দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী’র পুষ্পাঞ্জলি মন্ত্রগুলি কি তা জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।
শুরু হয়ে গেল দুর্গা পূজা ২০২৫, তাই অঞ্জলি দেবার মন্ত্রগুলি যদি একটু দেখে নেয়া যায়, তাতে ক্ষতি কি?
পেজ সূচিপত্র: দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী (Durga Puja Pushpanjali Mantra - Saptami, Ashtami and Navami)
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র : সপ্তমী
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র : অষ্টমী
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র : নবমী
দুর্গা পূজা: কোনদিনে কোন পূজা
দেবীর আগমন ও গমন কিসে
মা দুর্গার প্রণাম মন্ত্র
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী-পরিশেষে
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র : সপ্তমী
প্রথমে আচমন করে নিন, অর্থাৎ বাঁহাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাম হাতের জলে ডুবিয়ে তা মুখে ৩/১ বার ছিটাতে হবে। সেইসঙ্গে ছিটানোর সময় মুখে উচ্চরণ করুন, নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণুঃ।
আরও পড়ুন: দুর্গা পূজা ২০২৫: মা দুর্গার আগমন ও গমন হতে চলেছে কিসে
এরপর হাত জোড়করে বিষ্ণুদেবকে স্মরণের আলোকে মুখে বলতে হবে-
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সবাবস্থাং গতো হপি বা।
যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচিঃ।।
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্।
নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্।।
এবারে সপ্তমী পূজার পুষ্পাঞ্জলি দিতে হাতে সচন্দনপুষ্প এবং বিল্বপত্র নিয়ে জোরে জোরে উচ্চারণ করুন-
নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে।
পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে।।
হর পাং হর ক্লেশং হর শোকং হরাসুখম্।
হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে।
এষ সচন্দন-পুষ্পবিল্পপত্রাঞ্জলিঃ
নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে।
ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে।
এষ সচন্দন-পুষ্পবিল্পপত্রাঞ্জলিঃ
নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
সপ্তমী পূজার অঞ্জলি সম্পন্ন হলো, এবার কিন্তু প্রণাম মন্ত্র জপ করুন:
সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে।।
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র : অষ্টমী
অষ্টমী পূজার দিনও উপরোক্ত নিয়মগুলি একই থাকবে, শুধু মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র আলাদা হবে। অর্থাৎ
প্রথমে আচমন করে নিন, অর্থাৎ বাঁহাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাম হাতের জলে ডুবিয়ে তা মুখে ৩/১ বার ছিটাতে হবে। সেইসঙ্গে ছিটানোর সময় মুখে উচ্চরণ করুন, নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণুঃ।
এরপর হাত জোড়করে বিষ্ণুদেবকে স্মরণের আলোকে মুখে বলতে হবে-
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সবাবস্থাং গতো হপি বা।
যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচিঃ।।
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্।
নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্।।
এবারে অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি দিতে হাতে সচন্দনপুষ্প এবং বিল্বপত্র নিয়ে জোরে জোরে উচ্চারণ করুন-
নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তু তে।।
নমঃ সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি।
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে।।
নমঃ শরণাগতদীনার্ত পরিত্রাণপরায়ণে।
সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে।।
এষ সচন্দন-পুষ্পবিল্পপত্রাঞ্জলিঃ
নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
অষ্টমী পূজার অঞ্জলি সম্পন্ন হলো, এবার প্রণাম মন্ত্র জপ করুন-
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে।।
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র : নবমী
নবমী পূজার দিনও উপরোক্ত নিয়মগুলি একই থাকবে, শুধু নবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র আলাদা হবে। অর্থাৎ..
প্রথমে আচমন করে নিন, অর্থাৎ বাঁহাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাম হাতের জলে ডুবিয়ে তা মুখে ৩/১ বার ছিটাতে হবে। সেইসঙ্গে ছিটানোর সময় মুখে উচ্চরণ করুন, নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণুঃ।
আরও পড়ুন: কন্টাক্ট লেন্স ব্যবহারে যে ১০টি বিষয় খেয়াল রাখতে হবে
এরপর হাত জোড়করে বিষ্ণুদেবকে স্মরণের আলোকে মুখে বলতে হবে-
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সবাবস্থাং গতো হপি বা।
যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচিঃ।।
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্।
নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্।।
এবারে নবমী পূজার পুষ্পাঞ্জলি দিতে হাতে সচন্দনপুষ্প এবং বিল্বপত্র নিয়ে জোরে জোরে উচ্চারণ করুন-
কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে।
ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে।।
লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে।
মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে।।
কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি।
বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে।।
এষ সচন্দন-পুষ্পবিল্পপত্রাঞ্জলিঃ
নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
নবমী পূজার অঞ্জলি সম্পন্ন হলো, এবার প্রণাম মন্ত্র জপ করুন-
সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে।।
দুর্গা পূজা: কোনদিনে কোন পূজা:
মহাপঞ্চমী : ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে
মহাষষ্ঠী : ২৮ সেপ্টেম্বর রবিবার
মহাসপ্তমী : ২৯ সেপ্টেম্বর সোমবার
মহা অষ্টমী : ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার
মহানবমী : ১ অক্টোবর বুধবার থেকে
বিজয়া দশমী : ২ অক্টোবর বৃহস্পতিবার থেকে
দেবীর আগমন ও গমন কিসে:
এ বছর দেবী দুর্গা আগমন করবেন গজে অর্থাৎ হস্তিতে বা হাতিতে। সাধারণত দেবীর গজে আগমণের অর্থ হলো সবকিছুই শুভ। অর্থাৎ দেশে শান্তি, সমৃদ্ধি এবং শস্য-শ্যামলায় ভরা প্রকৃতিকে নির্দেশ করে থাকে। আর
দেবীর গমন ঘটবে দোলায়, অর্থাৎ দোলার অর্থ পালকী। শাস্ত্রানুযায়ী পালকীতে গমনের অর্থ দাঁড়ায় মহামারী বা মড়কের প্রতীক। যদিও পৃথিবীতে মা দুর্গার আগমন ও গমন দুটোকেই শুভ হিসেবে ধরা হয়ে থাকে।
মা দুর্গার প্রণাম মন্ত্র:
মন্ডপে গিয়ে তো পূজা দেখবেন আবার মাকে প্রণামও করবেন। কিন্তু খালি দুইহাত তুলে প্রণাম দিলে মাকি সে প্রণান নিবে, তাই মাকে প্রণাম করার মন্ত্রটি হলো:
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে।।
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে।।
সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে।।
দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী-পরিশেষে:
মূলত দুর্গা পূজাতে অনেকেই অঞ্জলি দিয়ে থাকেন। জগতের কল্যাণার্থে, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেবীর আরাধনার মাধ্যমে জগতে অশুভ শক্তির বিনাশ কামনায়। সকল ভক্তবৃন্দ করজোড়ে দেবীর পুষ্পাঞ্জলি প্রদান করে নিজের আত্মশুদ্ধি এবং নিজের সংসার-পরিজন-আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশি সকলেরই মঙ্গল কামনা করে থাকেন। তাই দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী অন্তত ৩ দিনের পুষ্পাঞ্জলি মন্ত্রটি জানা আবশ্যক।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামের যত দর্শনীয় স্থান ও নামসমূহ
যাইহোক, পুরোহিতের আশায় না থেকে আগে থেকেই যদি দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবম ‘র মন্ত্রটি জেনে রাখা যায়, তাতে ক্ষতি কি। সুতরাং আজকের আর্টিকেলে দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবমী এর সম্পর্কে কোন মন্তব্য/পরামর্শ প্রদান করতে চাইলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরিশেষে দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - সপ্তমী, অষ্টমী এবং নবম বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ সম্পৃক্ততার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার নিকট গ্রহণযোগ্য বা ভালো লাগলে অবশ্যই তা শেয়ার করতে পারেন। সবাইকে দুর্গা পূজার ঐকান্তিক শুভেচ্ছা এবং শুভ বিজয়া।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url