হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব

আজকে হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব, কিভাবে ডিলিট করা মেসেজ পড়া যায়,  তথ্য পুনরুদ্ধারে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার এবং গুগল ড্রাইভ ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধার কিভাবে করা যায় তা জানতে নিচের লেখাগুলো পড়ুন।
তেজপাতার-নানারকম-স্বাস্থ্য-উপকারিতা-ও-গুণাবলী
আপনার স্মার্টফোনটিতে দীর্ঘদিন ধরে কোন তথ্য/ফাইল/ছবি না মুছার ফলে তা কিন্তু একটি এক্সট্রা মেমোরি দখল করে থাকে, যা আমরা সবাই জানি। 

পোস্ট সূচিপত্রঃ হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব

হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব
ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলা
তথ্য পুনরুদ্ধারে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার
গুগল ড্রাইভ ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধার
হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ
পরিশেষে

হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখবঃ

স্টেপ-১ঃ

হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে ডিলিট হওয়া মেসেজগুলি খুব সহজেই পড়া যায়। তবে সেগুলো ব্যবহারে নানা ঝুঁকি রয়েছে, কারণ এতে করে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। এক্ষেত্রে কোনো অ্যাপ ছাড়াই এবং কোনরকম নিরাপত্তাজরিত ঝুঁকি ছাড়া নিম্নোক্ত পদ্ধতিতে আপনার ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি পড়তে পারবেন। তবে এই পদ্ধতিটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনের জন্য কার্যকর হবে। অর্থাৎ এক্ষেত্রে পর্যায়ক্রমে যা করতে হবে-১) ফোনের সেটিংস অপশনে যান, ২) নোটিফিকেশন অপশন সিলেক্ট করুন, ৩) মোর সেটিংস অপশন সিলেক্ট করুন, ৪) এরপর নোটিফিকেশন হিস্টোরি অপশনটি অন করে দিন।

অর্থাৎ এই অপশনটি অন করলে আপনার ফোনে আসা সব মেসেজেরই একটি হিস্টোরি দেখা যাবে, যার মধ্যে ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে পাবেন। তবে এই পদ্ধতিতে শুধুমাত্র টেক্সট মেসেজই দেখা যাবে, কোন ছবি, ভিডিও বা অডিও দেখা যাবে না।

আরও পড়ুনঃ যে কৌশলে চ্যাটজিপিটি হবে আপনার ব্যক্তিগত সহকারী

স্টেপ-২ঃ

অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে তথ্য পুনরুদ্ধার করার ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, তা হলো প্রথমে গুগল প্লে স্টোর থেকে WAMR-এর মত একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ডাউনলোডকৃত সেই WAMR অ্যাপটি ওপেন করুন এবং অ্যাপটি ওপেন করে নির্দেশনাগুলি ভালো করে অনুকরণ করুন। আসলে এই --- অ্যাপটি সাধারণত হোয়াটসঅ্যাপের যাবতীয় নোটিফিকেশন, মুছে ফেলা বিভিন্ন মেসজ এবং মিডিয়া ফাইলগুলো যেমন-ছবি বা ভিডিওগুলো সংরক্ষণ করে রাখে।

স্টেপ-৩ঃ

এই স্টেপটি আপনার অ্যান্ড্রয়েড সেটের জন্য। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, তা হলো প্রথমে আপনি ফাইল ম্যানেজার এর মাধ্যমে লোকাল ব্যাকআপ ফাইলগুলো খুঁজে বের করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন এবং এই ব্যাকআপটি আপনি ব্যবেহার করে ডিলিট হওয়া মেসেজগুলি পুনরুদ্ধার করতে পারেন। তবে এই পদ্ধতিটি গুগল ড্রাইভে ব্যাকআপের চেয়ে অবশ্যই জটিল।

ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলাঃ

অর্থাৎ হোয়াটসঅ্যাপে সাধারণত ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় একাধিক ফিচার রয়েছে। তবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনটি। মূলত এই ফিচারের মাধ্যমেই আপনি ভুল করে পাঠানো মেসেজগুলি মুছে ফেলতে পারবেন অনায়াসে। আর একবার যদি পাঠানো মেসেজগুলি ডিলিট করে দেন, তাহলে যাকে মেসেজগুলি পাঠানো হয়েছিল, তিনি কিন্তু সেই মেসেজগুলি আর পড়তে পারবেন না। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে তা সচেতনতার সাথে ব্যবহার করতে হয়।

তথ্য পুনরুদ্ধারে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারঃ

শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরাই নোটিসেভ অ্যাপ ব্যবহার করে ডিলিট হওয়া টেক্সট ম্যাসেজ ছাড়াও ছবি বা ভিডিও দেখে নিতে পারবেন। তবে থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে হলে ঝুঁকি নিয়েই তা করতে হবে। কারণ থার্ডপাটি অ্যাপ থেকে আপনার ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এক্ষেত্রে নিয়মগুলি নিম্নরূপঃ
  • প্রথমে প্লে-স্টোর থেকে নোটিসেভ অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • ডাউনলোড হয়ে গেলে উক্ত নোটিসেভ অ্যাপটি ইনস্টল করুন।
  • এবারে নোটিসেভ অ্যাপটি লগইন করে এর হোমস্ক্রিন ওপেন করুন।
  • হোয়াটসঅ্যাপ আইকনটি সিলেক্ট/ক্লিক করলেই সব ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি দেখতে পাবেন।
  • তবে নির্দিষ্ট কোন ব্যক্তির পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে চাইলে কন্টাক্ট ফিল্টার ব্যবহার করতে পারেন।

গুগল ড্রাইভ ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারঃ

বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীগণ গুগল ড্রাইভে তাদের চ্যাটের ব্যাকআপ অপশন চালু রাখেন। তবে অনেকেই জানেন না যে, গুগল ড্রাইভ থেকে চ্যাট কিভাবে রিস্টোর করতে হয়। এক্ষেত্রে নিম্নোক্ত কিছু শর্তাবলী আছে, যা মেনে চলতে হবে। যেমন-
  • এক্ষেত্রে প্রথমে আপনাকে রিকভার করার জন্য চলমান হোয়াটসঅ্যাপ নম্বর এবং গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ যেখানে আপনার ব্যাকআপ সংরক্ষিত আছে।
  • এরপর আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি আনইনস্টল করে আবার তা পুনরায় ইনস্টল করুন।

আরও পড়ুনঃ হ্যাকিং কি? হ্যাকিং করে কীভাবে? হ্যাকাররা ওয়েবসাইট কেন হ্যাক করে

  • এবারে ইনস্টলেশন হয়ে গেলে তা আগে প্রদত্ত নম্বর দিয়ে লগইন করুন। আপনার মোবাইলে ওটপি ভেরিফিকেশন গেলে তা সংশ্লিষ্ট জায়গায় বসিয়ে ফেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে হবে।
  • এরপর রিস্টোর অপশন সিলেক্ট করলেই দেখতে পারবেন, গুগল ড্রাইভে আপনার সংরক্ষিত সমস্ত চ্যাট এবং মেসেজগুলি পুনরুদ্ধার হয়ে যাবে।
  • এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য যে, চ্যাট পুনরুদ্ধারের জন্য অবশ্যই নিয়মিত ব্যাকআপ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সুবিধাসমূহঃ

হোয়াটসঅ্যাপে অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মেসেজ বা বার্তাগুলি চট করে খুঁজে পাওয়া যায়না। তবে আপনি ইচ্ছে করলে খুব সহজেই এই সমস্ত মেসেজ বা বার্তাগুলি খুঁজে পেতে পারেন। এর জন্য আপনাকে আপনার পছন্দের বার্তার উপরে কিছুক্ষণ চেপে ধরে রেখে ওপরে থাকা পিন আইকনে ট্যাপ করুন। তবে যদি মনে করেন, তাহলে প্রয়োজন শেষে বার্তা থেকে পিনটি তুলেও নিতে পারেন।

অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেকেই ভয়েস মেসেজ পাঠিয়ে থাকে। আর ভয়েস মেসেরজ আকার যদি বড় হয়, তাহলে তা শোনার জন্য বেশ সময় প্রয়োজন হয়ে পড়ে। তবে আপনি ইচ্ছে করলেই ভয়েস ম্যাসেজের গতি বা স্পিড বাড়িয়ে দিয়ে দ্রুত শুনতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, তা হলো-প্লে বাটন থেকে ১.৫ বা ২ এক্স নির্বাচন করতে হবে।

সাধারণত আকারে বড় ভয়েস মেসেজগুলি যদি কাউকে পাঠাতে চাই, তাহলে তা এক প্রকার বিড়ম্বনার শিকার। সুতরাং এ ধরণের সমস্যাগুলো থেকে পরিত্রাণ হিসেবে আপনাকে ভয়েস মেসেজ রেকর্ড করার সময় মাইক্রোফোন বাটনে যদি ট্যাপ করে এটি লক বাটন নির্বাচন করতে পারেন, তাহলে খুব সহজেই আপনার বড় বড় ভয়েস মেসেজগুলি রেকর্ড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ব্যবহৃত আপনার যে কোন ব্যক্তিগত তথ্য যা আপনি গ্রুপে প্রদান করেছেন। অর্থাৎ এরকম ধরণের যে কোন মেসেজ বা তথ্যগুলি আপনি ইচ্ছে করলেই আপনার ইমেইলে সংরক্ষণ করতে পারেন। এজন্য আপনাকে হোয়াটসঅ্যাপের যে মেসেজ বা বার্তাটি ইমেইলে সংরক্ষণ করতে চান, সেটি সিলেক্ট করে উপরে বর্ণিত তিনটি ডট-এ ক্লিক করুন। এরপর সেখান থেকে মোর অপশন নির্বাচন করে এক্সপোর্ট চ্যাটে ট্যাপ করে ইমেইল চ্যাট নির্বাচন করতে পারেন।

হোয়াটসঅ্যাপে আপনি ইচ্ছে করলেই যে কোন ধরণের মেসেজ বা বার্তা সংরক্ষণ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, তা হলো আপনি যে মেসেজ বা বার্তাটি সংরক্ষণ করতে চান, সেটি ট্যাপ করে ধরে রেখে ওপরে অবস্থিত আর্কাইভ-সিলেক্ট করলেই সেটি আর্কাইভে সংরক্ষিত হবে। উক্ত বার্তা বা মেসেজটি যদি পরবর্তী সময়ে আপনি যদি সংরক্ষণ করতে না চান, তাহলে আর্কাইভ অপশনে ট্যাপ করে মেসেজটি সিলেক্ট করে আন-আর্কাইভ সিলেক্ট করলেই হয়ে যাবে।

সাধারণত যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তারা ইচ্ছে করলে তাদের নিজের অবস্থানের তথ্য অন্যজনকে জানাতে পারেন। এক্ষেত্রে যা করতে হবে, তা হলো-মেসেজ অপশনে গিয়ে ডান দিকে থাকা পেপারক্লিপ আইকন থেকে লোকেশন অপশন সিলেক্ট করতে হবে। এরপর শেয়ার লাইভ লোকেশন-এ ক্লিক করার পর সেই অবস্থানে আপনি কতক্ষণ থাকবেন তা সিলেক্ট করতে হবে।

হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব-পরিশেষেঃ

আসলে হোয়াটসঅ্যাপটি মানুষের প্রয়োজনের কাজের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে বলাবাহুল্য যে, হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সিস্টেমটি প্রকৃতপক্ষে অনেক উন্নত, কেননা এখানে মেসেজ ডিলিট হয়ে গেলেও তা লোকাল ব্যাপআপ বা গুগল ড্রাইভের সাহায্যে খুব সহজেই রিকভার করা যায়। আশাকরি হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব অথবা কিভাবে পুনরুদ্ধার করার ক্ষেত্রে কি কি করতে হবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

আরও পড়ুনঃ চট্টগ্রামের প্রিয় পাহাড়ী খাবার বাঁশ কোড়ল

একটা বিষয় মনে রাখা জরুরী যে, স্মার্ট মোবাইল ফোনের ক্যাটাগরি অনুযায়ী তার সেটিংসে কিছু পরিবর্তন থাকে এবং সব সেটেই যে একই নিয়ম প্রযোজ্য হবে এমনটাও নয়। যাইহোক আজকের হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব তা সম্পর্কে আপনার কোন মন্তব্য/পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সর্বোপরি এই আলোচনাগুলি থেকে যদি আপনি নিজেকে উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই তা অন্যদের শেয়ার করবেন। তারপরেও আরও বিস্তারিত জানতে প্রয়োজনে ইউটিউব-এর শরণাপন্ন হতে পারেন। সবশেষে হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখব বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।