কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন

মা দূর্গার বিজয়ান্তে মা লক্ষীর আবির্ভাব, তাই কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, তার দিনক্ষণ জেনে নিন।
কোজাগরী-লক্ষ্মীপূজা-২০২৫-কবে-শুরু-হবে-৬ না ৭-অক্টোবর, দিনক্ষণ-জেনে-নিন
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধন, যশ, খ্যাতি, সমৃদ্ধির ও সুস্বাস্থ্য লাভের আশায় মা লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে।

পেজ সূচিপত্র: কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন (When will Kojagari Lakshmi Puja 2025 start, October 6 or 7, know the date and time)
কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর
কোজাগরী লক্ষ্মীপূজার মাহাত্ম
কিভাবে পূজার প্রস্তুতি গ্রহণ করবেন
কোজাগরী লক্ষ্মীপূজার মন্ত্র
লক্ষ্মী-নারায়ণের মন্ত্র
শারদ পূর্ণিমা তিথির তাৎপর্য কি?
কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন-পরিশেষে

কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর:

মূলত আশ্বিন পূর্ণিমা তিথি পড়বে আগামী ৬ই অক্টোবর সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে। আর এই পূর্ণিমা থাকবে পরেরদিন অর্থাৎ ৭ অক্টোবর সকাল ৯.১৬ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: পানি কম খেলে শরীরের কি কি ক্ষতি হয়

আসলে উদয়া তিথি অনুসারে আশ্বিন পূর্ণিমা তিথি পালিত হবে মঙ্গলবার, তবে কোজাগরী লক্ষ্মীপূজা যেহেতু রাত্রে অনুষ্ঠিত হয়ে থাকে, তাই ৬ অক্টোবর রাত্রেই লক্ষ্মীপূজো করতে হবে। অর্থাৎ এ বছরে শারদ পূর্ণিমা উৎসব পালিত হবে ৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে।

কোজাগরী লক্ষ্মীপূজার মাহাত্ম:

পুরাণে কথিত রয়েছে যে, আশ্বিন পূর্ণিমা তিথি অর্থাৎ কোজাগরী পুর্ণিমার রাতে সুখ-শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী পৃথিবীতে নেমে এসেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন, কে কে জেগে আছে বা কে কে তাকে স্মরণ করছে। অর্থাৎ তিনি এই দিনে তাঁর ভক্তদের ঘরে সুখ-শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য ও অর্থনৈতিক সাফল্য নিয়ে প্রবেশ করেন। আর এ কথা স্পষ্টত প্রমাণিত যে, সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটে। অর্থাৎ তিনি মূল লক্ষ্যের পথিক।

কিভাবে পূজার প্রস্তুতি গ্রহণ করবেন:

সনাতন ধর্মানুযায়ী যে কোন পূজা-পার্বণেই ঘর-দোয়ার পরিস্কার-পরিচ্ছন্ন করতে হয়। আর বাড়িতে যদি কোন পূজা আয়োজন করা হয়, তাহলে তো কথাই নেই। যাইহোক, কোজাগরী লক্ষ্মীপূজা শুরুর আগে অবশ্যই ধর-দোয়ার পরিস্কার-পরিচ্ছন্ন করাটা অত্যন্ত জরুরী। বাড়ীর মহিলারা ঘরের উঠোন ও বারান্দায় আলপনা এঁকে থাকেন, যার অন্যতম বিশেষত্ব হলো মা লক্ষ্মী দেবীর পায়ের ছাপ। এরপর সম্ভব হলে একটি তামার কলসিতে জল ভরে এবং তার গলায় লাল সুতোর ফিতা বাঁধতে হবে। কলসির গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্নে এঁকে তা দেবীর সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে আরতি ও মন্ত্র পাঠ করতে হবে। এক্ষেত্রে “ওঁ হ্রীং ক্লীং মহালক্ষ্ম্যৈ নমঃ” মন্ত্রটি জপ করেও পূজা করতে পারেন। লক্ষ্মীপূজোর দিন অনেকেই উপবাস করে থাকেন। তবে ক্ষেত্রবিশেষে কেউ কেউ পূজোর শেষে কীর্তন, ভজন বা লক্ষ্মীর পদগানের আয়োজন করে থাকেন। কারণ ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্র অনুযায়ী কোজাগরী মা লক্ষ্মীর পূজার রাতে ভক্তবৃন্দ যদি সারারাত জেগে মায়ের আরাধনা করেন, তাহলে মা লক্ষ্মী নিজেই ধরাধামে আবির্ভূত হয়ে ভক্তবৃন্দকে আশির্ব্বাদ প্রদান করেন। লক্ষ্মী পূজার রাতে পরিস্কার আকাশে পূর্ণিমার চাঁদ যেন এক অভূতপূর্ব দৃশ্যতে ধরা দেয়। যা প্রকৃতির এক নতুন রূপে ফেরা। তবে এই দিনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঘরেই নারিকেলের নাড়ু এবং চিড়া, মুড়ি, তিল সহ বিভিন্ন রকমের নাড়ু তৈরি করা হয়ে থাকে। আবার অনেকেই দুধ-চিড়া, মিষ্টি পায়েশ, খিচুড়ি ইত্যাদিও রান্না করে থাকেন।

কোজাগরী লক্ষ্মীপূজার মন্ত্র:

সৌভাগ্য ও মহা সম্পদের প্রতীক দেবী মহালক্ষ্মীর প্রতি ভক্তবৃন্দের প্রসন্নতা ও সমৃদ্ধি লাভের জন্য বিভিন্ন মন্ত্র পাঠ করা হয়ে থাকে, যার মধ্যে অন্যতম লক্ষ্মী গায়ত্রী মন্ত্র:

‘ওঁ মহালক্ষ্ম্যৈ বিদ্মহে, মহাশ্রীয়ৈ ধীমহি তন্নোঃ শ্রী প্রচোদয়াৎ’

যার বাংলায় অর্থ হলোঃ হে দেবী লক্ষ্মী, আমরা আপনাকে জানি। আমরা আপনার মহিমান্বিত রূপের ধ্যান করি। আপনার ঐশ্বরিক শক্তি আমাদের বুদ্ধি ও সমৃদ্ধিকে পরিচালিত করুক।

অর্থাৎ কোজাগরী পূর্ণিমার দিনে যদি কেউ ১০৮ বার এই বিশেষ গায়ত্রী মন্ত্র জপ করে তাহলে বিশেষ শুভ ফল পাওয়া যায়।

এরপর দেবী লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি হলো:

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।

আরও পড়ুন: দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী

যার বাংলায় অর্থ হলোঃ দেবী লক্ষ্মীকে বিশ্বরূপা, পদ্মাসনে অধিষ্ঠিতা এবং শুভ্রস্বরূপিণী রূপে ভজন করা এবং দেবীর আশীর্ব্বাদ চাওয়া।

লক্ষ্মীদেবীর স্তব মন্ত্র:
এই মন্ত্র পাঠ করলে লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হন এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। অর্থাৎ এই মন্ত্রটিতে দেবী লক্ষ্মীর ১২টি নামের উল্লেখ রয়েছে, যা নিম্নরূপ:

ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে, যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া, পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ, স্থিরা লক্ষ্মীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ।

লক্ষ্মী-নারায়ণের মন্ত্রঃ

ওঁ শ্রীম হ্রিম ক্লীম শ্রীম সিদ্ধ লক্ষ্মী নারায়ণ নমঃ বা ওঁ শ্রী লক্ষ্মী-নারায়ণায় নমঃ।
মন্ত্রটির তাৎপর্য হলো-মা লক্ষী এবং নারায়ণকে একসাথে আহবান করা, কারণ তারা পরস্পরের পরিপূরক। অর্থাৎ মা লক্ষ্মীদেবী হলে ধন-সম্পদের অধিষ্ঠাত্রী আর নারায়ণ হলে বিশ্বপালক ও রক্ষক। তাই ভক্তি সহকারে এই মন্ত্র জপ কররে জীবনে সুখ-শান্তি, প্রাচুর্য, সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করা যায়।

শারদ পূর্ণিমা তিথির তাৎপর্য কি?

মূলত আশ্বিন পূর্ণিমা তিথি বা শারদ পূর্ণিমার রাত্রে চন্দ্রদেব ১৬ ধাপ সম্পন্নের মাধ্যমে অমৃত বর্ষণ করে থাকেন। তাই কোজাগরী লক্ষ্মীপূজার রাতের পূর্ণিমা তিথির চাঁদের রশ্মির ঐশ্বরিক প্রভাব এবং নানারকম ঔষধি গুণ রয়েছে। অনেকেই এই রাতে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে চাঁদের উজ্জ্বল আলোয় রেখে দেন এবং পরেরদিন তা এনে প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকেন। অর্থাৎ এই প্রসাদ গ্রহণে শরীর ও মন উভয়েরই পবিত্রতা, শক্তি ও শান্তি লাভ করা যায়।

কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন-পরিশেষে:

সাধারণত কোজাগরী লক্ষ্মীপূজাতে খই-মুড়ি-বাতাসা, নাড়ু, ফল-ফলারী, দুধ, মাখন, ক্ষীর, পায়েস সবকিছুই দেবীর পূজায় নিবেদন করা হয়ে থাকে। তবে দেবী লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম। তবে যদি কোন কারণে তা যোগাড় করা সম্ভব না হয় তাহলে জবা, গাঁদা, গোলাপ বা করবী ফুল দিয়েও মায়ের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারেন। আশাকরি, কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন ইত্যাদি বিষয়ে জানতে পেরেছেন।

আরও পড়ুন: বোম্বাই মরিচের অসাধারণ ১৩টি কার্যকরী উপকার - বোম্বাই মরিচের এই পুষ্টি গুণাগুলো কি?

নিয়মানুযায়ী সঠিক রীতি মেনে এবং সর্বোপরি ভক্তি ভরে মায়ের পূজা-অর্চনা করলে মা লক্ষ্মীদেবী অবশ্যই নিরাশ করেন না। আজকের কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন বিষয়ক আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য/পরামর্শ থাকে, তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সর্বোপরি এতোক্ষণ কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫ কবে শুরু হবে, ৬ না ৭ অক্টোবর, দিনক্ষণ জেনে নিন বিষয়ক আলোচনার সাথে আপনার সম্পৃক্ততার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url