার
স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায়-পরিশেষে
অপ্রয়োজনীয় অ্যাপস আনইনষ্টল:
অর্থাৎ প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক সময় বিভিন্ন অ্যাপস ফোনে ডাউনলোড হয়ে যায় এবং সেগুলি ফোনের মেমোরি ও র্যামের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে ফোন স্লো হয়ে যায়। সুতরাং ধরণের অবস্থায় তা কিভাবে ফাস্ট করা যায় হিসেবে নিম্নে কিছু টিপস ফলো করা যেতে পারে।
আরও পড়ুন: ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার কৌশল
যেমন-আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনষ্টল করে দিতে হবে। এক্ষেত্রে Settings-->Apps-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো সিলেক্ট করে আনইনষ্টল করুন।
ক্যাশ পরিস্কার রাখা:
আসলে ফোনে যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করি তার ডাটাগুলো সব ফোনের ইন্টারনাল স্টোরেজে গিয়ে জমা হয়। আর এই ধরণের ডাটা জমতে জমতে স্টোরেজের ধারণ ক্ষমতা কমার কারণে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। তাই কিভাবে ফাস্ট করা যায় হিসেবে কয়েকদিন পর পর প্রতিটি অ্যাপস এর Cache Clear করতে হবে। এক্ষেত্রে ফোনের Settings-->Storage-->Cached data-পরিস্কার করুন।
সফটওয়্যার আপডেট:
স্মার্টফোন স্লো হয়ে গেছে তা কিভাবে ফাস্ট করা যায় হিসেবে আপনার স্মার্টফোনের সফটওয়্যার আপডেট রাখতে হবে। অর্থাৎ পুরোনো ভার্সনে বাগ থাকতে পারে এবং তার ফলে আপনার সাধের ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে। সুতরাং এরকম ক্ষেত্রে Settings-এ গিয়ে Software Update-এ ক্লিক করতে হবে এবং এরপর যেগুলো নতুন মনে হবে তা কিছু আপডেট বা ইনষ্টল করতে হবে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা:
স্মার্টফোন স্লো হয়ে গেছে তার অন্যতম কারণ হলো ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপ চলতে থাকা। অর্থাৎ ফোন ব্যবহারের সময় কোন না কোন কারণে বিভিন্ন অ্যাপ ওপেন হয়ে যায়, যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আর এর ফলে তা র্যামের উপর চাপ সৃষ্টি করে এবং ফলাফল হিসেবে স্মার্টফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যায়। অর্থাৎ স্লো হয়ে যাওয়া এই স্মার্টফোরটি কিভাবে ফাস্ট করা যায়, সেক্ষেত্রে Settings-->Apps-->Background Activity বন্ধ করতে হবে।
অ্যানিমেশন স্কেল কমানো:
অর্থাৎ স্মার্টফোন স্লো হয়ে গেছে, আসলে তার কারণ হিসেবে ফোনে অ্যানিমেশন স্লো করলে ফোনের গতি আরও কিছুটা বাড়ানো সম্ভব। তাই কিভাবে ফাস্ট করা যায়-এর ক্ষেত্রে প্রথমে আপনাকে Settings -->About Phone-->Tap Build Number 7 Times-->ডেভেলপার মোড চালু করতে হবে। এরপর Settings -->Developer Options-->Window Animation Scale-->এ গিয়ে অ্যানিমেশন স্কিল কমিয়ে দিন।
স্মার্টফোনকে বিরতি:
মানুষের যেমন একনাগাড়ে কাজ করতে পারেনা, বিশ্রামের প্রয়োজন হয়। ঠিক তেমনি আপনার ব্যবহৃত স্মার্টফোনটিও অনেকক্ষণ ব্যবহার করার পর তা বিশ্রামে দেয়া প্রয়োজন।
আরও পড়ুন: গুগল তার সার্চে নিয়ে আসছে বড় পরিবর্তন
কারণ দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করলে এর মেমোরিতে নানা প্রকার অ্যাপস ও কুকিজ জমা হয়ে তা স্লো হয়ে যায়। তাই কিভাবে ফাস্ট করা যায়-এর ক্ষেত্রে কাজের ফাঁকে ফোনটিকে বিশ্রাম দিন।
ফোনের ডিফল্ট ওয়ালপেপার ব্যবহার:
মূলত আমরা ফোনের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন থার্ডপার্টি অ্যাপস করে ফোনে এনিমেটেড ওয়ালপেপারগুলি চালু রাখি। এর ফলেও কিন্তু ফোন স্লো কাজ করে থাকে। তাই আপনার স্মার্টফোন কিভাবে ফাস্ট করা যায়-এর ক্ষেত্রে এইসব থার্ডপার্টি অ্যাপসের এনিমেটেড ওয়ালপেপারগুলো ব্যবহার না করে ডিফল্ট ওয়ালপেপার ব্যবহার করুন। এতে ফোন স্লো হওয়া থেকে অনেকটাই ফ্রি হবে।
অতিরিক্ত চার্জ না দেয়া:
আমরা প্রায়ই যেটা করে থাকি, তাহলো রাত্রে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। আসলে এটা মোটেও ঠিক নয়, কারণ সারারাত ফোনে চার্জের কারণে এর ব্যাটারি ওভারলোড হয়ে গরম হয়ে যায়। শুধুমাত্র এই কারণে বেশিরভাগ ফোনই নষ্ট বা চার্জিং-এ সমস্যা দেখা দেয়। অর্থাৎ সারারাত চার্জের কারণে একেতো ব্যাটারি ওভারলোড হয়ে গরম হয়ে যায় এবং সেইসাথে ব্যাটারি গরম হওয়ার ফলে তা মাদারবোর্ডেও সমস্যা দেখা দিতে পারে। আর এতে করে ধীরে ধীরে ফোনটি স্লো হয়ে যেতে থাকে।
রিস্টার্ট বা ফ্যাক্টরি ডাটা রিসেট দেয়া:
এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তবেই ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন। অর্থাৎ যদি দেখেন আপনার ফোনটি অতিরিক্ত স্লো হয়ে গেছে তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করতে পারেন। তবে অবশ্যই ফ্যাক্টরি ডাটা রিসেট দেয়ার আগে আপনার ফোনে থাকা যাবতীয় তথ্য বা ডাটা সমূহের ব্যাকআপ আগে নিয়ে নিবেন। এরপর ফ্যাক্টরি ডাটা রিসেট ব্যবহার করবেন। তবে প্রতিদিন একবার করে না হলেও ২/৩ দিন পর পর আপনার ফোনটি রিস্টার্ট করে নিতে পারেন। তাতে দেখবেন, ফোনটি আগের থেকে অনেক ফাস্ট হয়েছে।
মেমরি কার্ড/ফ্রি স্পেস ব্যবহার:
সাধারণত ফোন ব্যবহার করলে তাতে অনেক ভিডিও, অডিও, ছবিসহ বিভিন্ন তথ্যাদি জমা হতে থাকে। এতে করে দেখবেন আপনার ব্যবহৃত স্মার্টফোন স্লো হয়ে গেছে। সুতরাং এরকম পজিশনে আপনার ব্যবহৃত ফোনটি কিভাবে ফাস্ট করা যায় এর ক্ষেত্রে উক্ত তথ্যগুলি যদি কোন এক্সটার্নাল SSD কার্ডে অথবা গুগল ড্রাইভের ফ্রি স্পেসে রাখতে পারেন তাহলে আপনার ফোনের উপর চাপ কমবে এবং ফোনও ফাস্ট হবে।
স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায়-পরিশেষে:
আসলে স্মার্টফোনটি এখন প্রয়োজনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একটি ডিভাইস দিয়ে কথা বলা, লাইফ শেয়ারিং, ছবি তোলা, ভিডিও এডিটিং করা, অনলাইন কাজ করা, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিজিবল কথা বলা, বিজনেস পরিচালনা কি হয়না এই একটি মোবাইলে। এতো গুরুত্বপূর্ণ একটি ডিভাইস স্লো হয়ে গেলে তা দুশ্চিন্তার কারণ বৈকি! আমাদেরকে এই ডিভাইসটি ব্যবহারে একটু সচেতন হতে হবে, তাহলে স্মার্টফোন স্লো হয়ে গেছে বা কিভাবে ফাস্ট করা যায় এই জাতীয় টেনশন থেকে মুক্ত থাকা যাবে। অর্থাৎ পূর্ব সতর্কতা অবলম্বন।
আরও পড়ুন: স্মার্টফোনে ফটো গ্যালারি স্পেস কিভাবে বাড়ানো যায়
উপরে মোবাইল ফোন স্লো হয়ে তা কিভাবে ফাস্ট করা যায় এবং কেন বা কোন কোন সমস্যার কারণে মোবাইল ফোন স্লো হয়ে যেতে পারে সে বিষয়গুলি বর্ণিত হয়েছে, আশাকরি সেগুলো বুঝতে পেরেছেন। যদি স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায় বিষয়ক আলোচনাটি আপনার জন্য উপকৃত হয়, তাহলে অবশ্যই তা অন্যদের শেয়ার করতে পারেন। সর্বোপরি আজকের আলোচনায় স্মার্টফোন স্লো হয়ে গেছে বা কেন স্লো হয় এবং কিভাবে ফাস্ট করা যায় ইত্যাদি বিষয়ে যদি আপনার কোন মন্তব্য/পরামর্শ থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরিশেষে স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায় বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url