ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে

ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে এবং আপনি ChatGPT-তে যেভাবে কাজ ও নির্দেশনা প্রদান করবেন, ChatGPT-র সুবিধা ও অসুবিধাসমূহ এবং সর্বোপরি ChatGPT-এর প্রতিষ্ঠা করেন কে? ইত্যাদি সমস্ত বিষয়ে জানতে আজকের আর্টিকেলটি অবশ্যই পড়ুন।
ChatGPT-কিভাবে-আপনার-ব্যক্তিগত-সহকারী-হতে-পারে
অর্থাৎ এআই প্রযুক্তি এখন এমন একটি পরামর্শক বা সহায়ক মাধ্যম হয়ে উঠেছে যে, মানুষ নিজের মস্তিস্ককে আর দীর্ঘ সময় ধরে ব্যবহার না করে এই এআই প্রযুক্তি সহায়তা নিচ্ছে।

পেজ সূচিপত্র: ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে

ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে
ChatGPT-তে যেভাবে কাজ ও নির্দেশনা প্রদান করবেন
ChatGPT-র সুবিধা ও অসুবিধাসমূহ
ChatGPT-এর প্রতিষ্ঠা করেন কে?
শেষকথা

ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারেঃ

আপনি যদি চ্যাটজিপিটি ব্যবহার করার সঠিক কৌশল সম্পর্কে না জানেন, তাহলে আজকের আলোচনাটি খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে অসম্ভব সব বিষয়গুলি সহজেই সমাধান পাওয়া সম্ভব হচ্ছে। এই এআই প্রযুক্তি ব্যবহার করার জন্য দরকার হচ্ছে আপনার সিদ্ধান্তের, অর্থাৎ কি করতে চাচ্ছেন সেটা আগে সিদ্ধান্ত নিন। যাইহোক, নিম্নে ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে, তার প্রক্রিয়াগুরি নিম্নরূপঃ

অর্থাৎ, আপনার ব্যবহৃত ডিভাইসে যদি ChatGPT অ্যাপটি না থাকে, তাহলে ডাউনলোড করে নিন আর যদি সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করা থাকে, তাহলে ফোনের সেটিংস অপশনে গিয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করুন। অর্থাৎ Apps>Default App>Digital Assistant Apps টি খুঁজে বের করুন। এরপর সেখান থেকে `Default Digital Assistant Apps' ট্যাপ/ক্লিক করুন। খেয়াল করলে দেখতে পাবেন, ঠিক এর নীচে আপনার বর্তমান সহকারী দেখতে পাবেন, এবং এখানে বেছে নেয়ার বিকল্প অপশনও থাকবে।

আরও পড়ুনঃ ফেসবুক পেজ কিভাবে জনপ্রিয় করা যায়

মনে করুন, আপনি এই চ্যাটজিপিটি ব্যবহার করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন অনায়াসে, কোন ইমেজ দিয়ে যদি এই এআইকে বলেন, একটি সুন্দর দৃশ্যসহ আমাকে অত্যন্ত স্মার্ট  করে দেখাও সেটাও সম্ভব, আবার জটিল কোন লেখাকে সাধারণ ভাবে প্রকাশের ক্ষেত্রে আপনি এই এআই-এর ব্যবহার করতে পারেন। কোন দীর্ঘ লেখার সংক্ষিপ্ততা করতে চাইলে, সৃজনশীল কোন কনটেন্ট লেখা অথবা আপনার কোন সাধারণ লেখায় প্রফেশনাল টোন ব্যবহার করা ইত্যাদি। সুতরাং এক্ষেত্রে ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে, তার পরিকল্পনার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার উপর।

ChatGPT-তে যেভাবে কাজ ও নির্দেশনা প্রদান করবেনঃ

কোন দীর্ঘ লেখার সংক্ষিপ্ত সারাংশঃ
কাজের চাপে এবং সময় না থাকার কারণে অনেক সময় বড় কোন লেখা পড়া সম্ভব হয়ে উঠেনা। অর্থাৎ আপনার অফিস মিটিং, রিপোর্ট বা প্রতিবেদন, নিউজ আর্টিকেলসমূহ ইত্যাদিকে ছোট করে মূল বিষয়টি পেতে বা পড়তে চাইলে চ্যাটজিপিটির প্রম্পটআগে লিখতে হবে:
TL,DR: [আপনার টেক্সট] অর্থাৎ আপনি এআই-এর নিকট থেকে যে বিষয়ে সহায়তা পেতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে লিখতে হবে।
বি.দ্র.: এখানে Too Long এর সংক্ষিপ্ত হলো=TL এবং Didn't Read এর সংক্ষিপ্ত হলো=DR।

রোবোটিক ফর্মের লেখাকে মানবিক করণঃ
সাধারণত এআই হতে তৈরিকৃত লেখাগুলো অতিমাত্রায় যান্ত্রিক এবং সাধারণ মানুষের মনের ভাবের সাথে মিলে না। অর্থাৎ আবেগ, অনুভূতিহীন লেখা। তাই চ্যাটজিপিটির কাছ থেকে লেখাগুলোকে পাঠকের নিকট বিশ্বাসযোগ্য এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোষ্টের জন্য প্রম্পটের আগে লিখুন:

Humanise: [আপনার টেক্সট] অর্থাৎ আপনি এআই-এর নিকট থেকে যে বিষয়ে সহায়তা পেতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে লিখতে হবে।

নিজের জন্য ছবি বানানোঃ
মনে করুন, আপনি একটি ইমেজ তৈরি করতে চাচ্ছেন, কিন্তু চ্যাটজিপিটি প্রম্পটে কি লিখবেন তা বুঝে উঠতে পারছেন না। এ রকম ক্ষেত্রে চ্যাটজিপিটিকে আপনি নির্দেশ দিতে পারেন এভাবে-

আমাকে একটি বিস্তারিত ইমেজ প্রম্পট লিখে দাও যেখানে [আপনার আইডিয়া] অর্থাৎ আপনি এআই-এর নিকট থেকে যে বিষয়ে আইডিয়া নিতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে লিখতে হবে।

জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপনঃ
চ্যাটজিপিটির মজা হলো, যে কোন জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করে থাকে, যদি আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট হয়ে থাকে। এক্ষেত্রে আপনি চ্যাটজিপিটির প্রম্পটে লিখতে পারেন-

ELI5: [আপনার আইডিয়া] অর্থাৎ আপনি চ্যাটজিপিটি-এর নিকট থেকে যে বিষয়ে সহায়তা পেতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে লিখতে হবে।

লেখায় পেশাদারিত্ব আনাঃ
আপনার লেখা যদি সাধারণ মানের মনে হয়, তাহলে চ্যাটজিপিটির সহায়তা তার মধ্যে পেশাদারিত্ব টোন বা টাচ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি চ্যাটজিপিটির প্রম্পটে লিখতে পারেন:

Jargonise: [আপনার টেক্সট] অর্থাৎ আপনি এআই-এর নিকট থেকে যে বিষয়ে সহায়তা পেতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে লিখতে হবে।

আরও পড়ুনঃ হ্যাকিং কি? হ্যাকিং করে কীভাবে? হ্যাকাররা ওয়েবসাইট কেন হ্যাক করে

সোশ্যাল মিডিয়া পোস্ট এবং হ্যাশট্যাগ তৈরিঃ
মনে করুন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিংকদিন এর জন্য আকর্ষণীয় ক্যাপশন ও পোস্ট লিখতে চান, তাহলে এক্ষেত্রে চ্যাটজিপিটির প্রম্পটে আপনাকে লিখতে হবে এভাবে-

“আমি একটি সুস্বাদু এগ ফ্রাইড রান্না করেছি। Instagram এর জন্য একটি ক্যাপশন লিখে দাও এবং কিছু হ্যাশট্যাগ যোগ কর।”

প্রফেশনাল বায়োডাটা ও কভার লেটার তৈরিঃ
সাধারণত বিভিন্ন জায়গায় চাকুরীর জন্য প্রফেশনাল বায়োডাটা এবং কভার লেটারের প্রয়োজন পড়ে। অর্থাৎ এক্ষেত্রে আপনি কভার লেটার ও বায়োডাটা তৈরী করিতে নিতে পারেন। অর্থাৎ চ্যাটজিপিটিকে আপনি যা নির্দেশ দিবেন, তা হলো:

চ্যাটজিপিটিকে আপনার Skills, Experience এবং Target Job Description দিন এবং নিচের মত করে প্রম্পটে টাইপ করুন:

“এটি থেকে একটি কভার লেটার লিখে দাও।”

গল্প ও ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করাঃ
আপনি কোন সৃজনশীল গল্প, কবিতা বা ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে চ্যাটজিপিটির কমান্ড প্রম্পটে আপনি এভাবে নির্দেশ দিতে পারেন:

“একটি ছোট গল্প লিখে দাও, যেখানে একটি সাপ ও বেজি বন্ধু হয়ে যায়।”

ChatGPT-র সুবিধা ও অসুবিধাসমূহঃ

ChatGPT-এর সুবিধাসমূহঃ
সাধারণত ChatGPT যে কোন প্রশ্নেরই মুহুর্তের মধ্যেই সঠিক উত্তর দিতে পারে। এ ছাড়াও লেখালেখি, অনুবাদ, বিভিন্ন কোডিংসহ কবিতা লেখার কাজেও ChatGPT সহায়তা করে থাকে। ChatGPT -এর আরও সুবিধা হলো এটি যে কোন সময় বা যে কোন জায়গা থেকেই অনায়াসে ব্যবহার করা যায় এবং খুব অল্প ও দ্রুত সময়ে যে কোন কাজ সমাধানে সহায়তা করে থাকে। সর্বোপরি এটি নানা বিষয়ে শিখতেও সাহায্য করে থাকে।

ChatGPT-এর অসুবিধাসমূহঃ
ChatGPT-এর অসুবিধা হলো এটি সবসময় আপডেট তথ্য দিতে পারে না। আবার অনেক সময় একই ধরণের উত্তর প্রদান করাসহ অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করে থাকে। তবে ChatGPT ব্যবহারে অনেক সময় ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থেকেই যায়।

ChatGPT-এর প্রতিষ্ঠা করেন কে?

মূলত ChatGPT হলো একটি অলাভজনক গবেষণা সংস্থা বা ওপেন এআই। অর্থাৎ এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে বিকশিত করা, যাতে তা মানবতার কল্যাণে কাজ করতে পারে। সংস্থাটি মনে করে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত মানব সভ্যতার জন্য একটি বিশাল সম্ভাবনা বহন করে এবং এই সম্ভাবনাকে সকলের উপযোগী করে তুলতে সহায়তা করবে। ওপেনআই এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম হলেন ইলন মাস্ক, স্যাম অটোম্যান ও গ্রেগ ব্রকম্যান। অর্থাৎ এই তিনজন প্রতিভাবান ব্যক্তিই তাদের আলাদা আলাদা প্রতিভার জন্য সমাদৃত।

ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে-শেষকথাঃ

বর্তমানে এআই রোবট ব্যবহার করে দৈনন্দিনের বিভিন্ন কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরণের প্রফেশনাল কাজও খুব অল্প সময়ে এবং সহজে সমাধা করে নিতে পারেন। অর্থাৎ ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে তা যুক্ত করে খুব অনায়াসেই বিভিন্ন সমস্যাদির সমাধানের মাধ্যমে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন তা উপরোক্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। আসলে সঠিক প্রম্পট ব্যবহার করলেই যে তা শুধু প্রশ্ন করা হবে তা নয়, বরং এআই-এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা।

আরও পড়ুনঃ স্মার্টফোন স্লো হয়ে গেছে, কিভাবে ফাস্ট করা যায়

আশাকরি আজকের আলোচনাটি আপনার জন্য ফলপ্রসূ ও উপকার বয়ে নিয়ে আসবে। যদি বর্ণিত কনটেস্টটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তা অন্যদের শেয়ার করতে পারেন। আসলে সামান্য কিছু কৌশল জানা থাকলেই চ্যাটজিপিটি হয়ে উঠতে পারে আপনার ডিজিটাল ব্যক্তিগত সহকারী। তাই ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে বিষয়ক আলোচনা সম্পর্কে আপনার কোন মন্তব্য/পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অর্থাৎ চ্যাটজিপিটি বা চ্যাটবট সঠিকভাবে ব্যবহার করলে আপনার মূল্যবান সময় বাঁচবে এবং সেইসঙ্গে কাজের মান হবে উন্নত। পরিশেষে আজকের ChatGPT কিভাবে আপনার ব্যক্তিগত সহকারী হতে পারে বিষয়টিতে আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি ও অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।